IPL 2025: আগামী বছরের আইপিএলকে (IPL) ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। মেগা অকশন যে হচ্ছেই তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে। যদিও কতজন’কে ধরে রাখা যাবে, কতজনই বা থাকবেন রিলিজের তালিকায় তা এখনও জানানো হয় নি। তবে ৩১ জুলাইয়ের বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজিরা ধরে নিচ্ছেন যে অন্তত ছয় জনের রিটেনশনের সিদ্ধান্তে সিলমোহর দেবে বোর্ড। বাকিদের ছাড়তে হতে পারে। এই ভাবনাকে সঙ্গী করেই আপাতত ছক সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪-এর চ্যাম্পিয়নরা ট্রফি জয়ের পর হারিয়েছে নিজেদের মেন্টর গৌতম গম্ভীর’কে। হারিয়েছে কোচিং স্টাফের দুই সদস্যকেও। জাতীয় দলে যোগ দিয়েছেন তাঁরা। তবুও দমে যাচ্ছে না শাহরুখ খানের দল। আগামী মরসুমের ‘বিগ মানি সাইনিং’ হিসেবে তারা চিহ্নিত করেছে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)।
Read More: IND vs AUS: “রাহানে ও পূজারার…” বর্ডার-গাওস্কর ট্রফির আগে দুই তারকাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য দীনেশ কার্তিকের !!
সূর্যকুমার যাদব’কে নিতে মরিয়া কলকাতা-
এক দশকের অপেক্ষার পর এসেছে ট্রফি। সাফল্যের সেই ধারা অব্যাহত রাখাই এখন চ্যালেঞ্জ কলকাতা নাইট রাইডার্সের সামনে। আগামী মরসুমে আবারও খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের সাথে ট্রফি সংখ্যার দূরত্বটা আরও খানিক কমিয়ে আনতে চায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সেই জন্যই বড়সড় দাঁও মারার পরিকল্পনা নিচ্ছে তারা। গত মরসুমে যেভাবে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরিয়েছিলো হার্দিক পান্ডিয়া’কে, ঠিক তেমনই নিলামের আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে সূর্যকুমার যাদব’কে। বেগুনি-সোনালী জার্সিতে ফেরাতে চাইছেন বেঙ্কি মাইশোর’রা। কলকাতার হয়েই আইপিএলে আত্মপ্রকাশ সূর্যকুমারের, পরে যান নিজের শহরের দলে। সেখান থেকে ফের ‘সিটি অফ জয়ে’ ফিরতে পারেন তিনি।
যেভাবে দলে ফেরার সাথে সাথেই হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন সূর্যকুমার। ইঙ্গিতপূর্ণ পোস্ট’ও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সাজঘরের বিভাজনেও বিরক্ত ছিলেন তিনি। সেই ফাটলকে কাজে লাগিয়েই বাজিমাত করার ছক কষেছে কেকেআর। সূত্রের খবর যে ইতিমধ্যেই একপ্রস্থ কথাও তাঁরা বলেছে ক্রিকেটারের সাথে। পাঠানো হয়েছে বেসরকারী প্রস্তাব। সেখানে বিপুল অর্থের সাথে সাথে অধিনায়কত্বের ‘অফার’ও সূর্য’কে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি ভারতের টি-২০ অধিনায়ক ঘোষিত হয়েছেন সূর্যকুমার। আইপিএলেও নিঃসন্দেহে চাইবেন নেতৃত্ব দিতে। মুম্বই যদি হার্দিককে না সরায় তাহলে নাইট শিবিরেই যোগ দিতে পারেন তিনি।
সূর্যের জন্য অধিনায়ক’কে ছাড়তে রাজী নাইটরা-
২০২৪ সালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে আইপিএল (IPL) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু ২০২৫-এই তাঁকে অন্য দলের জার্সিতে দেখলে অবাক হওয়ার কোনো কারণ নেই। শোনা যাচ্ছে যে সূর্যকুমার যাদব’কে পেতে শ্রেয়সকেই অস্ত্র করেছে নাইট ফ্র্যাঞ্চাইজি। ট্রেডিং উইন্ডো খুললে সোয়্যাপ ডিলের জন্য তারা শ্রেয়সকে ‘অফার’ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। বদলে চাইতে পারে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’কে। গতবার মুম্বই অবশ্য গুজরাতের সাথে কোনো খেলোয়াড় অদলবদল করে নি হার্দিকের (Hardik Pandya) জন্য। তারা ১৫ কোটি তাকার ক্যাশ অনলি চুক্তিতে দলে সামিল করেছিলো তারকা অলরাউন্ডারকে।
টি-২০’র দুনিয়ায় এই মুহূর্তে পারফর্ম্যান্সের ভিত্তিতে সূর্য (Suryakumar Yadav) ও শ্রেয়সের যে অবস্থান, তাতে কেবল মাত্র সোয়্যাপ ডিল হওয়ার সম্ভাবনা খুবই কম। শ্রেয়স’কে মুম্বইয়ের হাতে তুলে দেওয়ার পাশাপাশি হয়ত অর্থ’ও খরচ করতে হতে পারে নাইট রাইডার্স’কে। মনে করা হচ্ছে বিশ্বসেরা টি-২০ ব্যাটারের জন্য ১৫ কোটি টাকা অবধি খরচ করতে পারে তারা। শ্রেয়সের বর্তমান মূল্য ১২.২ কোটি টাকা। তার সাথে ক্যাশ অ্যাড-অনের ১৫ কোটি যুক্ত হয়ে দাঁড়াতে পারে ২৭,২ কোটি টাকা। সেক্ষেত্রে চুক্তির অঙ্কতে মিচেল স্টার্কের (Mitchell Starc) ২৪.৭৫ কোটি’র ডিল’কে শুধু পিছনে ফেলবেন না সূর্য, একইসাথে নিজের পূর্ববর্তী (চুক্তি)’র তিনগুণেরও বেশী দাঁড়াবে তাঁর দাম।