আজ ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে চলতি আইপিএলের (IPL) অন্যতম বড় ম্যাচ। আজকের মেগা ইভেন্টের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। বলাই যেতে পারে আজকের ম্যাচটি দুই দলের কাছে প্রাক ফাইনাল। চলতি মরশুমে তৃতীয় বার টস জিতলেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন চেন্নাই দলের ক্যাপ্টেন। প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারে কোহলি (Virat Kohli) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের (RCB) ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসকে (Faf Du Plessis) কিছুটা ব্যাকফুটে দেখা যায়।
দ্বিতীয় ওভার থেকেই আক্রমন শুরু করেন দুই ওপেনার, আপাতত ৩ ওভার শেষে ৩১ রান বানিয়ে ফেলেছেন ফাফ-কোহলি জুটি। দলের হয়ে, ৯ বল খেলে বিরাট ১টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ১৯ রানে পৌঁছে যান এবং ফাফ সম সংখক বল খেলে ১টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১২ রানে পৌঁছে গিয়েছেন। তবে বৃষ্টির কারণে আপাতত খেলা স্থগিত রাখা হয়েছে।
হওয়া অফিস আগে থেকেই বৃষ্টির আশঙ্কা সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছিল। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলের পরেই শুরু হয়ে যায় হালকা বৃষ্টি। তবে তৃতীয় ওভার শেষ হওয়ার আগেই থেমে গিয়েছিল বৃষ্টি। কিন্তু এই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি ক্রিকেট প্রেমী ও ব্যাঙ্গালুরু দলের সমর্থকদের জন্য। তৃতীয় ওভার শুরু হতে না হতেই শুরু হয়ে যায় বৃষ্টি। তুমুল বৃষ্টিতে প্লেয়ারদের মাঠ ছাড়তে বাধ্য হতে হয়।
দেখুন মাঠের বর্তমান অবস্থা-
Massive rain at Chinnaswamy stadium…!!!! pic.twitter.com/tTr6Lrv6aN
— Johns. (@CricCrazyJohns) May 18, 2024