ipl-rahane-can-drop-venkatesh-iyer

IPL 2025: আগামী ২২ মার্চ থেকে আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গতবার ট্রফি জেতার সুবাদে এই বছর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বেগুনি-সোনালী বাহিনী। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের সাথে বিচ্ছেদ হয়েছে ফ্র্যাঞ্চাইজি। আর্থিক চুক্তির বিষয়ে সমঝোতা না হওয়ায় দল ছেড়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। জেড্ডার মেগা নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তিনি যোগ দিয়েছেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে। শ্রেয়সের (Shreyas Iyer) শূন্যস্থানে কে বসবেন তা নিয়ে দিনকয়েক আগে অবধিও জোর তরজা চলছিলো নাইট সমর্থকদের মধ্যে। শেষমেশ ৩ মার্চ দুপুর ৩টে বেজে ৩৩ মিনিটে নতুন অধিনায়কের নাম প্রকাশ করে শাহরুখ খানের দল। অভিজ্ঞতাতেই আস্থা রেখেছে তারা। নেতৃত্বের ব্যাটন সঁপে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাতে।

Read More: “মেয়ে কোনো দোষ করে নি…” হোলি বিতর্কে সাফ জবাব হাসিনের, বিঁধলেন মহম্মদ শামিকেও !!

কেন রাহানে? ব্যাখ্যা দিলেন ভেঙ্কি মাইশোর-

Venkatesh Iyer and Ajinkya Rahane | IPL | Image: Twitter
Venkatesh Iyer and Ajinkya Rahane | Image: Twitter

মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ফিরে পেতে সর্বস্ব পণ করে ঝাঁপিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে ছিনিয়ে নেয় তারা। তিনিই যে অধিনায়ক হচ্ছেন তা কার্যত ধরেই নিয়েছিলেন অনেকে। এমনকি ভেঙ্কটেশ নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে নাইট রাইডার্সের (KKR) তরফে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলে তা সাদরে গ্রহণ করবেন তিনি। কিন্তু সেই পথে হাঁটেন নি কর্মকর্তারা। তাঁরা আস্থা রেখেছেন দেড় কোটির অজিঙ্কা রাহানের উপর। সহ-অধিনায়ক করা হয়েছে ভেঙ্কটেশকে। আইপিএলের (IPL) দশ দলের মধ্যে সবচেয়ে ‘গরীব’ এবার রাহানেই (Ajinkya Rahane)। কোনো ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের চেয়ে সহ-অধিনায়ক প্রায় ১৬ গুণ বেশী দাম পাচ্ছেন, এমন দৃশ্য শুধু এই মরসুমে নয়, আইপিএলের ইতিহাসেও কোনো দিন দেখা গিয়েছে বলে মনে পড়ছে না ক্রিকেটজনতার।

ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) টপকে কেন অধিনায়কত্ব পেলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)? ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অবস্থান স্পষ্ট করেছেন নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore)। তিনি জানান, “আমরা ভেঙ্কটেশ আইয়ারের দক্ষতা সম্পর্কে অবহিত কিন্তু একজন তরুণের জন্য নেতৃত্ব একটা খুবই বড় বোঝা। আমরা অনেককেই দেখেছি এটা (নেতৃত্ব) পাওয়ার পর তা সামলাতে গিয়ে সমস্যায় পড়তে। অধিনায়কত্বের জন্য অভিজ্ঞতা ও পরিণতিবোধ প্রয়োজন রয়েছে, যেটা অজিঙ্কার মধ্যে দেখা যায়। ও ১৮৫টা আইপিএল ম্যাচ খেলেছে। ২০০টা (১৯৫) আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তিন ফর্ম্যাট মিলিয়ে। ভারতকে নেতৃত্ব দিয়েছে, মুম্বইয়ের অধিনায়কত্ব করেছে। আইপিএলেও প্রথম থেকে খেলছে, এটা বিরাট বড় ব্যাপার। রাহানেকে নেতৃত্ব দেওয়ায় চমকে ওঠার কিছু নেই।”

‘পারফর্ম অর পেরিশ’ নীতি ভেঙ্কটেশের জন্য-

Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Venkatesh Iyer | IPL | Image: Getty Images

অধিনায়কত্ব পান নি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। খাতায়-কলমে সহ-অধিনায়ক হলেও গোটা আইপিএলে (IPL) তাঁর জায়গা একাদশে নিশ্চিত বলে তাই মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। টি-২০’র মত দ্রুতগতির ফর্ম্যাটে অন্যান্যদের মত তাঁর জন্যও ‘পারফর্ম অর পেরিশ’ নীতিই কার্যকরী হবে বলে মত তাঁদের। অর্থাৎ যদি পরপর কয়েকটি ম্যাচে ব্যর্থ হন মধ্যপ্রদেশের অলরাউন্ডার, তাহলে নিঃসন্দেহে বাদ দেওয়া হবে তাঁকে। ভেঙ্কটেশের বদলে একাদশে জায়গা করে নিতে পারেন মুম্বইয়ের অঙ্গকৃষ রঘুবংশী বা কর্ণাটকের লভনীত সিসোদিয়ার মত তরুণ তুর্কিরা। যদিও ভেঙ্কটেশের সাম্প্রতিক পারফর্ম্যান্স আত্মবিশ্বাস যোগাতে পারে তাঁকে। আশাবাদী করে তুলতে পারে তাঁর অনুরাগীদের। রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৪২ ও ৮০* করেছেন তিনি। নাইটদের দু’টি প্র্যাক্টিস ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৫ বলে ৬১ ও ২১ বলে ৪৬।

Also Read: IPL 2025: পন্থকে পেতে খরচ ২৭ কোটি, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস স্কোয়াডে স্পষ্ট অভাব ভারসাম্যের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *