IPL 2024: ক্রিকেটজনতার চর্চার কেন্দ্রবিন্দুতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। গত দুই বছর টানা আইপিএলের (IPL) প্লে-অফের যোগ্যতা অর্জন করার পর এইবার খানিক প্রশ্নের মুখে তাদের শেষ চারে যাওয়া। কঠিন পরিস্থিতিতে গত ৮ তারিখ তাদের সামনে সুযোগ ছিলো ঘুরে দাঁড়ানোর। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়ে লক্ষ্ণৌ। ব্যাটিং সহায়ক উইকেটেও মন্থর ইনিংস খেলেন অধিনায়ক রাহুল (KL Rahul)। কোনোক্রমে ২০ ওভারে তারা তোলে ১৬৫ রান। জবাবে ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা’র (Abhishek Sharma) ব্যাটিং বিস্ফোরণে ৯.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ।
লক্ষ্ণৌর এই পরাজয়ের পর দেখা যায় এক অভূতপূর্ব ঘটনা। মাঠেই দলের অধিনায়ক কে এল রাহুল’কে তীব্র ভর্ৎসনা করেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনি মেজাজ হারালেও শান্তই ছিলেন রাহুল (KL Rahul)। চেষ্টা করছিলেন গোয়েঙ্কাকে কিছু বোঝানোর। কিন্তু ক্ষোভের বিস্ফোরণ চালিয়ে যান লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। এগিয়ে আসেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও (Justin Langer)। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকে থামাতে পারেন নি তিনিও। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর যে দলের ব্যাটিং-এর বেহাল দশা নিয়েই তিরস্কার শুনতে হয়েছে রাহুল-ল্যাঙ্গারকে। এই ঘটনার পর জটিলতা বেড়েছে লক্ষ্ণৌ শিবিরে। শোনা যাচ্ছে নেতার দায়ত্ব ছাড়ছেন কে এল রাহুল (KL Rahul)।
Read More: IPL 2024: দূরত্ব ভুলে কাছাকাছি বিরাট-সৌরভ, রবিবারের চিন্নাস্বামী দেখলো দুর্দান্ত মুহূর্ত !!
নেতৃত্ব ছাড়ছেন কে এল রাহুল-
সানরাইজার্স (SRH) ম্যাচের দিন ১০ উইকেটের ব্যবধানে হতশ্রী পরাজয়ের পর যেভাবে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) মাঠে একঝাঁক ক্যামেরার সামনেই রীতিমত ধমকেছেন অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul), তারপর ক্রিকেটতারকার প্রতিক্রিয়া কি হয় সেইদিকেই এখন তাকিয়ে সকলে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে রাহুলের পারফর্ম্যান্সে মোটেই খুশি নন মালিকপক্ষ। আগামী বছর রয়েছে মেগা অকশন। তার আগে একঝাঁক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে লক্ষ্ণৌ। সেই তালিকায় নাম থাকতে পারে কে এল রাহুলের।
সুপারজায়ান্টস শিবিরের সাথে ১৬ কোটি টাকার চুক্তি রয়েছে কে এল রাহুলের (KL Rahul)। সেই নিরিখে তাঁর পারফর্ম্যান্স আশানুরূপ নয় বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজি। গোয়েঙ্কার প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়া জটিল করেছে পরিস্থিতি। আগামী মরসুমের অকশনের আগেই রাহুল-লক্ষ্ণৌ বিচ্ছেদ হলেও তাই অবাক হবেন না বিশেষজ্ঞরা। আগামীকাল রয়েছে দিল্লী ক্যাপিটালস (DC) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচ। অপমানিত রাহুল আদৌ নেতা হিসেবে মাঠে নামবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গিয়েছে তিনি নিজে যদি সরে দাঁড়াতে চান তাহলে আপত্তি করবে না ফ্র্যাঞ্চাইজি।
রাহুলের বদলে নেতা হতে পারেন পুরান-
কে এল রাহুলের সাথে সঞ্জীব গোয়েঙ্কার উত্তপ্ত বার্তালাপের ভিডিও সামনে আসার পরে প্রকাশ্যে মুখ খোলেন নি দুজনেই। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিও পূর্বের থেকে বেশ চুপচাপ। সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) ক্রিকেট অনুরাগীদের রোষ সামলাতে ইন্সটাগ্রামে নিজের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করেছেন। এই থমথমে পরিস্থিতিতে লক্ষ্ণৌর (LSG) আগামী দুটি ম্যাচে কি হয় ভবিতব্য সেদিকেই তাকিয়ে সকলে। আপাতত লীগ তালিকায় সাতে রয়েছে তারা। দিল্লী ও মুম্বইয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ জিতলে অঙ্কের হিসেবে সম্ভব প্লে-অফে পৌঁছানো। কিন্তু মাঠে ও মাঠের বাইরের এই অনন্ত চাপ ক্রিকেটাররা সামলাতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
রাহুল যদি সত্যিই সরে দাঁড়ান তাহলে মরসুমের একদম শেষ ভাগে এসে নতুন অধিনায়কের সন্ধান করতে হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG)। গত বছর ফিল্ডিং করার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। অস্ত্রোপচার অবধি করাতে হয়েছিলো তাঁকে। সেই সময় বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব করছিলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। এবার অবশ্য তিনি নয়, বরং রাহুলের অবর্তমানে নেতা হওয়ার দৌড়ে রয়েছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। মরসুম শুরুর আগে ক্যারিবিয়ান ক্রিকেটারকে সহ-অধিনায়কের পদে বসিয়েছিলো লক্ষ্ণৌ। একটি ম্যাচে রাহুল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় অধিনায়ক হয়েছিলেন তিনি। এবার পেতে পারেন পূর্ণ সময়ের দায়িত্ব।