ট্রফি জয়ের খরা কাটছে বিরাট কোহলিদের, হেড কোচের পদে বসছেন রবি শাস্ত্রী !! 1

দেখতে দেখতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) ষোলোটা বছর কাটিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু একবারও খেতাব জয়ের স্বাদ পায় নি তারা। জনপ্রিয়তার দিক থেকে আরসিবি পাল্লা দিচ্ছে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মত বিশ্বব্যপী ফ্যান ফলোয়িং থাকা ক্লাবের সঙ্গে। কিন্তু সাফল্যের দিক থেকে তাদের ধারেকাছেও আসতে পারছে না বিরাট কোহলি, ফাফ দু প্লেসি’দের (Faf Du Plessis) দল। বেশ কয়েকবার তীরে এসে তাদের ডুবেছে তরী।

বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্সের (AB De Villiers) মত টি-২০ ক্রিকেটের নক্ষত্রদের দলে নিয়েও খেতাব জিততে পারে নি তারা। বারবার ফিরতে হয়েছে শূন্য হাতে। ষোলো বছরের লাগাতার ব্যর্থতায় নড়েচড়ে বসেছে বেঙ্গালুরু ম্যানেজমেন্টও। দলের গঠনতন্ত্রে রদবদলের পথে ঝুঁকেছে তারা। ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন (Mike Hesson) এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার’কে (Sanjay Bangar) সরিয়ে দিয়ে বদলের সূচনাটা করলো তারা।

নিউজিল্যান্ডের হেসন (Mike Hesson) ২০১৯ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)  সাথে যুক্ত ছিলেন। এর আগে নিউজিল্যান্ড জাতীয় দল, কেনিয়া জাতীয় দলের সাথে যুক্ত ছিলেন তিনি।  আর সাইমন ক্যাটিচ ২০২২ আইপিএলের (IPL) আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো। এর আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন বাঙ্গার (Sanjay Bangar)। ২০১৪ থেকে ২০১৯ সাল অবধি বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর বাঙ্গারকে সরিয়ে দেওয়া হয়। বদলে বিক্রম রাঠোরকে (Vikram Rathore) ব্যাটিং কোচ হিসবে নিয়োগ করে বিসিসিআই। ডায়রেক্টর পদে কে আসবেন এখনও নিশ্চিত না হলেও ব্যাটিং কোচের পদে রবি শাস্ত্রীর (Ravi Shastri) নাম রয়েছে সম্ভাব্যের তালিকায়।

Read More: চোট সারিয়ে অবশেষে অনুশীলনে ফিরলেন কেএল রাহুল, এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই ফিরছেন দলে !!

IPL-এ বেঙ্গালুরু ডাগ-আউটে বসবেন রবি শাস্ত্রী-.

Ravi Shastri and Virat Kohli | বিরাট কোহলি | Image: Getty Images
Ravi Shastri and Virat Kohli | Image: Getty Images

দেশের হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলা সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) বদলে রবি শাস্ত্রীর আগমনে অবশ্যই সমৃদ্ধ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য শাস্ত্রী (Ravi Shastri) দেশের জার্সিতে ৮০ টেস্ট ম্যাচে ৩৮৩০ রান করেছেন। করেছেন ১১টি শতরান। এছাড়াও ১৫১ টেস্ট উইকেটেরও মালিক তিনি। একদিনের খেলায় ১৫০ ম্যাচে শাস্ত্রীর সংগ্রহ ৩১০৮ রান। শতরানের সংখ্যা ৪। নিয়েছেন ১২৯ উইকেট। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ডও রয়েছে তাঁর। কোচ হিসেবে এর আগেও কাজ করেছেন তিনি। ২০১৭ সালে অনিল কুম্বলে (Anil Kumble) সরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার প্রশিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০২১ অবধি দায়িত্ব সামলেছেন তিনি। এমনকি বিদায়ী ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সাথেও কাজ করেছেন শাস্ত্রী।

রিকি পন্টিং-জন বুকানন, সৌরভ গঙ্গোপাধ্যায়-জন রাইট, মহেন্দ্র সিং ধোনি-গ্যারি কার্স্টেন, যে কোনো সফল দলের পিছনে কোচ ও অধিনায়কের দুরন্ত বোঝাপড়া অত্যন্ত প্রয়োজন। ভারতীয় দলের অধিনায়ক ও কোচ হিসেবে তেমনই অনবদ্য রসায়ন ছিলো বিরাট কোহলি (Virat Kohli) এবং রবি শাস্ত্রীর (Ravi Shastri)। তাঁদের আমলে বিশেষ করে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া (Team India) হয়ে উঠেছিলো অপ্রতিরোধ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে দুবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েন তাঁরা। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২১ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তীরে এসে তরী ডুবলেও শাস্ত্রী-কোহলি জুটি টিম ইন্ডিয়ার মধ্যে যে আগ্রাসন নিয়ে এসেছিলেন তার তারিফ করেন সকলেই। বেঙ্গালুরুতেও (RCB) কোহলির সাথে কাজ করার সুযোগ ফের পাবেন শাস্ত্রী। বর্তমানে বিরাট অবশ্যই আরসিবি অধিনায়ক নন, কিন্তু কোচের সাথে তাঁর পূর্বের রসায়ন অবশেষে IPL-এ সাফল্যের মুখ দেখাতে পারে আরসিবি’কে।

Also Read: রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়ক হচ্ছেন এই খেলোয়াড়, বিশ্বকাপের আগেই হবে বড় ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *