IPL 2025: ২০০৮ থেকে আইপিএলে (IPL) অংশ নিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সতেরো মরসুম কেটে গেলেও ধরা দেয় নি সাফল্য। চারবার ফাইনাল খেললেও আসে নি ট্রফি। মেয়েদের দল উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) ট্রফি আনলেও পুরুষদের ক্যাবিনেট রয়ে গিয়েছে ফাঁকা। ২০২৫- এ তাই নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। ৩১ জুলাই-এর বৈঠকে কলকাতা নাইট রাইডার্স (KKR), সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের (CSK) মত ফ্র্যাঞ্চাইজি মেগা অকশনের বদলে মিনি নিলামের জন্য সওয়াল করায় তীব্র বিরোধিতা করেছে বেঙ্গালুরু। নতুন করে তারা যে স্কোয়াড গুছিয়ে নিতে চায় তা তাদের অবস্থান থেকেই পরিষ্কার। একইসাথে দায়িত্ব পেতে পারেন নতুন কোচ ও অধিনায়ক। কোচের পদে ভাবনায় রয়েছেন রবি শাস্ত্রী। অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে ৩১ বর্ষীয় তরুণের হাতে।
Read More: “লজ্জায় ডুবে যাক…” বাংলাদেশের বিপক্ষে টেস্ট হার পাকিস্তানের, বিপর্যয়ের পর চরম কটাক্ষের মুখে বাবর’রা !!
ছাঁটাই হচ্ছেন ফাফ দু প্লেসি-
চেন্নাই সুপার কিংস (CSK) ছেড়ে ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) যোগ দিয়েছিলেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর প্রোটিয়া তারকার হাতেই দায়িত্ব তুলে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। ব্যাট হাতে গত তিনটি মরসুমে বেশ ভালো পারফর্ম্যান্স তাঁর। ২০২২-এ ৪৬৮, ২০২৩-এ ৭৩০ ও ২০২৪-এ ৪৩৮ রান করেছেন তিনি। রয়েছে ১৫টি অর্ধশতরান’ও। কিন্তু অধরা আইপিএল (IPL) ট্রফি আর দলকে এনে দিতে পারেন নি তিনি। ২০২২-এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়। ২০২৩-এ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হার তাদের প্লে-অফের রেস থেকে ছিটকে দেয়। আর ২০২৪-এ প্রথম অনেকটা পিছিয়ে পড়েও কামব্যাক করে দল। কিন্তু ফের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসই বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে।
ফর্ম বা ফিটনেস সমস্যা নয়। কিন্তু দু প্লেসির (Faf du Plessis) জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে তাঁর বয়স। বর্তমানে ৪০ বছর বয়স। গত ৩১ জুলাইয়ের বৈঠকে তিন বছর নয়, পাঁচ বছর অন্তর আইপিএলের (IPL) মেগা অকশনের দাবী জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সম্ভবত সেই দাবী মেনে নেওয়া হবে বিসিসিআই-এর তরফ থেকে। ফলে আসন্ন নিলামে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই দল সাজাতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সেই পরিকল্পনায় আপাতত জায়গা হচ্ছে না দু প্লেসি’র। তাঁকে রিলিজ তালিকাতেই হয়ত রাখবে বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজি। মহাতারকাদের মধ্যে রিলিজ তালিকায় জায়গা হতে পারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনেরও। একইসাথে বাদ পড়ার সম্ভাবনা লকি ফার্গুসন, আলঝারি জোসেফ’দের। তাঁদের বাতিল করে নতুন মুখের সন্ধানে থাকবে আরসিবি।
অধিনায়ক হতে পারেন পতিদার-
দু প্লেসির বদলি হিসেবে কে হবেন অধিনায়ক? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের মাথায়। বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন যে কে এল রাহুল ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিচ্ছেদ সম্পূর্ণ হলে ফায়দা তুলতে পারে বেঙ্গালুরু (RCB)। তারা ‘ঘরের ছেলে’ রাহুলকে দলে ফেরাতে পারলে একইসাথে ওপেনার ও অধিনায়ক সমস্যা মিটিয়ে ফেলতে পারবে। একইসাথে দীনেশ কার্তিকের অবসরের পর উইকেটরক্ষকের যে জায়গাটি খালি হয়েছে তাও পূরণ করে ফেলতে পারেন রাহুল (KL Rahul)। ক্রিকেটবোদ্ধাদের আরেকটি অংশ অবশ্য জানাচ্ছে যে রাহুল নয়, পরবর্তী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের রেডারে রয়েছেন রজত পতিদার। মধ্যপ্রদেশের খেলোয়াড় লভনীত সিসোদিয়ার বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন ২০২২-এর আইপিএলে (IPL)। বর্তমানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তিনি।
২০২২-এই জাত চিনিয়েছিলেন রজত (Rajat Patidar)। ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে তাঁর দুর্ধর্ষ শতরান ফাইনালের একধাপ আগে পৌঁছে দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। ৮ ম্যাচে ঐ বছর প্রায় ৫৬ গড়ে তিনি করেন ৩৩৩ রান। ২০২৪ মরসুমে শুরুটা ভালো হয় নি তাঁর। কিন্তু আইপিএলের (IPL) দ্বিতীয়ার্ধে বেশ ভালো পারফর্ম্যান্স করেন তিনি। নড়বড়ে মিডল অর্ডারের মুখ হয়ে উঠেছিলেন রজত। পাঁচটি অর্ধশতকও করেন। ১৫ ম্যাচে ১৭৭.১৩ স্ট্রাইক রেটে করেছেন ৩৯৫ রান। বর্তমানে রজতের (Rajat Patidar) বয়স ৩১। তাঁর হাতেই আগামী ৫-৬ বছরের জন্য দায়িত্ব দিতে চাইছেন কর্মকর্তারা। এর আগে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লীগে মালওয়া প্যান্থার্সের নেতৃত্ব দিয়েছেন রজত। তবে আইপিএলের মত বড় মঞ্চে কি করে সামলান দায়িত্ব সেইদিকে নজর থাকবে সকলের।