আরও একবার আইপিএল (IPL) জয়ের স্বপ্ন অধরাই থেকে গেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের। তাদের নারী দল উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ট্রফি জেতার পর আইপিএলেও (IPL) দলের সাফল্যের স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়ে বেঙ্গালুরু। তারা প্রথম ম্যাচে হেরে বসে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জিতলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছিলো ফাফ দু প্লেসির (Faf du Plessis) দল। পরবর্তী ছয় ম্যাচে টানা হারের মুখ দেখেছিলো তারা। অবশেষে খাদের কিনারে পৌঁছে ঘুরে দাঁড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা পারফর্ম্যান্স করে লাগাতার ছয় ম্যাচ জিতে খুলে ফেলে প্লে-অফের দরজা। নতুন করে আশার সঞ্চার হয় অনুরাগীদের মধ্যে।
নাটকীয়ভাবে প্লে-অফে পা রাখলেও এলিমিনেটর ম্যাচেই শেষ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পথচলা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হয়েছিলো তারা। টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ না দেখা রাজস্থানের বিরুদ্ধে ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নেমেছিলো বেঙ্গালুরু। কিন্তু নিজেদের ‘চোকার্স’ তকমা ঘোচাতে পারলো না তারা। প্রথমে ব্যাটিং করে দু প্লেসির দল তোলে ১৭২ রান। নিজেদের সঠিক ভাবে মেলে ধরতে পারেন নি বোলাররা। রাজস্থান শুরুতে খানিক চাপে পড়লে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় পাঁচ বল বাকি থাকতে। আগামী বছর রয়েছে মেগা অকশন। নতুন করে দল গঠনের পথে হাঁটতে হবে বেঙ্গালুরুকে(RCB)। তার আগে মহাতারকা বিরাট কোহলিকে (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ছাড়ার পরামর্শ দিলেন কেভিন পিটারসেন।
Read More: ভেস্তে যাচ্ছে রাজস্থানের ফাইনাল খেলার স্বপ্ন, বৃষ্টির কারণে KKR’এর সাথে ফাইনাল খেলবে SRH !!
কোহলিকে বেঙ্গালুরু ছাড়ার অনুরোধ পিটারসেনের-
২০০৮ সালে শুরু হয়েছিলো আইপিএল (IPL)। সেই বছর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) সই করিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর থেকে টানা সতেরো বছর বেঙ্গালুরু (RCB) জার্সিতেই খেলে এসেছেন তিনি। একমাত্র ক্রিকেটার, যিনি টানা সতেরো বছর অন্য কোনো দলের হয়ে খেলেন নি। একবারও নাম লেখান নি নিলামে। এই সতেরো বছরে একবারও খেতাব জেতে নি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। একইসাথে আইপিএল (IPL) জেতা হয় নি বিরাট কোহলিরও (Virat Kohli)। ২০১৬ ও ২০২৪-দুইবার কমলা টুপির মালিক তিনি। তা সত্ত্বেও জয়ীর তালিকায় নাম লেখানো হয় নি তাঁর। তিনবার খেলেছেন ফাইনাল, কিন্তু কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচে নি আর। একই দলে আটকে না থেকে, কোহলির উচিৎ এবার নতুন চ্যালেঞ্জ নেওয়া। মনে করেন কেভিন পিটারসেন।
চলতি আইপিএলে (IPL) ধারাভাষ্য দিচ্ছেন পিটারসেন (Kevin Pietersen)। এলিমিনেটরে বেঙ্গালুরুর হারের পর তিনি জানান, “একটা ট্রফি কোহলির প্রাপ্য। ওর উচিৎ এমন একটা দলের হয়ে খেলা যারা ওকে ট্রফি জিততে সাহায্য করতে পারে। আমার মনে হয় এই দলটা হতে পারে দিল্লী। ও দিল্লীর ছেলে। ও ফিরে যেতে পারবে না কেন? দিল্লীও বেঙ্গালুরুর মতই মরিয়া।” প্রসঙ্গত বেঙ্গালুরুর মতই দিল্লী ক্যাপিটালসও (DC) একবারও আইপিএল জেতে নি। আগামী মরসুমে কোহলি-দিল্লী কম্বিনেশন কি সত্যিই সম্ভব? রয়েছে প্রশ্ন। তবে কোহলি (Virat Kohli) নিজে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের হয়ে খেলতে চান না তিনি। এছাড়াও দিল্লী দলের ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে সম্পর্কও ভালো নয় তাঁর। ফলে এই সম্ভাবনা একেবারের ক্ষীণ বলে মনে করছে ক্রিকেটজনতা।