ipl-lsg-fans-on-x-celebrate-win-vs-gt

IPL 2024: নিজেদের তৃতীয় মরসুমে বেশ চাপের মধ্যে রয়েছে গুজরাত টাইটান্স। আবির্ভাবেই আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিলো তারা। দ্বিতীয় মরসুমেও দাপট দেখিয়েই পা রেখেছিলো ফাইনালে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলেও গুজরাতকেই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল আখ্যা দিয়েছিলেন বহু ক্রিকেটবিশেষজ্ঞ। কিন্তু তৃতীয় মরসুমে এসে পুরো ভোলবদল তাদের। হার্দিক পান্ডিয়া দল ছেড়েছেন। নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে শুভমান গিলের নাম। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেলেও প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই ফাঁকফোকর স্পষ্ট হচ্ছে গুজরাত স্কোয়াডে। স্পিনের বিরুদ্ধে তাদের দুর্বলতা কাজে লাগিয়ে আজ দারুণ জয় ছিনিয়ে নিলো লক্ষ্ণৌ।

Read More: IPL 2024: “কচ্ছপ’ও এর চেয়ে দ্রুত…” গুজরাতের বিরুদ্ধে মন্থর ইনিংস খেলায় কটাক্ষের শিকার কে এল রাহুল, তোপের মুখে লক্ষ্ণৌ দল’ও !!

একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। শুরুটা ভালো হয় নি লক্ষ্ণৌ’র। ১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিলো তারা। এরপর ৩১ বলে ৩৩ রানের মন্থর ইনিংস খেলে কটাক্ষের মুখে পড়েন অধিনায়ক রাহুল’ও। ‘ওকে কেউ বোঝাও যে ওয়ান ডে নয়, টি-২০ চলছে’ লিখেছেন এক নেটনাগরিক। ‘কোনো মূল্যেই যেন রাহুলকে টি-২০ বিশ্বকাপের জন্য ভাবা না হয়’ পারফর্ম্যান্স দেখে রীতিমত আঁতকে উঠেছেন এক নেটিজেন। শেষমেশ মার্কাস স্টয়নিসের ৫৮, নিকোলাস পুরানের ২২ বলে ৩২* ও আয়ুষ বাদোনির ১১ বলে ২০ রানের ইনিংসের সুবাদে ১৬৩ রানে পৌঁছায় লক্ষ্ণৌ। ‘পুরান রোজই লোয়ার অর্ডারে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন’ প্রশংসিত হয়েছেন দলের সহ-অধিনায়ক।

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করে নি গুজরাত। একটা সময় অবধি চালকের আসনেই ছিলো তারা। কিন্তু ষষ্ঠ ওভারে শুভমান ফিরতেই ধস শুরু হয় তাদের ব্যাটিং-এ। ‘এই ব্যাটিং লাইন-আপ দিয়ে ট্রফির স্বপ্ন দেখা বৃথা’ আজ উইলিয়ামসন, বিজয় শঙ্করদের ব্যাটিং-এর হাঁড়ির হাল দেখে মন্তব্য নেটদুনিয়ার। একমাত্র ৩১ করেন সাই সুদর্শন। ১৬৪ তাড়া করতে নেমে গুজরাত থামে ১৩০ রানে। ‘ধৈর্য্য না রেখে খেললে হারই জুটবে কপালে’ গুজরাত ব্যাটিং-এর ভেঙে পড়া প্রসঙ্গে মন্তব্য এক ক্রিকেটভক্তের। তবে আজ তারিফ কুড়িয়ে নিয়েছেন লক্ষ্ণৌ বোলার’রা। বিশেষ করে যেভাবে স্পিনাররা মাঝের ওভারগুলোতে রান আটকেছেন, তাকে ‘মাস্টারস্ট্রোক’ আখ্যা দিয়েছে নেটদুনিয়া। কুর্নিশ ক্রুণাল পাণ্ডিয়াকে। পেসার যশ ঠাকুরও পেয়েছেন ৩ উইকেট। ‘মায়াঙ্কের পর যশ, লক্ষ্ণৌ সত্যিই তরুণ প্রতিভাদের উপর বিনিয়োগ করেছে’ লিখেছেন নেটিজেনরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: আইপিএল থেকে অবসর নিলেন বিরাট কোহলি, চাহাল পোস্ট করে দিলেন জানকারি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *