IPL 2024: অবশেষে টনক নড়লো মুম্বই ইন্ডিয়ান্সের, মজবুত দল গড়তে দুই মহাতারকাকে ছেঁটে ফেলার পথে আম্বানিরা !! 1

IPL 2024: বিশ্বকাপ মিটতেই ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা শুরু হতে এখনও বাকি মাসখানেক। বোর্ড সূত্রে জানা গিয়েছে যে মার্চের শেষ বা এপ্রিলের গোড়ায় শুরু হতে পারে সপ্তদশ মরসুম। আপাতত সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আইপিএলের ‘মিনি’ নিলাম। গত বছর কোচিতে আয়োজিত হয়েছিলো নিলামপর্ব। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে এই অনুষ্ঠান। সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে যে আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে নিলামের টেবিলে মুখোমুখি হবে দশ ফ্র্যাঞ্চাইজি। তাদের রিলিক ও রিটেনশন তালিকা প্রকাশের জন্য ২৬ নভেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে বোর্ড। খোলা রয়েছে ট্রেডিং উইন্ডো। এখন চলছে শেষ মুহূর্তের দলবদল।

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জন্য গত তিনটে মরসুম বেশ কঠিন ছিলো। ২০২১ সালে তারা শেষ করে পঞ্চম স্থানে, ২০২২-এ নেমে গিয়েছিলো দশম স্থান এবং ২০২৩-এ লড়াই করে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারলেও ফাইনাল খেলা বা ট্রফি জয় সম্ভব হয় নি ‘মুম্বই পল্টন’-এর পক্ষে। একইসাথে পঞ্চম খেতাব জিতে তাদের সফলতম তকমায় ভাগ বসিয়েছে চেন্নাই সুপার কিংস’ও (CSK)। আগামী বছরের আইপিএলে পরিস্থিতিতে বদল আনতে মরিয়া মুম্বই ফ্র্যাঞ্চাইজি। আসন্ন মিনি নিলামকে ব্যবহার করে দুর্দান্ত দল গড়তে মরিয়া নীতা আম্বানি, মুকেশ আম্বানীরা (Mukesh Ambani)। সংবাদমাধ্যম সুত্রে খবর, বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন নামী ক্রিকেটারকে বাতিলের খাতায় ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না তাঁরা।

Read More: IPL 2024: ভারতীয় দলের কোচ হিসেবে নয় বরং আইপিএলে এই দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় !!

প্রয়োজন অর্থ, বাদ পড়তে পারেন আর্চার, গ্রিন-

Jofra Archer | IPL 2024 | Image: Getty Images
Jofra Archer | Image: Getty Images

গত মরসুমে অব্যবহৃত অর্থ এবং বিসিসিআই-এর মঞ্জুর করা বাড়তি অর্থ সঙ্গে করে নিলামের টেবিলে বসতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। এর সাথে অতিরিক্ত অর্থ যোগ করতে গেলে বর্তমান স্কোয়াড থেকে খেলোয়াড় ছাড়তে অথবা ট্রেডিং করতে হবে দলগুলিতে। গত মরসুমের অব্যবহৃত অর্থের নিরিখে আইপিএলের (IPL) বাকি দলগুলির থেকে পিছনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তাদের হাতে রয়েছে মাত্র ৫৫ লাখ টাকা। সুতরাং নিলামে ভালো ফলাফল করতে হলে বাড়তি অর্থ একান্ত প্রয়োজন তাদের। সেইজন্যই তারকা ক্রিকেটারদের রিলিজ করা ছাড়া উপায় নেই তাদের হাতে।

ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ তালিকায় নাম রয়েছে জোফ্রা আর্চার (Jofra Archer) এবং ক্যামেরন গ্রিনের (Cameron Green)। সাথে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar), ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) মত আরও বেশ কয়েকটি পরিচিত নাম’ও থাকার সম্ভাবনা।২০২২-এর ‘মেগা’ নিলাম থেকে ৮ কোটি টাকা মূল্যে জোফ্রা আর্চারকে (Jofra Archer) দলে নিয়েছিলো মুম্বই। গোটা মরসুমটা চোটের জন্য খেলতে পারেন নি ক্যারিবিয়ান জাত ইংল্যান্ড পেসার। ২০২৩ মরসুমে আর্চার অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু মাত্র কিছু ম্যাচ খেলেই ফের পড়েন চোটের কবলে।

আর্চারের অনুপস্থিতিতে বাধ্য হয়েই তাঁর বদলি হিসেবে ক্রিস জর্ডান’কে (Chris Jordan) দলে নিতে হয়েছিলো মুম্বইকে। সুবিধা করতে পারেন নি তিনিও। বোলিং সমস্যায় জর্জরিত হতে হয়েছে মুম্বই (MI) শিবিরকে। দুই মরসুম ভরসা রাখলেও চোটপ্রবণ আর্চারে আর আস্থা রাখতে পারছেন না আম্বানীরা। তাই বাদ পড়তে চলেছেন তিনি। ২০২৩-এর ‘মিনি’ নিলামে ১৭ কোটি ৫০ লাখের বিনিময়ে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়েছিলো মুম্বই। প্রথম মরসুমে ৪৫২ রান করেন অজি তরুণ, নেন ৬ উইকেট। কিন্তু তাঁর বিপুল বেতনের কারণেই ছাড়তে হতে পারে তাঁকে। নিলামে তাঁকে কম মূল্যে ফের নেওয়ার প্রয়াস করতে পারে মুম্বই।

ফিরছেন হার্দিক পান্ডিয়া, অনিশ্চিত রোহিতের ভবিষ্যত-

Hardik Pandya and Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

আর্চার ও ক্যামেরণ গ্রিনের (Cameron Green) প্রস্থানের নেপথ্যে সম্ভবত হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তন। ২০২২ সালে আইপিএলে অংশ নিয়েছিলো গুজরাত টাইটান্স। তারা মুম্বই থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলো হার্দিককে। অধিনায়ক হিসেবে গুজরাতকে প্রথম মরসুমেই ট্রফি এনে দেন হার্দিক।২০২৩ মরসুমেও তোলেন ফাইনালে। শেষ কয়েকমাসে গুজরাত (GT) ফ্র্যাঞ্চাইজির সাথে হার্দিকের সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে খবর। ফলত দল ছাড়তে চলেছেন তিনি। শোনা যাচ্ছে পুরনো দলে ফিরছেন তিনি। মুম্বইয়ের অধিনায়ক করা হতে পারে তাঁকে।

মুম্বই ট্রেড পদ্ধতিতে হার্দিককে দলে নিলেও তাঁর বিনিময় মূল্য সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় নি। ক্রিকেটমহলে কান পাতলে শোনা যাচ্ছে কোনো ক্রিকেটার নয়, বরং হার্দিকের বদলে মুম্বইয়ের থেকে ১৫ কোটি টাকা নিচ্ছে গুজরাত টাইটান্স (GT)। এই অর্থের সংস্থান করতে হলে আর্চার, গ্রিনদের মত তারকাদের ছেঁটে ফেলা ছাড়া উপায় নেই মুম্বইয়ের।হার্দিকের (Hardik Pandya) প্রত্যাবর্তনে অনিশ্চিত মুম্বই দলে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যত। অধিনায়কের পদ থেকে তাঁকে যে সরে যেতে হচ্ছে তা নিশ্চিত।

এর পর কেবল মাত্র সাধারণ ক্রিকেটার হিসেবে রোহিত দলে থাকবেন নাকি রিলিজ চেয়ে নিয়ে জায়গা করে নেবেন নিলামের টেবিলে, তা নিয়ে রয়েছে জল্পনা। গত আইপিএলে (IPL) রান না পেলেও সদ্যসমাপ্ত বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান করেছেন রোহিত। শুরুর ওভারগুলোয় দুর্দান্ত ব্যাটিং করেছেন। ফর্ম সমস্যা যে নেই হিটম্যানের, তা স্পষ্ট। যদিও তাঁর বয়স বর্তমানে ৩৬। তবুও রোহিতের (Rohit Sharma) মত কিংবদন্তি নিলামে অংশ নিলে তাঁর জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে তীব্র দড়ি টানাটানি হতে চলেছে তা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই।

Also Read: IPL 2024: গুজরাট থেকে বিদায় হচ্ছে হার্দিক পান্ডিয়ার, এই তরুণ খেলোয়াড়ের হাতে উঠছে দ্বায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *