ipl-nicholas-pooran-after-win-vs-pbks

IPL 2024: ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও পাঞ্জাব কিংস (PBKS)। এর আগে অ্যাওয়ে ম্যাচে রাজস্থানের কাছে হারতে হয়েছিলো লক্ষ্ণৌকে। আজ হোম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২১ রানে পরাজিত করে ২ পয়েন্ট হাতের মুঠোয় নিলো সুপারজায়ান্টস শিবির। দিল্লীর বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হারতে হয়েছিলো পাঞ্জাব’কে। আজ একানা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ধাক্কা খেলো শিখর ধাওয়ানদের। ব্যাটিং এবং বোলিং-দুই বিভাগেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আজ এঁটে উঠতে পারলো না পাঞ্জাব। মরসুমের প্রথম জয়ের সুবাদে এক লাফে পাঁচ নম্বরে উঠে এলো লক্ষ্ণৌ। পাঞ্জাব বর্তমানে রয়েছে ষষ্ঠ স্থানে। সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো লক্ষ্ণৌ। কে এল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, মার্কাস স্টয়নিস, আয়ুষ বাদোনিরা রান পান নি পাঞ্জাবের বিপক্ষে। ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ক্যুইন্টন ডি কক। অর্ধশতক করেন তিনি। এরপর ঝোড়ো ক্যামিও দেখা যায় নিকোলাস পুরান ও ক্রুণাল পাণ্ডিয়ার ব্যাটে। ১৯৯ রান স্কোরবোর্ডে যোগ করে লক্ষ্ণৌ। এরপর রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ও জনি বেয়ারেস্টোর সুবাদে ভালোই এগোচ্ছিলো পাঞ্জাব। কিন্তু তাদের ওপেনিং জুটি ভাঙার পরেই দ্রুত ম্যাচে ফেরে লক্ষ্ণৌ। মায়াঙ্ক যাদব, মহসীন খান’রা ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন নি পাঞ্জাব’কে। ১৭৮ রানের বেশী এগোতে পারে নি তারা। জয়ের পর স্বভাবতই খুশি আজকে সুপারজায়ান্টস শিবিরের নেতৃত্বে থাকা নিকোলাস পুরান।

Read More: IPL 2024: ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের, টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন পাঞ্জাব কিংস !!

এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই, জানালেন পুরান-

Nicholas Pooran | IPL 2024 | Image: Getty Images
Nicholas Pooran | IPL 2024 | Image: Getty Images

কে এল রাহুলের বদলে যখন টসের সময় লক্ষ্ণৌ অধিনায়ক হিসেবে নিকোলাস পুরান মাঠে নেমেছিলেন, তখন অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু সেই পুরানের হাত ধরেই আইপিএলের সপ্তদশ মরসুমে প্রথম জয় পেলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবির। খেলা শেষে ক্যারিবিয়ান তারকার গলায় ঝরে পড়লো তৃপ্তি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক দীপ দাশগুপ্ত’কে পুরান জানান, “শুরুটা দারুণ ছিলো। ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে জিততে পেরে ভালো লাগছে।” জয়ের নেপথ্যে টিম ম্যানেজমেন্টের সামগ্রীক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, “আমরা আলোচনা করেছিলাম। শুরুটা ভালো করার কথা বলেছিলাম। সঠিক কম্বিনেশন খুঁজে নিতে চেয়েছিলাম।” প্রথমে ব্যাটিং করে যথেষ্ট স্কোর যে তাঁরা তুলতে পেরেছিলেন, তা মেনে নিয়েছেন পুরান।

লক্ষ্ণৌর বদলে যাওয়া বাইশ গজ নিয়েও মুখ খুলেছেন নিকোলাস পুরান। বলেন, “এই মাঠটা বেশ বড়। একটা দিক অন্যদিকের চেয়ে বড়। উইকেট পাওয়া আর বাউন্ডারি হাঁকানোর উপর পুরোটা নির্ভর করছে। এরপর চ্যালেঞ্জ আরও বাড়বে।” প্রতিপক্ষ সম্পর্কে পুরানের মন্তব্য, “শিখর (ধাওয়ান) ও (জনি) বেয়ারেস্টো ভালো খেলেছে। তবে আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যেতে পারে নি। কারণ আমরা উইকেট তুলে নিয়েছি সঠিক সময়ে।” ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন নবাগত মায়াঙ্ক যাদব। তাঁকে প্রশংসায় ভরিয়ে অধিনায়ক জানান, “একটা দুর্দান্ত পারফর্ম্যান্স ছিলো। গোটা দুনিয়াকে নিজের প্রতিভার সাথে পরিচয় করিয়ে দিলো ও। গতিশীল হওয়ার পাশাপাশি ও নিখুঁত। এটাই আইপিএলের সৌন্দর্য্য। স্থানীয় ক্রিকেটার’রা সুযোগ পায়। আশা রাখছি ওরা আরও ভালো করবে।” সবশেষে মাঠ কর্মীদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেন, “একজন ব্যাটার হিসেবে আর কি চাওয়ার আছে?”

 Also Read: IPL 2024: “এই পারফরমেন্স বজায় রাখতে পারলে…”, পাঞ্জাবকে হারিয়ে প্রথম জয় লখনউয়ের, প্রশংসা নেটিজেনদের !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *