IPL 2024: আইপিএলের (IPL) প্লে-অফ পর্বের আজ দ্বিতীয় দিন। গতকাল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শীর্ষে শেষ করা কলকাতা নাইট রাইডার্স। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস (RR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লীগ পর্বে তৃতীয় হয়েছে রাজস্থান। অন্যদিকে শুরুতে অনেকখানি পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাকে করে চতুর্থ স্থান দখল করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে এই মরসুমে রাজস্থান এর আগে বেঙ্গালুরুকে হারিয়ে থাকলেও এই ম্যাচের আগে তাদের ফেভারিট মানতে রাজী নন বিশেষজ্ঞরা। কারণ শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেন নি সঞ্জু স্যামসনরা’। টানা ছয় ম্যাচ জেতা বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে ক্রিকেটমহল।
টসের মুদ্রা আজ পড়েছিলো রাজস্থানের পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। গত কয়েকটি ম্যাচে বেশ ভালো ব্যাটিং করেছিলো বেঙ্গালুরু। কিন্তু আজ চেনা ছন্দে পাওয়া গেলো না তাদের। ট্রেন্ট বোল্টের বলে ফাফ দু প্লেসি ফেরার পর থেকেই ভাঙতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিং লাইন আপ। আজ বড় রান পান নি বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন’রা। অসাধারণ বোলিং করলেন রবিচন্দ্রণ অশ্বিন। আইপিএলের প্রথম অর্ধে লাগাতার ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় পর্বে অসাধারণ অভিজ্ঞ স্পিনার। যোগ্য সঙ্গত করলেন চাহাল, আবেশ খানরাও। লোয়ার অর্ডারে লড়াই চালিয়ে গেলেন মহীপাল লোমরোর। তাঁর প্রচেষ্টাতেই ২০ ওভারে শেষে বেঙ্গালুরু পৌঁছালো ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রানে।
Read More: আবার’ও গৌতম গম্ভীরের সাথে লড়াই MS ধোনির, নেপথ্যে BCCI !!
অসামান্য অশ্বিন, নড়বড়ে RCB টপ অর্ডার-
বেঙ্গালুরু ব্যাটিং-এর দুই স্তম্ভ ফাফ দু প্লেসি ও বিরাট কোহলি। ইতিপূর্বে ওপেন করতে নেমে বড় জুটি গড়ে বহু ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন দুজনে। কিন্তু আজ রান পেলেন না কেউই। শুরু থেকেই নড়বড়ে লাগছিলো দু প্লেসি’কে। তিনি ফেরেন ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে। ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দেন রোভম্যান পাওয়েলের হাতে। কমলা টুপির মালিক বিরাট কোহলিও স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন যুজবেন্দ্র চাহালকে। লং অন ও ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। ব্যাট ও বলের সঠিক সংযোগ না হওয়ায় ধরা পড়েন ডোনোভান ফেরেইরা’র হাতে। করেন ২৪ বলে ৩৩। অষ্টম ওভারেই দ্বিতীয় উইকেট হারিয়েছিলো বেঙ্গালুরু।
এরপর রজত পতিদার ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। অজি অলরাউন্ডার গ্রিনকে ফেরান অশ্বিন। ২১ বলে ২৭ করেন তিনি। একই ওভারে অশ্বিনের শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় তারকা এই নিয়ে মরসুমে চতুর্থবার আউট হলেন শূন্য রানে। তাঁর ক্যাচ ধরেন ধ্রুব জুড়েল। অনবদ্য অশ্বিনের ঝুলিতে আজ ৪ ওভারে মাত্র ১৯ রান ব্যয় করে ২ টি বহুমূল্য উইকেট। অপরপ্রান্তে উইকেট পড়তে থাকায় অন্যান্য দিনের মত ধুন্ধুমার ইনিংস খেলতে পারেন নি মধ্যপ্রদেশের ক্রিকেটার। কিন্তু উইকেটে টিকে থেকে স্কোরবোর্ড চালু রাখার চেষ্টা করেছিলেন। মারেন বেশ কিছু চার-ছক্কা’ও। কিন্তু আবেশ খানের বলে ভাঙে তাঁর প্রতিরোধ’ও। ২২ বলে ৩৪ করে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন তিনি।
লড়লেন মহীপাল, কঠিন চ্যালেঞ্জ বেঙ্গালুরুর সামনে-
১২২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন থেমে গিয়েছিলো ১৫৯ রানে, তেমনই বেঙ্গালুরু’ও কি আহমেদাবাদের মাঠে প্রথম ইনিংসের গড় স্কোরের থেকে কম রানেই আটকে যাবে? প্রশ্ন উঠতে শুরু হয়েছিলো অনুরাগীদের মনে। কিন্তু মহীপাল লোমরোরের দুরন্ত প্রয়াস তাদের এগিয়ে নিয়ে গেলো আরও কিছুটা। বাকিরা যখন বড় শট খেলতে গিয়ে সমস্যা পড়লেন নিয়মিত সেখানে ১৭ বলে ১৮৮.২৪ স্ট্রাইক রেটে ৩২ রানের ইনিংস খেলেন মহীপাল। নিজের পুরনো দলের বিরুদ্ধে মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১৩ বলে ১১ রানের বেশী আজ এগোতে পারেন নি দীনেশ কার্তিক। শেষ বেলায় স্বপ্নীল সিং-এর ৪ বলে ৯* ও কর্ণ শর্মা’র ৪ বলে ৫ রান ১৭০-এর গণ্ডী পার করালো বেঙ্গালুরুকে।
রাজস্থানের হয়ে অশ্বিনের ঝুলিতে আজ ২ উইকেট। নিয়ন্ত্রিত বোলিং করলেন ট্রেন্ট বোল্ট’ও। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তিনি তুলে নিয়েছেন ১টি উইকেট। বিরাট কোহলিকে সাজঘরে ফেরালেও ৪৪ রান খরচ করেছেন যুজবেন্দ্র চাহাল। ইকোনমি রেট ১১। রান বিলোলেন আবেশ খান’ও। ৪ ওভারে তিনি দিয়েছেন ৪৩। যদিও ৩টি উইকেট পেয়েছেন তিনি। ১ উইকেট সন্দীপ শর্মা’র। খাতায়-কলমে ১৭২ বিশাল স্কোর না হলেও আরসিবি’কে লড়াইতে রাখছে তাদের সাম্প্রতিক ফর্ম। রাজস্থানের হয়ে দেখা যাবে না জস বাটলারকে। পিচে থাকা ঘাসের সুবিধা নিয়ে সিরাজ-ফার্গুসনরা যদি শুরুতেই উইকেট তুলতে পারেন তাহলে এলিমিনেটরের লড়াইতে টিকে থাকবে বিরাট বাহিনী।
Also Read: বেঙ্গালুরুকে IPL জিতিয়েই অবসরে বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত দল মালিকের !!