IPL 2024: একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। বাকি আর মাত্র দুই ম্যাচ। আজ স্থির হবে কারা রবিবারের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের (KKR)। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সম্মুখসমরে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও রাজস্থান রয়্যালস (RR)। নাইটদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ৮ উইকেটের ব্যবধানে হেরে চিপকে পা রাখছে সানরাইজার্স। অন্যদিকে রাজস্থান আজ মাঠে নামছে এলিমিনেটর ম্যাচে ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয়রথ রুখে দিয়ে। টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার পর বেঙ্গালুরুর বিরুদ্ধে আহমেদাবাদে পাওয়া সাফল্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাচ্ছে সঞ্জু স্যামসনদের। ২০২২-এর পর ফের আইপিএলের ফাইনালে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তারা।
জস বাটলারের না থাকা আজও চিন্তায় ফেলছে রাজস্থানকে (RR)। তাদের হয়ে ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে দেখা যাবে টম কোহলার ক্যাডমোরকে। তিনে খেলবেন স্বয়ং অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিন জনের থেকেই বড় রানের আশায় দল। চারে থাকছেন রিয়ান পরাগ (Riyan Parag)। এই মরসুমে রাজস্থানের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনিই। গত ম্যাচেও রান পেয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন অসমের তরুণ। এরপর নামতে পারেন ধ্রুব জুড়েল। শিমরণ হেটমায়ারকেও (Shimron Hetmyer) নামানো হতে পারে বাইশ গজে। লোয়ার অর্ডারকে ভরসা দিচ্ছেন রোভম্যান পাওয়েল। অশ্বিন-চাহালের জুটিকে দেখা যাবে চেন্নাইয়ের মন্থর পিচে। এছাড়া থাকছেন ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও সন্দীপ শর্মা।
Read More: সুস্থ হয়ে উঠেছেন শাহরুখ খান, নাইটদের সমর্থন করতে হাজির হবেন ফাইনালে !!
IPL ম্যাচের সময়সূচি-
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ৭৩ (দ্বিতীয় কোয়ালিফায়ার)
তারিখ- ২৪/০৫/ ২০২৪
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। এই মাঠের বাইশ গজে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। ফলে শট মারতে গিয়ে অনেকসময় দ্বিধায় পড়তে হয় ব্যাটারদের। এখানে সাফল্যের সম্ভাবনা বেশী থাকে স্পিনারদের। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে ৮৩টি আইপিএল ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় মিলেছে ৩৩টি ম্যাচে। বাকি ৫০টি ম্যাচে রান তাড়া করে এসেছে জয়। পরিসংখ্যানের কথা মাথায় রেখে প্রথমে বোলিং করতে পারেন টসজয়ী অধিনায়ক।
চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের দিন কেমন হবে আবহাওয়া তা জানতে উৎসুক অনেকেই। ইতিপূর্বে বেশ কিছু ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তবে আজকের সানরাইজার্স বনাম রাজস্থান ম্যাচে তেমনটা না হওয়ারই সম্ভাবনা। মাত্র ১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৬০ শতাংশ। যা সমস্যায় ফেলতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য একাদশ-
ওপেনার- যশস্বী জয়সওয়াল, টম কোহলার ক্যাডমোর
মিডল অর্ডার- সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল
ফিনিশার- শিমরণ হেটমায়ার*, রোভম্যান পাওয়েল
বোলার- রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
*হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার।
SRH-এর বিরুদ্ধে RR-এর সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, টম কোহলার ক্যাডমোর ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
বিকল্প- ডোনাভন ফেরেইরা ✈, তনুষ কোটিয়ান, শিমরণ হেটমায়ার ✈, নভদীপ সাইনি, শুভম দুবে।
*✈-বিদেশী ক্রিকেটার।
Also Read: IPL 2024: ম্যাচের পরেই নাইটক্লাবে নাইটরা, নাচের ছন্দে জয় উদ্যাপন নারাইন-রাসেলদের !!