ipl-rcb-to-axe-du-plessis-and-maxwell

IPL 2025: আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সতেরো মরসুমের মধ্যে চার বার ফাইনাল’ও খেলেছে তারা। কিন্তু আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে। একাধিকবার ফেভারিট হিসেবে খেতাবী যুদ্ধে পা রেখেও হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) থেকে শেন ওয়াটসন, ডেল স্টেইন-ক্রিকেটদুনিয়ার তাবড় তারকাদের নিয়ে দল সাজিয়েও বিজয়ীর শিরোপা আর জোটে নি। দুই বছরের মধ্যে তাদের মহিলা দল জিতে নিয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)  খেতাব, কিন্তু দুর্ভাগ্যের অন্ধকার কাটিয়ে বেরোতে পারে নি পুরুষ দল। ২০২৫-এ আঠারোয় পা দিচ্ছে আইপিএল (IPL)। ব্যর্থতার কাঁটা উপড়ে ফেলে সাফল্যের সোনালী আলোয় উজ্জ্বল হয়ে উঠতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি।

Read More: IPL 2025: পরের মরসুমে বেঙ্গালুরু’তে পা রাখছেন পন্থ? সোশ্যাল মিডিয়ায় অবস্থান স্পষ্ট করলেন ক্রিকেট তারকা !!

রিটেনশন তালিকা প্রস্তুত বেঙ্গালুরুর-

Royal Challengers Bengaluru | IPL | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

২০২৫ আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা অকশন। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যে খবর মিলেছে তা থেকে আন্দাজ করা হচ্ছে যে চলতি বছরের ২০ ডিসেম্বর নাগাদ বসতে পারে এই নিলামের আসর। পছন্দের ক্রিকেটারদের দলে সামিল করার সুবর্ণ সুযোগ থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সামনে। ডিসেম্বরের নিলামের আগে অবশ্য নভেম্বর মাসে রিটেনশন ও রিলিজ তালিকাও প্রকাশ করতে হবে তাদের। এখনও পর্যন্ত বিসিসিআই রিটেনশন ও রিলিজ সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য জানায় নি। ৩১ জুলাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠকে বসেছিলো বোর্ড। সেখানে দাবী উঠেছিলো নূন্যতম ছয়টি রিটেনশন ও আরটিএম কার্ড ফেরানোর। ক্রিকেট নিয়ামক সংস্থা সূত্রে খবর যে ছয় নয়, বরং পাঁচটি রিটেনশনে সিলমোহর দিয়েছেন জয় শাহ’রা। থাকছে না আরটিএম বিকল্প।

এর মধ্যেই নিজেদের রিটেনশন তালিকা প্রস্তুত করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পাঁচ নয় বরং চার জন খেলোয়াড়কে ধরে রাখতে চায় তারা। প্রথমেই থাকছে বিরাট কোহলির (Virat Kohli) নাম। ২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামছেন তিনি। মহাতারকাকে কোনো মূল্যেই ছাড়তে চাইবে না দল। দ্বিতীয় নামটি রজত পতিদারের (Rajat Patidar)। মধ্যপ্রদেশের ক্রিকেটার লাভনীত সিসোদিয়ার বদলি হিসেবে ২০২২ সালে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুতে। অন্যতম ধারাবাহিক পারফর্মার তিনি। ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও রজত রয়েছেন রেডারে। ফলে থাকছেন তিনিও। এছাড়া ভারতীয় পেসার মহম্মদ সিরাজ’কে (Mohammed Siraj) ‘রিটেন’ করতে পারে ফ্র্যাঞ্চাইজি। চতুর্থ নাম হিসেবে থাকছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস (Will Jacks)। তাঁর মধ্যেও ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখছে টিম ম্যানেজমেন্ট।

ছাঁটাই হচ্ছেন দু প্লেসি ও ম্যাক্সওয়েল-

Glenn Maxwell and Faf du Plessis | Image: Getty Images
Glenn Maxwell and Faf du Plessis | Image: Getty Images

২০২৫-এর আইপিএলের (IPL) রিটেনশন তালিকা বানানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই তারকা ক্রিকেটার-ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ছেঁটে ফেলতে চলেছে তারা। ২০২২ থেকে বেঙ্গালুরুতে রয়েছেন ফাফ দু প্লেসি। সামলেছেন অধিনায়কত্ব। ব্যাট হাতেও চমৎকার পারফর্ম্যান্স তাঁর। ২০২৩-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বয়স। ইতিমধ্যেই ৪০ পেরিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার। ভবিষ্যতের কথা ভেবে তাঁর উপর বিনিয়োগ করা নিয়ে দ্বিধায় ফ্র্যাঞ্চাইজি। ম্যাক্সওয়েল আরসিবি’তে রয়েছেন ২০২১ থেকে। পরপর তিন মরসুম ভালো খেলেছিলেন তারকা অলরাউন্ডার। কিন্তু ২০২৪-এ তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫২ রান। উইকেট সংখ্যা ৬। বিপুল অর্থ খরচ করে তাঁকে ধরে রাখার মধ্যে যুক্তি খুঁজে পাচ্ছেন না কর্তারা।

Also Read: IPL 2025: গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলো KKR, মেন্টর হচ্ছেন টি-২০ দুনিয়ার কিংবদন্তি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *