IPL 2025: আইপিএলের গোড়া থেকেই টুর্নামেন্টের সাথে যুক্ত রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সতেরো মরসুমের মধ্যে নয় বার প্লে-অফে গিয়েছে তারা। তিন বার ফাইনাল’ও খেলেছে তারা। কিন্তু অধরা রয়ে গিয়েছে ট্রফি। বারবারই খালি হাতে ফিরতে হয়েছে তাদের। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলদের মত টি-২০ মহাতারকাদের দলে নিয়েও স্বপ্ন পূরণ হয় নি তাদের। ২০২৫-এ আইপিএলের (IPL) আঠারোতম মরসুমে প্রথম ট্রফি জিততে মরিয়া তারা। সেই লক্ষ্যেই নয়া উদ্যমে দল সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। গত মরসুমের স্কোয়াড থেকে মাত্র তিন জন’কে ধরে রেখেছিলো তারা। জোর দিয়েছিলো অকশন পার্সে অর্থের পরিমাণ বাড়ানোয়। ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে ব্যবহার আরটিএম কার্ড ব্যবহারের বদলে নতুন মুখদের উপর আস্থা রেখে যে স্কোয়াড গড়েছেন কর্মকর্তারা, তাকে খাতায়-কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসেবে মানতে দ্বিধা নেই বিশেষজ্ঞদের।
Read More: CT 2025: প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশ, শামি-বরুণদের বাদ দিয়েই ছক সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!
অধিনায়কত্ব নিয়ে জল্পনা মিটলো আজ-
![IPL 2025: বিরাট কোহলি নয়, বেঙ্গালুরুর নেতা হিসেবে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিলেন এই ক্রিকেটার !! 2 Rajat Patidar | IPL | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2022/05/rajat-patidar-1.jpg)
২০২২ থেকে ২০২৪ সাল অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্বে ছিলেন ফাফ দু প্লেসি। তিন বছরের মধ্যে দুই বার দল’কে প্লে-অফে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ২০২৫ মরসুমের জন্য তাঁকে ধরে রাখার কথা ভাবে নি ফ্র্যাঞ্চাইজি। পারফর্ম্যান্স নয় সম্ভবত চল্লিশ পেরোনো প্রোটিয়া তারকার বিরুদ্ধে গিয়েছিলো তাঁর বয়সই। দু প্লেসি’র (Faf du Plessis) বিদায়ের পর থেকেই নয়া অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। নেতৃত্বে ফিরতে পারেন বিরাট, সমর্থকদের মধ্যে শুরু হয়েছিলো গুঞ্জন। বিশেষজ্ঞদের মধ্যেই অনেকেই বাজি ধরছিলেন বিরাটের (Virat Kohli) প্রত্যাবর্তনের উপরেই। ভাসছিলো ফিল সল্ট বা ভুবনেশ্বর কুমারের নাম’ও। আজ বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যাবতীয় প্রশ্নের উত্তর দিলো বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। স্টার পাওয়ার নয়, বরং ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা।
আগামী আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দেখা যাবে মধ্যপ্রদেশের রজত পতিদারকে (Rajat Patidar)। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ঘোষণা করেন ফ্র্যঞ্চাইজি কর্মকর্তা রাজেশ মেনন (Rajesh Menon)। বলেন, “রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, শেন ওয়াটসন, ড্যানিয়েল ভেত্তরিদের মত কিংবদন্তিদের আমরা পেয়েছি। এই সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। আমরা ভবিষ্যতের কথা ভেবে যে সিদ্ধান্ত নিয়েছি তা আশা করছি সুফল এনে দেবে।” ‘ক্যাপ্টেন’ হিসেবে হিসেবে পতিদারের (Rajat Patidar) নাম ঘোষণার আগে ভূতপূর্ব অধিনায়কদের সাক্ষাৎকার সম্বলিত একটি বিশেষ ভিডিও’ও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। ৩১ বর্ষীয় তারকা ঘরোয়া ক্রিকেটে এর আগে মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বে সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল’ও খেলেছে মধ্যপ্রদেশ। এবার আইপিএলের (IPL) দুনিয়ায় অধিনায়ক হিসেবে কেমন পারফর্ম করবেন তিনি, সেদিকেই তাকিয়ে সকলে।
ক্যাপ্টেন রজত’কে স্বাগত জানিয়েছেন কোহলি-
![IPL 2025: বিরাট কোহলি নয়, বেঙ্গালুরুর নেতা হিসেবে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিলেন এই ক্রিকেটার !! 3 Rajat Patidar and Virat Kohli | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/kohli-rajat.png)
২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে প্রথমবার আইপিএল (IPL) খেলেছিলেন রজত পতিদার (Rajat Patidar)। ৪ ম্যাচে করেছিলেন ৭১ রান। তাঁকে রিলিজ করে দেওয়ার পথে হেঁটেছিলো ফ্র্যাঞ্চাইজি। তবে ২০২২ মরসুমের মাঝপথে লভনীত সিসোদিয়ার বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। এলিমিনেটর ম্যাচে দুর্ধর্ষ শতরান করেছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। তারপর থেকেই একাদশের নিয়মিত সদস্য তিনি। ২০২৪-এও ছিলেন মিডল অর্ডারের অন্যতম ভরসা। এবার ব্যাটিং-এর পাশাপাশি অধিনায়কত্বের বাড়তি দায়িত্বও সামলাতে হবে তাঁকে। ফ্র্যাঞ্চাইজির ‘পোস্টার বয়’ বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়কের হটসিটে স্বাগত জানিয়েছেন রজতকে। এক ভিডিও বার্তায় বলেছেন, “আমি ও অন্যান্য সতীর্থরা তোমার পাশেই আছি রজত। যেভাবে তুমি এই ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে উঠেছো, তাতে সমর্থকদের হৃদয়ে তোমার জন্য আলাদা জায়গা তৈর হয়েছে। আমার মতে এই সম্মান তোমার প্রাপ্য।”
দেখুন কোহলি’র ভিডিও বার্তা’টি-
𝐊𝐢𝐧𝐠 𝐊𝐨𝐡𝐥𝐢 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐬! 💌
“Myself and the other team members will be right behind you, Rajat”: Virat Kohli
“The way you have grown in this franchise and the way you have performed, you’ve made a place in the hearts of all RCB fans. This is very well deserved.”… pic.twitter.com/dgjDLm8ZCN
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
Also Read: IPL 2025: বদল গুজরাত টাইটান্সের মালিকানায়, আইপিএল শুরুর আগেই থাকছে মেগা চমক !!