IPL 2024: গত বুধবার উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। জমে ওঠে প্লে-অফের রেসে সামিল দুই ফ্র্যাঞ্চাইজিই। বুধবারের ম্যাচে দুই পয়েন্ট সাফল্যের দিকে খানিক এগিয়ে দিতে পারত তাদের। দুর্দান্ত ম্যাচ শেষে বাজিমাত করে সানরাইজার্স’ই (SRH)। হোম টিম জয় পায় ১০ উইকেটের ব্যবধানে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৮ রানে হেরে উপ্পলে পা দিয়েছিলো লক্ষ্ণৌ। টানা দ্বিতীয় ম্যাচে হতশ্রী পারফর্ম্যান্স করে হারতে হলো তাদের। প্রথম চার থেকে ছিটকে গিয়ে তারা নেমে যায় ছয় নম্বরে। চলতি আইপিএলে (IPL) উপ্পলে প্রায় প্রতি ম্যাচেই বিশাল রান উঠতে দেখা গিয়েছে। সেখানে ব্যাটিং-ই সাফল্যের পথে কাঁটা ছড়ায় সুপারজায়ান্টসদের।
লক্ষ্ণৌর ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯ ওভার ৪ বলে টপকে যায় সানরাইজার্স। দুরন্ত ব্যাটিং করেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। এই ম্যাচে দুই সানরাইজার্স ওপেনারের ব্যাটিং নিয়ে চর্চাকে ছাপিয়ে যায় খেলা শেষের একটি ঘটনা। লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) ম্যাচ শেষে বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে হাত নেড়ে কিছু বলতে দেখা যায় অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul)। গোয়েঙ্কা মেজাজ হারালেও শান্তই ছিলেন রাহুল। তিনি কিছু বোঝাতে চেষ্টা করেছিলেন মালিককে। কিন্তু শোনার মুডেই ছিলেন না গোয়েঙ্কা (Sanjiv Goenka)। উত্তরোত্তর চড়ছিলো তাঁর মেজাজের পারদ। কোচ জাস্টিন ল্যাঙ্গার’ও এগিয়ে এসে কিছু বলেই তাঁকে। কিন্তু তাও শান্ত হন নি গোয়েঙ্কা। গোটা বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটূ ঠেকেছে ক্রিকেটজনতার কাছে। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেটার মহম্মদ শামিও।
Read More: “খুব ভালো মালিক…” রাহুল-গোয়েঙ্কার বচসার পরে প্রশংসায় মাতলেন গৌতম গম্ভীর, বললেন এই কথা !!
গোয়েঙ্কার আচরণে ক্ষুব্ধ শামি-
বুধবারের ম্যাচ শেষে যেভাবে মাঠেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) রীতিমত ধমক দিতে দেখা গিয়েছে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা’কে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রিকেটমহলে। খেলা শেষে সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমার স্টুডিও থেকেই এর প্রতিবাদ করেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ (Graeme Smith) ও নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিশ (Scott Styris)। “এই বিষয়গুলো প্রকাশ্যে নয়, বন্ধ দরজার পিছনে হলেই ভালো হয়” বলেন স্মিথ। সোশ্যাল মিডিয়াতেও কে এল রাহুলের সমর্থনে গলা ফাটান বহু ক্রিকেটপ্রেমী। আগামী মরসুমের আগেই দল ছাড়া উচিৎ রাহুলের (KL Rahul), পরামর্শ দেন অনেকে। এই আইপিএলে (IPL) আর দুটি ম্যাচ রয়েছে লক্ষ্ণৌ’র। অধিনায়কত্ব ছাড়া উচিৎ তাঁর, জানিয়েছেন অনুরাগীরা।
চলতে থাকা এই বিরাট বিতর্কের মধ্যেই জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামি’কে (Mohammed Shami) পাশে পেলেন রাহুল (KL Rahul)। চোটের কারণে এই মরসুমে আইপিএল খেলছেন না শামি। তিনি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সাথে যুক্ত হয়েছেন বিশ্লেষক হিসেবে। এক সাক্ষাৎকারে ঘটনার তীব্র প্রতিবাদ করে শামি জানান, “খেলোয়াড়দের সম্মান রয়েছে। আপনি একজন মাননীয় ব্যক্তি, আপনার নিজেরও একজন দলমালিক হিসেবে আত্মসম্মান রয়েছে। অনেকে আপনাকে দেখছে এবং শিখছে। এগুলো যদি ক্যামেরার সামনে ঘটে…তবে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। আপনাকে যদি এটা করতেই হয়, তাহলে অনেক উপায় রয়েছে। আপনি একই কাজ সাজঘরে অথবা হোটেলে করতে পারতেন।”
ঘটনার পর নিশ্চুপ সুপারজায়ান্টসদের (LSG) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। রাহুল বা সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) তরফ থেকেও কোনো রকম প্রতিক্রিয়া আসে নি। তবে রাহুলের সাথে একটি ছবি পোস্ট করে নবীন-উল-হক (Naveen-ul-Haq) বুঝিয়েছেন তিনি পাশে আছেন অধিনায়কের। আইপিএল সূত্র মারফৎ জানা গিয়েছে যে অধিনায়কের পারফর্ম্যান্সে খুশি নন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। রাহুল যদি বাকি দুই ম্যাচের জন্য অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে চান তাহলে তাঁকে আটকানো হবে না। বিকল্প নেতা হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। একই সাথে আগামী বছরের মেগা অকশনেও রাহুল লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজি ভাবনায় নেই বলেই খবর। কোচ জাস্টিন ল্যাঙ্গার থাকছেন কিনা, এখনও অবধি নিশ্চিত নয় তাও।