IPL 2025: ধর্মশালার মাঠে আজ মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC)। ভারত-পাক উত্তেজনার আবহে হিমাচল প্রদেশের স্টেডিয়ামে ম্যাচ আয়োজন আদৌ যুক্তিযুক্ত কিনা তা নিয়েই প্রশ্ন থাকলেও শেষ অবধি খেলা স্থানান্তরিত না করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বিসিসিআই-এর তরফ থেকে। কিন্তু আজ ম্যাচে একের পর এক বাধা সৃষ্টি করলো প্রকৃতি ও প্রযুক্তি। বৃষ্টির কারণে খেলা শুরু হতে এক ঘন্টা দেরী হয়। এরপর টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাঞ্জাব (PBKS)। ১০ ওভার ম্যাচ এগোনোর পরেই নিভে যায় বাতিস্তম্ভের আলো। প্রথমে একটি ও পরে দু’টি বাতিস্মম্ভ বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে ম্যাচ। যান্ত্রিক গোলযোগের কারণে বাতিস্তম্ভ বন্ধের খবর নতুন নয়, সম্প্রচারকারী সংস্থার তরফেও প্রথমে দাবী করা হয়েছিলো তাই। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে পাক হামলার আশঙ্কায় আংশিক ব্ল্যাক-আউট করা হয়েছে স্টেডিয়াম।
Read More: ভারতে হামলার ছক পাকিস্তানের, ধর্মশালা থেকে ম্যাচ সরিয়ে দিলো BCCI !!
পরিত্যক্ত ঘোষিত হলো ম্যাচ-

এখনও চলছে অপারেশন সিন্দুরের অভিঘাত। মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে ৯টি জায়গায় মিসাইল হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস হয় একের পর এক জঙ্গিঘাঁটি। ২২ এপ্রিল পহলগাঁও-এর বৈসরণে নিরীহ পর্যটকদের উপরে যে নৃশংস হত্যালীলা চালিয়েছিলো পাক মদতপুষ্ট জঙ্গিরা এভাবেই তার প্রতিশোধ নেয় ভারত সরকার। সেনাবাহিনীর অতর্কিত হামলায় বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলো পাকিস্তান সরকার। পালটা দেবেন তাঁরা, ঘোষণা করেছিলেন তাদের রাজনীতিবিদেরাও। গত রাতে সেই চেষ্টাও চালিয়েছিলো পাক সেনা। অন্তত ১৫টি শহরে মিসাইল ও ড্রোন হামলার প্রয়াস ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। রাওয়ালপিণ্ডি, লাহোরের মত জায়গায় পালটা হারপ ড্রোন হামলা চালায় ভারত। লাহোরের এয়ার ডিফেন্স নিষ্ক্রিয় করতে সক্ষম হয় ভারতীয় ড্রোনগুলি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কিছু অংশ।
রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার পর পিএসএল (PSL) ম্যাচ সেখান থেকে করাচীতে সরিয়ে নিয়ে গিয়েছিলো পিসিবি। গত রাতের প্রয়াস ব্যর্থ হওয়ার পরেও পিছু হটে নি পাক সেনা। পুঞ্চ, রাজৌরি, জম্মুর মত এলাকায় লাগাতার চলছে বোমাবৃষ্টি। জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। সন্ধ্যেবেলায় পড়শি দেশের ড্রোন অন্তত ৮ জায়গায় গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের এফ-১৬ ও জেএফ-১৭ বিমান ভূপতিত হওয়ারও খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। উত্তরভারতের আকাশে ড্রোন-ফাইটার জেটের ঘনঘন গর্জনের প্রভাব পড়লো আইপিএলেও (IPL)। ধর্মশালাতে তখন ঠিক অর্ধপথ পেরিয়েছে পাঞ্জাবের ইনিংস। প্রথমে আলো নিভিয়ে দেওয়া হয় দুটি বাতিস্তম্ভের। দর্শকদেরও দেওয়া হয় ফিরে যাওয়ার নির্দেশ। কিছুক্ষণ পরেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। নিরাপত্তার কারণেই যে বন্ধ করা হচ্ছে খেলা, জানিয়ে দেওয়া হয় তাও।
পাঞ্জাব-মুম্বই ম্যাচ আহমেদাবাদে-

অপারেশন সিন্দুরের পর উত্তর ও পশ্চিম ভারতের যে বিমানবন্দরগুলি থেকে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ করা হয়েছিলো তাদের মধ্যে ছিলো ধর্মশালার নাম। অভূতপূর্ব পরিস্থিতিতে আগামী ১১ তারিখের পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (PBKS vs MI) ম্যাচটি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিলো না বিসিসিআই-এর সামনে। সেই পথেই হেঁটেছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। ঘন্টা তিনেক আগে একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে যে ম্যাচের দিন বদল না হলেও বদলে যাচ্ছে ভেন্যু। ধর্মশালায় নয় বরং ১১ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে পাঞ্জাব বনাম মুম্বই দ্বৈরথ। আজ পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ১২ ম্যাচে ১৬ পয়েন্টে পৌঁছলো পাঞ্জাব কিংস। চাপ বাড়লো দিল্লীর। ১২ ম্যচে ১৪ পয়েন্ট নিয়ে লীগ তালিকার পাঁচ নম্বরে আটকে রইলেন কে এল রাহুল, অক্ষর প্যাটেলরা।
দেখুন BCCI-এর বিজ্ঞপ্তি-
🚨 Update 🚨#TATAIPL Match No. 6️⃣1️⃣ between Punjab Kings and Mumbai Indians shifted to Ahmedabad from Dharamshala.
Details 🔽 | #PBKSvMI
— IndianPremierLeague (@IPL) May 8, 2025