এই দল জিতবে আইপিএল, জানালেন মিতালি রাজ 1

মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশী ম‍্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশী রান সংগ্রহের রেকর্ড তার দখলে।এহেন ভারতের মহিলা ক্রিকেট জগতের অন‍্যতম সেরা একজন ক্রিকেটার মিতালি রাজ জানালেন তার পছন্দের আইপিএল দলের নাম।মিতালির পছন্দের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।তবে তার তালিকায় “টপ টিম ” রাজস্থান রয়‍্যালস।

এখনও অবধি আইপিএলে খেলা পাঁচ ম‍্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।অন‍্যদিকে শারজাহতে ব‍্যাক টু ব‍্যাক ম‍্যাচ জিতে এবারের আইপিএলের শুরুটা দারুণ ভাবে করলেও পরবর্তী সময়ে খেই হারায় রাজস্থান রয়‍্যালস।
এই দল জিতবে আইপিএল, জানালেন মিতালি রাজ 2

“আমার অন‍্যতম পছন্দের দল সানরাইজার্স হায়দ্রাবাদ,তবে আমার তালিকায় শীর্ষে থাকা দল রাজস্থান রয়‍্যালস, তারা এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স দিয়েছে আপাতত।”এমনটাই মন্তব্য মিতালির।

এদিন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি’কে নিয়েও বলতে শোনা গেছে মিতালি’কে।মানসিক ভাবে এইমুহুর্তে একটা দারুণ জায়গায় রয়েছে বিরাট, আর এই বিষয়টাই তার থেকে সেরাটা বের করে আনবে এমনটাই মনে করেন তিনি।

” ব‍্যক্তিগত ভাবে দারুণ জায়গায় আছে উনি (কোহলি),যেটা খুব ভালো একটা বিষয়।আর তুমি যখন মানসিক ভাবে খুব ভালো পরিস্থিতি’র মধ্যে থাকবে তখন একজন ক্রিকেটারের থেকে সেরা পারফরম্যান্স টা এমনিতেই বেরিয়ে আসবে।আমি নিশ্চিত এবারের আইপিএলে ঝলসে উঠবে কোহলির ব‍্যাট “এমনটাই জানিয়েছেন ভারতের তারকা এই ক্রিকেটার।

এই দল জিতবে আইপিএল, জানালেন মিতালি রাজ 3
এবারের আইপিএলের শুরুতে বিশেষ কিছু করে উঠতে পারেনি বিরাট কোহলি।প্রথম তিন ম‍্যাচে তার স্কোর যথাক্রমে ১৪,৩,১।তবে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ম‍্যাচে দারুণ ভাবে প্রত‍্যাবর্তন করেছিলেন তিনি।খেলেছিলেন ৭২ রানের দুরন্ত ইনিংস।মূলত এদিনের তার পারফরম্যান্স তার দলকে এবারের আইপিএল থেকে দ্বিতীয় জয়টি এনে দিতে সাহায্য করেছিলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *