IPL 2025: জলে গেলো শ্রেয়সদের মেহনত, আবার প্রথম থেকে শুরু হবে পাঞ্জাব-দিল্লী ম্যাচ !! 1

IPL 2025: গত মঙ্গলবার পহলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী। মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের নয়টি জঙ্গিঘাঁটি। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে নতুন নয়। দায় এড়াতে ভারতের দিকেই আঙুল তুলেছেন শাহবাজ শরিফরা (Shehbaz Sharif)। চেষ্টা করছে পালটা আক্রমণের। উরি, পুঞ্চ, রাজৌরি’র মত এলাকায় পাক গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। লাহোর, করাচী, রাওয়ালপিণ্ডির মত শহরে ড্রোন হামলা চালিয়েছে ভারত’ও। দুই পারমাণবিক শক্তির সংঘাতে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের পরিস্থিতি। পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এমতাবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে আইপিএলকে (IPL) ঘিরে।

Read More: TOP 3: সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি, টেস্ট অবসরের নেপথ্যে এই তিন কারণ !!

বাতিল নয়, স্থগিত পাঞ্জাব-দিল্লী ম্যাচ-

IPL 2025: জলে গেলো শ্রেয়সদের মেহনত, আবার প্রথম থেকে শুরু হবে পাঞ্জাব-দিল্লী ম্যাচ !! 2

ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পরেই পাক হামলার আশঙ্কায় বন্ধ করা হয়েছিলো উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের ১২টি বিমানবন্দর। সেই তালিকায় নাম ছিলো ধর্মশালারও। পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালসের (PBKS vs DC) ক্রিকেটাররা বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার আগেই হিমাচল প্রদেশের শৈলশহরে পৌঁছে যাওয়ায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কিন্তু শেষমেশ সম্পূর্ণ করা যায় নি খেলা। টসে জিতে প্রথম ব্যাটিং করতে নামা পাঞ্জাব (PBKS) তখন ১০.১ ওভারে ১ উইকেট খুইয়ে তুলেছে ১২২ রান। হঠাৎ’ই দেখা যায় নিভে গিয়েছে একটি বাতিস্তম্ভের আলো। পরে আরও দু’টি বাতিস্তম্ভ নিভে যায়। প্রথমে যান্ত্রিক গোলযোগ মনে করা হলেও পরে জানা যায় যে সীমান্তে অশান্তি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ব্ল্যাক-আউট করা হয়েছে মাঠ।

দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদেরও। আইপিএলের (IPL) গভর্ণিং কাউন্সিলের মিটিং-এ সিদ্ধান্ত হয় টুর্নামেন্ট এক সপ্তাহ স্থগিত করে দেওয়ার। পাঞ্জাব বনাম দিল্লী ম্যাচটির ভবিতব্য কি হবে তা স্পষ্ট ছিলো না এতদিন। ম্যাচ পরিত্যক্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিলো। কিন্তু সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টস সূত্রে খবর যে পরিত্যক্ত নয় বরং স্থগিত রাখা হয়েছে খেলা। এক সপ্তাহ পরে আইপিএল (IPL) শুরু হলে ফের অন্য কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাটি। তবে দুঃসংবাদ রয়েছে পাঞ্জাব কিংসের (PBKS) জন্য। ধর্মশালার ম্যাচে ভালো জায়গায় ছিলো তারা। সেই ১২২ রান আর ফেরত পাবেন না তারা। প্রথম বল থেকে শুরু হবে খেলা। বিসিসিআই-এর সিদ্ধান্তে দিল্লী যে বাড়ি অক্সিজেন পাবে তাতে কোনো সন্দেহ নেই।

রাজী ইংল্যান্ড, তাৎপর্যপূর্ণ মন্তব্য মালানের-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

আপাতত দেশের অভ্যন্তরেই আইপিএলের (IPL) বাকি অংশ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সূত্রের খবর ভারত-পাক উত্তেজনা যদি আগামী এক সপ্তাহের মধ্যে না কমে সেক্ষেত্রে দক্ষিণ ভারতীয় শহরগুলিতে স্থানান্তরিত করা হতে পারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে যে আইপিএলের (IPL) ম্যাচগুলি আয়োজনে আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’ও। আগে সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকায় হয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার তা বিলেত পাড়ি দেয় কিনা সেদিকে রয়েছে নজর। তবে এই প্রসঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তনী ডেভিড মালান। তিনি জানিয়েছেন, “ভারত বা শ্রীলঙ্কার মাটিতে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আইপিএল শুরু না করা যায় তাহলে তা সেপ্টেম্বরে হবে।”

Also Read: IPL বন্ধ হতেই RCB ছাড়ছেন এই তারকা ক্রিকেটার, বললেন ধন্যবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *