IPL 2024: সতেরোতম মরসুমে এসেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল (IPL) জয়ের স্বপ্ন আর পূরণ হলো না। এই বছর শুরুটা এমনিতেই বেশ হতশ্রী ছিলো তাদের। প্রথম আট ম্যাচের মধ্যে হারতে হয়েছিলো সাতটিতে। একটা সময় লীগ পর্বেই বিরাটদের বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু আচমকাই দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিলো তারা। সানরাইজার্সকে হারিয়ে অক্সিজেন খুঁজে পেয়েছিলো দু প্লেসির দল। তারপর গুজরাতের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচে জয় তাদের ভাসিয়ে রেখেছিলো আইপিএলে। এরপর পাহাড়ঘেরা ধর্মশালাতেও বেঙ্গালুরু জেতায় নড়েচড়ে বসে ক্রিকেটজনতা। পরবর্তী প্রতিপক্ষ ছিলো দিল্লী। ঘরের মাঠে সেই ম্যাচ জেতায় প্লে-অফের দোরগোড়ায় চলে আসে তারা। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২৭ রানে জিতে দুরন্ত কামব্যাক সম্পূর্ণ করেছিলো তারা।
যে গতিতে ছুটছিলো আরসিবির অশ্বমেধের ঘোড়া তাতে যে বিশেষজ্ঞরা একটা সময় তাদের টুর্নামেন্ট থেকে মুছে ফেলতে উঠেপড়ে লেগেছিলেন, তারা খেতাবের অন্যতম দাবীদার হিসেবে তুলে ধরতে শুরু করেন বেঙ্গালুরুকে। আজ এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। কিন্তু ট্রফিহীনতার দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে আর পারলো না তারা। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। গত পাঁচ ম্যাচে জয় পায় নি তাঁর দল। চাপ তার সামনেও কিছু কম ছিলো না। কিন্তু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ রাজস্থানের বোলাররা। শুরু থেকেই তাঁরা চাপে রাখেন বেঙ্গালুরুকে।
Read More: IPL 2024: “পুরোপুরি ম্যাচ ফিক্সিং…” আম্পায়ারের ভুলে নট-আউট কার্তিক? বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া !!
ম্যাচ হেরে নেটিজেনদের নিশানায় বেঙ্গালুরু-
প্রথমে আউট হন দু প্লেসি। এরপর ফেরেন কোহলিও। গ্রিন, পতিদার, ম্যাক্সওয়েল-বড় রান পান নি কেউই। শেষমেশ ১৭২ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস। ‘আসল সময় বেঙ্গালুরু মুখ থুবড়ে পড়বেন’ হতাশা ব্যক্ত করে জানিয়েছিলেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ার দেওয়ার জুড়ে কটাক্ষের ঝড়’ও চোখে পড়ে প্রথম ইনিংসের পড়ে। দীনেশ কার্তিক’কে লেগ বিফোর উইকেট না দেওয়া নিয়ে রাজস্থান সমর্থকদের রোষের মুখে পড়তে হয় আম্পায়ারদেরও। রান তাড়া করতে নেমে কোহলার ক্যাডমোর ও যশস্বী জয়সওয়াল আজ শুরুটা বেশ ভালো করেছিলেন। তখনই বেঙ্গালুরুর বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলো। মাঝে পরপর বেশ কিছু উইকেট তুলে তারা ম্যাচে ফিরলেও রিয়ান পরাগ ও শিমরণ হেট্মায়ার জয় নিশ্চিত করেন রাজস্থানের।
পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার পর ‘ডু অর দাই’ খেলায় সাফল্যের পর স্বভাবতই খুশি রাজস্থান সমর্থকেরা। ‘এভাবেই ফিরে আসতে হয়। ট্রফির দৌড় থেকে আমরা কখনও হারিয়ে যাই নি’ লিখেছেন একজন। ‘সঞ্জুর উপর সবসময়ই ভরসা ছিলো আমাদের’ লিখেছেন আরও নেটিজেন। একটানা ম্যাচ জিতে প্লে-অফে পা রাখার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের মাত্রা ছাড়িয়েছিলেন অনেক আরসিবি। অন্যান্য দলের সমর্থকদের আক্রমণ করতেও দেখা গিয়েছিলো তাঁদের। আজ বেঙ্গালুরুর হারের পর তাদের পালটা দিয়েছেন অনেকে। ‘ধরাকে এই জন্য সরা জ্ঞান করা ঠিক নয়।’ ‘বেঙ্গালুরুকে একটা টিনের ট্রফি দেওয়া হবে ঠিকই’ লিখেছেন অনেকে। ‘ধন্যবাদ রাজস্থানকে, শব্দদূষণ থেকে মুক্তি দেওয়ার জন্য’ শ্লেষের তীরে বিরাটদের বিঁধেছেন আরও একজন।
দেখে নিন ট্যুইট চিত্র-
funny thing was rcb fans were planning to face kkr in finals and thought they could do kkr 2014 , welcome back to earth ig
— snigdhaaaaaaa. (@kidcudiee) May 22, 2024
RCB fans 😁 #RCBvsRR #RRvsRCB #RCBvRR #IPL2024 🔥🏏 pic.twitter.com/ecOsWHztkB
— K.Annamalai (மோடியின் குடும்பம்)- Parody (@annamalai_k__) May 22, 2024
Even RCB fans had no hopes for the eliminator… That’s why they celebrated like crazy while they could!!#RCBvsRR
— Ravikiran Apte (@ravikirana) May 22, 2024
Life of RCB fans. #RCBvsRR pic.twitter.com/8ag4mHeFil
— Mr जाट ❤️ (@jaaatttttt) May 22, 2024
Virat Kohli and RCB fans right now:#RCBvsRR pic.twitter.com/2BbF9u4Fex
— SoFi IrFan (@sofi_irfan1) May 22, 2024
There’s still hope RCB Fans.
If congress comes to power they will take away a trophy each from MI and CSK and give to RCB.
— Nehr_who? (@Nher_who) May 22, 2024
RCB fans back to earth
— Aarush_Msdian 💛 (@AarushMCFC) May 22, 2024
To my dearest rcb fans all around the world please stay safe,take care of each other,hug each other and be proud of yourselves being rcbians ❤️!
believe! @RCBTweets then now and forever!#Rcbfan— Manoj nayak (@Nmanoj183) May 22, 2024
RCB fans ~ We will silence RR fans in Ahmedabad.
RCB ~ Silencing their own fans with their performance.— Vishal (@tu_chico_vishal) May 22, 2024
RCB fans right now 🤣#RCBvsRR pic.twitter.com/tOy78hpGPA
— 💫MEMES🔥 (@IMRANKHAN192021) May 22, 2024
RCB Fans be like #RCBvsRR pic.twitter.com/GhPa5cvVPA
— Baba Rancho (@BabaRancho20) May 22, 2024