IPL 2025: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে আইপিএলের (IPL) আঠারোতম মরসুম। ব্যাট-বলের যুদ্ধ শুরুর এখনও কয়েক মাস দেরী থাকলেও উত্তেজনার পারদ চড়েছে মেগা অকশনের কারণে। ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে মেগা নিলামের আসর। স্কোয়াডের অধিকাংশ তারকাকেই ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২০২৫ মরসুমের জন্য নতুন করে দল সাজাতে হবে। কোন তারকা কোন দলে যোগ দেন, আদৌ আরটিএম ব্যবহার করে কোনো পক্ষ বাজিমাত করতে পারেন কিনা, যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে আগামী শনি ও রবিবারই। নিলাম নিয়ে যখন তৎপর সকলে, তখন পর্দার পিছনে শক্তিশালী কোচিং স্টাফ গঠনের কাজটিও সেরে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।
Read More: BGT হারলেই ছুটি হচ্ছে কোচ গম্ভীরের, এই শ্রীলঙ্কান মাস্টার সামলাবেন দায়িত্ব !!
নতুন বোলিং কোচ বেঙ্গালুরুর-
২০২৪ আইপিএলের (IPL) আগে বড়সড় রদবদল করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারা ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে সরিয়েছিলো মাইক হেসন’কে (Mike Hesson)। ব্যাটিং কোচের কুরসী থেকেও সরিয়ে দেওয়া হয় সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar)। নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিলো জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower)। ২০২৫-এর আইপিএল (IPL) মরসুম শুরুর আগে ফের নতুন মুখের আগমন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্সের ডাগ-আউটে। এবার নয়া পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন ওমকার সালভি (Omkar Salvi)। আইপিএলে (IPL) এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালভি’র। তিনি ২০২৩ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহকারী বোলিং কোচ ছিলেন। সংবাদসংস্থা এক্সপ্রেস স্পোর্টস জানিয়েছে যে এবার পূর্ণ দায়িত্ব পেতে চলেছেন তিনি।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা কোচ হিসেবে দেখা হচ্ছে ওমকার সালভি’কে (Omkar Salvi)। মুম্বইয়ের সিনিয়র পুরুষ দলের কোচ হিসেবে কাজ করছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে তাঁর অধীনেই রঞ্জি (Ranji Trophy) জিতেছে মুম্বই দল। আট বছর পর তাদের রঞ্জি ট্রফির স্বাদ পাইয়েছেন তিনি। এমনকি ২৭ বছর পর লক্ষ্ণৌ’র মাঠে সালভির হাত ধরেই সাফল্য এসেছে ইরানী কাপেও (Irani Cup)। ২০২৫-এ আইপিএলের আঙিনায় নিজেদের ১৮তম মরসুম শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও ট্রফিশূন্য তারা। ‘সিরিয়াল উইনার’-এর চ্যাম্পিয়ন্স লাক বেঙ্গালুরুকে প্রথম আইপিএলের (IPL) স্বাদ এনে দিতে পারে কিনা নজর থাকবে সেদিকে। আরসিবি সূত্র মারফত জানা গিয়েছে যে মার্চে মুম্বইয়ের সাথে চুক্তি শেষ হবে তাঁর। তারপর ওমকার যোগ দেবেন কোহলি’দের ফ্র্যাঞ্চাইজিতে।
কোচিং-এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সালভি’র-
২০২৩-এর মার্চ মাসে সালভি’কে (Omkar Salvi) কোচ হিসেবে নিয়োগ করেছিলো মুম্বই ক্রিকেট সংস্থা। প্রথম মরসুমে তাঁর পারফর্ম্যান্স মনে ধরেছিলো কর্মকর্তাদের। সেই কারণেই দ্বিতীয় মরসুমে তাঁর সাথে চুক্তি নবীকরণ করা হয়। ক্রিকেটারদের মন বুঝে চলা ও তাঁদের কাছের মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে সুনাম রয়েছে সালভি’র। অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে
(Ajinkay Rahane) সংবাদমাধ্যমের সামনেও প্রশংসা করেছেন তাঁর। বলেন, “ওমকার (সালভি)-এর মত একজন কোচ যে আমাদের সাথে রয়েছেন সেটা আমাদের সৌভাগ্য। এটা দেখায় যে কোচ হিসেবে সবসময় কোনো বড় নাম বা হাইপ্রোফাইল মানুষের প্রয়োজন হয় না। লো-প্রোফাইল থেকেও প্রত্যেক খেলোয়াড়ের থেকে সেরাটা বের করে আনা যায়।” কোচিং-এর সাথে যুক্ত রয়েছেন ওমকারের ভাই আবিষ্কার’ও। পাঞ্জাবের হেড কোচ হিসেবে সৈয়দ মুস্তাকা আলি ট্রফি জিতেছিলেন গত বছর। আপাতত রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে।
Also Read: IPL 2025: ইডেন পাচ্ছে ফাইনাল, আইপিএল শুরুর আগেই সুখবর কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য !!