IPL 2024: “এতটা অসংবেদনশীন হবেন না…” সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার দীপক চাহার, ফুঁসে উঠলেন বোন মালতী !! 1

IPL 2024: গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবারও শুরুটা বেশ ভালোই করেছিলো। অনেকেই ধরে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির এটাই বিদায়ী মরসুম। তাই ‘থালা’র বিদায়টা ট্রফি হাতেই দেখতে চান তাঁরা। প্রাক্তন অধিনায়ককে স্বপ্নের ‘ফেয়ারওয়েল’ দিতে ষষ্ঠ খেতাব জিততে চান চেন্নাই সুপার কিংস (CSK) ক্রিকেটাররাও। কিন্তু মরসুম যত এগোচ্ছে ততই তাদের ধারাবাহিকতার অভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ১০ ম্যাচ খেলে এখনও অবধি পাঁচটাতে জিতেছে চেন্নাই, হেরেছে পাঁচটাতে। আপাতত রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। প্লে-অফের দৌড়ে থাকলেও সম্প্রতি যেভাবে লক্ষ্ণৌর (LSG) কাছে দুবার ও ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে হেরেছে তারা, তা অশনি সঙ্কেত দেখতে বাধ্য করছে সমর্থকদের।

চেন্নাইয়ের আচমকা ছন্দপতনের পিছনে বোলিং ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। আইপিএলের (IPL) বাকি অংশে বোলিং আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মত ক্রিকেটবোদ্ধাদের। মুস্তাফিজুর রহমানের আইপিএল শেষ। তিনি দেশে ফিরেছেন জাতীয় দলের ডাকে। টি-২০ বিশ্বকাপের ভিসা সমস্যা কাটাতে দেশে ফিরছেন শ্রীলঙ্কার মাথিশা পথিরানা, মহেশ তীক্ষণা’ও। ভারতীয় পেসারদের মধ্যে তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande) ফ্লু’তে আক্রান্ত হয়ে আপাতত মাঠের বাইরে। এমতাবস্থায় নতুন বল হাতে মুশকিল-আসান হতে পারতেন দীপক চাহার (Deepak Chahar)। কিন্তু চোট পেয়ে পাঞ্জাব কিংস ম্যাচে তিনিও চলে গেলেন মাঠের বাইরে। ক্ষুব্ধ নেটিজেনরা নিশানা করেছিলেন চোটপ্রবণ চাহার’কে। কটাক্ষ মাত্রা ছাড়ানোয় রুখে দাঁড়ান তাঁর বোন মালতী চাহার।

Read More: অবশেষে দল ঘোষণা পাকিস্তানের, বাবর বা শাহীন নয়, এই তারকা পেলেন অধিনায়কত্ব !!

দীপকের হেনস্থার প্রতিবাদ মালতী চাহারের-

Deepak Chahar | IPL 2024 | Image: Getty Images
Deepak Chahar | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার (Deepak Chahar) বরাবরই চোটপ্রবণ। বল হাতে দুই দিকে স্যুইং করানোর স্বাভাবিক দক্ষতা থাকলেও মাঝেমধ্যেই চোট-আঘাতের কারণে মাঠ থেকে দূরে থাকতে হয় তাঁকে। এই কারণে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারও থমকে গিয়েছে। এবার প্রশ্ন উঠে গিয়েছে আইপিএল (IPL) কেরিয়ার নিয়ে। মরসুমের শুরুতেই চোটের জন্য দুই ম্যাচ খেলতে পারেন নি তিনি। মাঠে ফেরার পর নিয়মিত হয়েছিলেন প্রথম একাদশ। কিন্তু টানা খেলে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো সেই চোট’ই। গতকাল ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংসের (PBKS)। ফের চোটের কবলে পড়ে সম্পূর্ণ টুর্নামেন্ট থেকেই অনিশ্চিত হয়ে পড়লেন দীপক।

বুধবার পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে মাত্র দুই বল করেই মাঠ ছাড়তে হয় দীপক চাহারকে (Deepak Chahar)। চোট সম্পর্কে গভীরে মন্তব্য না করলেও অবস্থা যে বিশেষ ভালো নয় তা স্পষ্টই খেলা শেষে জানিয়ে দিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং। দীপকের আইপিএল (IPL) আকাশে অনিশ্চয়তার কালো মেঘ জমতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। বারবার চোট-আঘাতের সমস্যায় ভোগার পিছনে অনেকেই দায়ী করেন স্বয়ং ক্রিকেটারকে। অশালীন কটূক্তিও ভেসে আসে তাঁর দিকে। ভাইয়ের হেনস্থায় চুপ করে থাকতে পারেন নি দীপক চাহারের বোন মালতী চাহার (Malti Chahar)। তিনি ট্যুইট করে লেখেন, “এতটা অসংবেদনশীল হবেন না। কেউই চোট-আঘাত উপভোগ করছে না। ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। দুর্দান্ত ভাবে ফিরে আসবে।”

দেখে নিন মালতী চাহারের ট্যুইট’টি-

Also Read: IPL 2024 Points Table in Bengali: পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হেরে ক্ষতি হলো CSK’র, পয়েন্ট টেবিলে লম্বা দৌড় দিল প্রীতি জিন্টার দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *