ষোড়শ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) শেষ হয়েছে মাত্র কিছু দিন আগেই। ফাইনালে গুজরাত টাইটান্সকে (GT) হারিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সফলতম দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। আর অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফি জিতে সফলতম অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পাশে বসেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০২৩-এর আইপিএলের রেশ কাটার আগেই আগামীর পরিকল্পনা শুরু করে দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লম্বা ট্রফিখরা কাটিয়ে অবশেষে খেতাবজয়ীদের তালিকায় জায়গা করে নিতে দলে বড়সড় বদলের কথা ভাবছে তারা। আপাতত কোচ ও সাপোর্ট স্টাফদের রদবদল শুরু হয়েছে। এরপর সম্ভবত খেলোয়াড়দেরও কাটছাঁটের পথে হাঁটবে তারা।
দশ দলের আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ২০২৩ সালে শেষ করেছে ষষ্ঠ স্থানে। শেষ ম্যাচ জিতলেই প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ ছিলো। কিন্তু জয়ের মুখ দেখে নি তারা। মরসুমের পারফর্ম্যান্স পর্যালোচনার পর ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসন (Mike Hesson) এবং পুরুষ দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) ছেঁটে ফেলেছে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) দলের ব্যাটিং বেশ ‘টপ হেভি’ লেগেছিলো এবার। কোহলি-দু প্লেসি এবং ম্যাক্সওয়েল ছাড়া ধারাবাহিকতা দেখাতে পারেন নি কেউই। মিডল অর্ডারের ব্যর্থতাই সম্ভবত কাল হলো বাঙ্গারের জন্য। পুরুষ দলের পাশাপাশি ডব্লুপিএলে (WPL) মেয়েদের দলের চূড়ান্ত হতাশাজনক ফলও হেসনকে (Mike Hesson) সরিয়ে দেওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের প্রস্তুতিতে অর্থের অভাব পাকিস্তান বোর্ডের, নাগরিকরা বিমানে ভিক্ষা করতে বাধ্য !!
IPL জিততে বড় পদক্ষেপ বেঙ্গালুরুর-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) ষোলো মরসুম কাটিয়ে ফেলার পরেও খেতাব জয়ের স্বপ্ন পূরণ হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের। অন্যতম জনপ্রিয় দল তারা প্রতিযোগিতার। কিন্তু ট্রফি নিয়ে উৎসবে মাততে না পারার যন্ত্রণা রয়েছে সমর্থকদেরও। বেশ কয়েকবার তীরে এসে তাদের ডুবেছে তরী। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্সের (AB De Villiers) মত টি-২০ ক্রিকেটের নক্ষত্রদের দলে নিয়েও খেতাব জিততে পারে নি তারা। ২০২৩ মরসুমের ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট। আগামী ডিসেম্বরে রয়েছে আইপিএল (IPL) নিলাম। তখন কাদের পিছনে ঝাঁপায় আরসিবি, সেইদিকে নজর থাকবে। তবে তার আগে দলের সাপোর্ট স্টাফদের বদলের পথে হাঁটলো তারা। ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন (Mike Hesson) এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সাথে চুক্তি নবীকরণ করলো না বেঙ্গালুরু।
নিউজিল্যান্ডের হেসন (Mike Hesson) ২০১৯ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে যুক্ত ছিলেন। এর আগে নিউজিল্যান্ড জাতীয় দল, কেনিয়া জাতীয় দলের সাথে যুক্ত ছিলেন তিনি। আর সাইমন ক্যাটিচ ২০২২ আইপিএলের (IPL) আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো। এর আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন বাঙ্গার (Sanjay Bangar)। ২০১৪ থেকে ২০১৯ সাল অবধি বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর বাঙ্গারকে সরিয়ে দেওয়া হয়। বদলে বিক্রম রাঠোরকে (Vikram Rathore) ব্যাটিং কোচ হিসবে নিয়োগ করে বিসিসিআই। দেশের জার্সিতে ১২টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঙ্গারের।
কোচ বদলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-
মাইক হেসন (Mike Hesson) এবং সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) সরানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস এবং ব্যাটিং কোচের শূন্য আসনে কে বা কারা বসবেন তা এখুনি বলা যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির তরফে কোনো ইঙ্গিত এখনো অবধি পাওয়া যায় নি। কোনো বিদেশীকে এই দায়িত্ব দেওয়া হবে, নাকি ভারতীয় কারও উপর আস্থা রাখবে বিরাট কোহলিদের (Virat Kohli) দল সেদিকে নজর থাকবে সকলের। একই সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বোলং কোচ অ্যান্ডি গ্রিফিথের ডাগ-আউটে মেয়াদ আর কতদিন,সে নিয়েও থাকছে প্রশ্ন। গত বছর ‘ডু অর ডাই’ ম্যাচে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে বড় রান তুলেও তা রক্ষা করতে পারে নি আরসিবি। বোলিং ব্যর্থতাই প্লে-অফে উঠতে না পারার কারণ হয়ে উঠেছিলো। সেই ব্যর্থতার দায় চাপিয়ে সরানো হতে পারে গ্রিফিথকে (Andy Griffith)।
কেবল বেঙ্গালুরু (RCB) নয়, কোচ বদলের পথে হেঁটেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও (LSG)। গত দুই বছর প্লে-অফে উঠলেও ‘এলিমিনেটর’ ম্যাচে হেরেই বিদায় নিতে হয়েছে লক্ষ্ণৌকে। নিজেদের তৃতীয় মরসুমে ট্রফির উদ্দেশ্যে ঝাঁপানোর লক্ষ্য নিয়ে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower) সরিয়ে দিয়েছে তারা। জিম্বাবুয়ের ফ্লাওয়ারের বদলে কোচের হট-সিটে বসেছেন অস্টেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। অজি জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সালে স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের কোচ হিসেবে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপও। পার্থ স্কর্চার্সকে চার বছরে তিনবার বিগ ব্যাশ (BBL) সেরা করেছেন। মেন্টর পদে গৌতম গম্ভীর (Gautam Gambhir) থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে লক্ষ্ণৌ থেকে গম্ভীরকে কেকেআর ডাগ-আউটে ফেরাতে উদ্যোগী হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)।