ষোড়শ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) স্মরণীয় ঘটনাগুলির মধ্যে উপরের দিকেই থাকবে বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথার লড়াই। লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে হোম টিমকে হারিয়ে দিয়েছিলো বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা চলাকালীনই কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন কোহলি এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের আফগান পেসার নবীন উল হক (Naveen-ul-Haq)। ম্যাচের পর হাত মেলানোর সময় আরেক প্রস্থ চলে মৌখিক দ্বৈরথ। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যখন কোহলির দিকে প্রায় তেড়ে আসেন সুপারজায়ান্টস মেন্টর। মাঠেই তীব্র বচসা চলে দুজনেই। ২০১৩ সালে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তখনও একবার এমনই ঝামেলা হয়েছিলো দুজনের। ২০২৩-এর ঘটনায় ফিরলো সেই স্মৃতি।
গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে বাদানুবাদ শুরু হওয়ার আগে লক্ষ্ণৌ (LSG) ওপেনার কাইল মেয়ার্সের (Kyle Mayers) সাথে কথা বলছিলেন বিরাট। শরীরী ভাষায় কোনো রকম উত্তেজনা ছিলো না তাঁর। স্বাভাবিক ভাবেই দুই প্রতিপক্ষ দলের দুই তারকা কথাবার্তা বলছিলেন। পরিবেশ বদলে যায় সুপারজায়ান্টস মেন্টরের আগমনে। আইপিএল (IPL) জুড়ে এই নিয়ে চলে বিতর্ক। ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হয়েছিলো কোহলি-গম্ভীর দুজনকেই। ঝামালায় জড়ানোর জন্য শাস্তি হয় নবীন উল হকেরও (Naveen-ul-Haq)। গোটা ঘটনাটি সামনে থেকে দাঁড়িয়ে দেখেছিলেন কাইল মেয়ার্স (Kyle Myers)। বর্তমানে ভারতের ক্যারিবিয়ান সফর চলাকালীন আইপিএলের অন্যতম বিতর্কিত মুহূর্তের উপর থেকে পর্দা সরালেন তিনি। কি কথাবার্তা হয়েছিলো সেদিন জানালেন নিজের মুখেই।
Read More: ফিটনেসের অভাব স্পষ্ট পৃথ্বী শ-এর খেলায়, হাস্যকর ভাবে খোয়ালেন উইকেট, ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে !!
বিবাদের পরেও কোহলিতেই মজে মেয়ার্স-

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল। টেস্ট ও একদিনের সিরিজ শেষ। বর্তমানে চলছে টি-২০ সিরিজ। দুই দীর্ঘতর ফর্ম্যাটের জন্য ঘোষিত দলে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরানও করেন তিনি। তবে একদিনের সিরিজে প্রথম ম্যাচের একাদশে থাকলেও ব্যাট করতে মাঠে নামেন নি। বাকি দুই ম্যাচে খেলেন নি তিনি। তরুণ ক্রিকেটারদের জন্য ছেড়ে দিয়েছিলেন জায়গা।
এবারের সিরিজে সম্মুখসমরে নামার সুযোগ বিশেষ না হলেও উইন্ডিজ ওপেনার কাইল মেয়ার্সের (Kyle Myers) অন্যতম প্রিয় ব্যাটার বিরাট (Virat Kohli)। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় রোহিত শর্মা নাকি বিরাট কোহলি কার উইকেট বেশী দামী হবে? উত্তরে বিরাটকেই বেছে নেন তিনি। বলেন, “আমার কাছে কোহলির উইকেট বেশী দামী হবে। বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই বিশ্বের সেরা ব্যাটারদের একজন। যে কোনো বোলারই ওর উইকেট পেলে খুশি হবে।”
এরপরই জিজ্ঞেস করা হয় ‘IPL-এ আপনাদের সাথে বিরাটের কথার লড়াই হয়েছিলো, কি বলবেন বিরাটের আগ্রাসন নিয়ে?’ উত্তরে হেসে মেয়ার্স (Kyle Myers) উত্তর দেন, “আমি মনে করি এটা দারুণ ব্যাপার। মাঝেমধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসন দেখাতেই হয়। তাতে যদি কোনো সুযোগ তৈরি করা যেতে পারে। ক্রিকেট মাঠে আগ্রাসী হওয়া সবসময়ই ভালো। এতে সাহসিকতার প্রমাণ পাওয়া যায়। বোঝা যায় যে আপনি আপনার দলকে জয় এনে দিতে বদ্ধপরিকর।”
দেখে নিন মেয়ার্সের সাক্ষাৎকারটি-
Kyle Mayers talking about on Virat Kohli.
The Rulling King of World Cricket.pic.twitter.com/OsxXe5ymUC
— CricketMAN2 (@ImTanujSingh) August 5, 2023