BREAKING NEWS: বেঙ্গালুরু নেতৃত্বে ফের বিরাট কোহলি, আইপিএল শুরুর আগেই বড়সড় চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি !! 1

IPL 2025: সতেরো বারের চেষ্টাতেও আইপিএল (IPL) খেতাব আর জিততে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। অধরা মাধুরীর সন্ধানে এবার মরিয়া তারা। নতুন উদ্যমে মাঠে নামার ভাবনা টিম ম্যানেজমেন্টের। সেই কারণেই পুরনো স্কোয়াডের প্রায় সকলকেই ছেঁটে ফেলেছে তারা। রিটেন করেছেন কেবল তিনজনকে। সুযোগ থাকা সত্ত্বেও আরটিএম কার্ড ব্যবহার করে নি মেগা নিলামে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দলে সামিল করা হয়েছে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), টিম ডেভিড, জশ হ্যাজেলউডদের (Josh Hazlewood)। ডাক পেয়েছেন ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মারাও। তারকাখচিত স্কোয়াড থাকলেও তা সামলানোর দায়িত্ব কার কাঁধে উঠবে তা এখনও ঘোষণা করে নি ফ্র্যাঞ্চাইজি। তবে আগামী আইপিএল (IPL) মরসুমে কে হচ্ছেন অধিনায়ক সে সম্পর্কে গতকাল আভাস মিলেছে সুরেশ রায়নার মন্তব্যে।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !!

প্রত্যাবর্তন ক্যাপ্টেন কোহলির? ফাঁস করলেন রায়না-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

কটকের বারবাটি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচ চলাকালীনই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সুরেশ রায়না। ক্রিজে তখন বিরাট কোহলি। একটি বল উইকেটরক্ষক ফিল সল্টের দিকে ছুঁড়তে গিয়ে ভারতীয় মহাতারকার গায়ে আঘাত করে ফেলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন তিনি। হাসি বিনিময় হয় বিরাট (Virat Kohli) ও সল্টের (Phil Salt) মধ্যে। দুজনেই আসন্ন আইপিএলে (IPL) খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ফ্র্যাঞ্চাইজির তিন রিটেনশনের মধ্যে একজন বিরাট। আর সল্টের এটাই রয়্যাল চ্যালেঞ্জার্সে প্রথম মরসুম। মেগা নিলামে ১১.৫০ কোটিতে তাঁকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এই হাসি ইঙ্গিতবাহী বলে মনে করছেন রায়না (Suresh Raina)। হিন্দি কমেন্ট্রি করছিলেন তিনি। বলেন, “এবার তো ও (কোহলি) অধিনায়কও।”

যখন এই ঘটনা ঘটে তখন ধারাভাষ্যকার হিসেবে সুরেশ রায়নার সঙ্গে ছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। বেঙ্গালুরুর তরফে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ না করা হলেও যে আত্মবিশ্বাসের সাথে বিরাটের নেতৃত্বে ফেরার কথা ঘোষণা করেন রায়না তা চমকে দিয়েছিলো তাঁকে। কমেন্ট্রি বক্সে উপস্থিত সঞ্জয় বাঙ্গার’কে তিনি জিজ্ঞেস করেন এই সংক্রান্ত কোনো তথ্য তাঁর কাছে রয়েছে কিনা। একসময় বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার। কিন্তু কোহলির (Virat Kohli) অধিনায়ক পদে ফেরা নিয়ে আপাতত কোনো তথ্য যে তাঁর কাছেও নেই তা সাফ জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত ২০২২ থেকে ২০২৪ অবধি আরসিবি’র দায়িত্বে ছিলেন ফাফ দু প্লেসি। প্রোটিয়া তারকার বিদায়ের পরেই অধিনায়ক পদে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা জন্ম দিয়েছে জল্পনার। নেতা হিসেবে কোহলিই যে আদর্শ, রায়নার মতই তা মানছেন ক্রিকেটদুনিয়ার একটা বড় অংশ।

ফর্ম সমস্যায় জেরবার বিরাট কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএলে (IPL) তিনি আদৌ অধিনায়কত্ব করবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও জানা নেই কারও। কিন্তু বর্তমানে কোহলিকে (Virat Kohli) ভোগাচ্ছে তাঁর ফর্ম সমস্যা। বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রানের দেখা পান নি। ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়া সফরেও। পার্‌থ-এ একটি শতরান ছাড়া একটিও বড় ইনিংস আসে নি তাঁর ব্যাট থেকে। ঘাড়ের চোট এরপর সমস্যায় ফেলেছিলো তাঁকে। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে পারেন নি। নিতে হয়েছিলো ইঞ্জেকশন’ও। গত ৩০ জানুয়ারি সুস্থ হয়ে মাঠে নামেন রেলওয়েজের বিরুদ্ধে। ১৩ বছর পর তাঁর রঞ্জি প্রত্যাবর্তন অবশ্য সুখের হয় নি। ৬ করেই বোল্ড হন বিরাট। ইংল্যান্ড সিরিজে ফের বাধা হয়ে দাঁড়িয়েছিলো চোট। হাঁটুতে আঘাত লাগায় নাগপুরে খেলতে পারেন নি। গতকাল মাঠে ফিরলেও পিছু ছাড়লো না ব্যর্থতা। মাত্র ৫ রান করেই উইকেট ছুঁড়ে এসেছেন তিনি।

Also Read: IPL 2025: মেগা নিলামে বড়সড় ভুল করেছে RCB, ডুবতে বসেছে ১১.৫০ কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *