IPL জিততে মোক্ষম চাল RCB-র, সানিয়া মির্জাকে দেখা যাবে বিরাটদের দলে !! 1

২০০৮ সাল থেকে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। তখন থেকেই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এরপর থেকে কেটে গিয়েছে সতেরোটা মরসুম। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনা, রিয়ান মাদ্রিদের মত আন্তর্জাতিক পরিচিত সম্পন্ন ক্লাবের সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিতে দেখা গিয়েছে তাদের। কিন্তু মাঠের লড়াইতে এখনও মেলে নি কাঙ্ক্ষিত সাফল্য। চারবার ফাইনালে পৌঁছলেও, একবারও ট্রফি জেতে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০২৪ সালে আশা জাগিয়েছিলেন বিরাট কোহলিরা। প্রথম ৮ ম্যাচে কেবল ১টি জয় সত্ত্বেও এক স্বপ্নের দৌড়ে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে পা রেখেছিলেন তাঁরা। কিন্তু বাকি পথটা আর পেরোনো হয় নি। জুটেছে হতাশাই। ব্যর্থতার ছবিতে বদল আনার লক্ষ্যে এবার নতুন চাল চালছে তারা।

Read More: ‘না ঘর কা না ঘাট কা…’ উন্মুক্ত চাঁদের জন্য বন্ধই রইলো মার্কিন দলের দরজা !!

সানিয়ার জাদুমন্ত্রেই জয় চায় বেঙ্গালুরু-

Sania Mirza | IPL | Image: Twitter
Sania Mirza | Image: Twitter

২০২৩ সালে যখন উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) শুরু হয় তখন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিকানা হাতে তুলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। মেন্টর নির্বাচনের ক্ষেত্রে চমক দিয়েছিলো তারা। টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার (Sania Mirza) উপর আস্থা রেখেছিলো তারা। কেরিয়ারে বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছেন সানিয়া। ভারতের একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ী মহিলা টেনিস তারকা তিনি। বাইশ গজের দুনিয়ার সাথে সরাসরি যোগাযোগ না থাকলেও ক্রিকেটারদের ঠিকই ‘মোটিভেট’ করতে পারবেন তিনি, দিতে পারবেন সঠিক পরামর্শ, ভেবেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট। প্রথম মরসুমে এই চাল কার্যকরী হয় নি। কিন্তু দ্বিতীয় মরসুমে ফুল ফোটায় এই সিদ্ধান্ত। পুরুষ দল আইপিএল (IPL) জেতার আগে উইমেন্স প্রিমিয়ার লীগ জিতে নেয় মহিলারা। আইপিএলেও এবার তাই একই পন্থা নিতে পারে তারা। দলের সাথে ‘মেন্টর’ হিসেবে জুড়ে দেওয়া হতে পারে সানিয়া মির্জা’কে (Sania Mirza)।

দলে ব্যাপক রদবদল করতে পারে RCB-

Royal Challengers Bengaluru | IPL | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

আইপিএল (IPL) নিলামের আগে ঠিক কতজনকে রিটেন ও কতজনকে রিলিজ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে, তা এখনও জানায় নি বিসিসিআই। তবে মনে করা হচ্ছে সর্বোচ্চ চারজনকে ধরে রাখার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে বেঙ্গালুরুর রিটেন তালিকায় সম্ভবত জায়গা পাবেন বিরাট কোহলি (Virat Kohli), রজত পতিদার, উইল জ্যাকস ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বাকিদের সকলকেই বিদায় জানাতে হবে তাদের। কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর গত কয়েক বছর নেতৃত্বের ভার সামলেছিলেন ফাফ দু প্লেসি। কিন্তু চল্লিশ ছুঁইছুঁই প্রোটিয়া ক্রিকেটারকে সম্ভবত আর ধরে রাখার পথে যাবে না দল। বাদের তালিকায় থাকতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, আলঝারি জোসেফ, লকি ফার্গুসনের মত তারকা ক্রিকেটাররাও। সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক। তাঁর বিকল্প হিসেবে উঁচুমানের একজন উইকেটরক্ষক-ব্যাটারের দিকে নজর থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্সের।

রাহুলকে নিশানা করবে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

আগামী আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা অকশন। গত ৩১ জুলাই মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে নিলাম সংক্রান্ত যে বৈঠক হয়েছিলো সেখানে নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদের মত ফ্র্যাঞ্চাইজি ‘মিনি’ নিলামের জন্য সওয়াল করলেও মেগা অকশনের দাবীতেই অনড় থেকেছে বেঙ্গালুরু (RcB)। নতুন করে দল সাজিয়ে নিয়ে তারা যে  ট্রফি যুদ্ধে নামতে চায় তা স্পষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন বিরাট কোহলির দল চাইবে নিজেদের বোলিং বিভাগকে শক্তিশালী করে নিতে। এছাড়াও তাদের রেডারে নিঃসন্দেহে থাকবেন কে এল রাহুল (KL Rahul)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সাথে তাঁর সম্পর্ক ঠেকেছে তলানিতে। সম্ভবত রাহুলকে রিলিজ করে দেবে তারা। সেই সুযোগই কাজে লাগানোর চেষ্টায় থাকবে RCB। অধিনায়ক, ওপেনার ও উইকেটরক্ষক-তিনটি ক্ষেত্রের শূন্যতা কেবল রাহুলকে দিয়ে পূরণ করতে চাইবে তারা।

Also Read: IPL 2025: আইপিএল নিলামের আগেই ভাঙছে বেঙ্গালুরু’র ‘KGF’, কলকাতার ‘RRR’ নিয়েও রয়েছে সংশয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *