ipl-karthik-lbw-decision-causes-uproar

IPL 2024: গতকাল আইপিএলের (IPL) প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। জায়গা করে নিয়েছে ফাইনালে। আজ রয়েছে এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদে মুখোমুখি রাজস্থান রয়্যালস (RR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লীগ তালিকায় তৃতীয় হলেও শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখে নি রাজস্থান। অন্যদিকে বেঙ্গালুরুর চিত্রটা সম্পূর্ণ উলটো। তারা প্রথম আট ম্যাচে কেবল একটি ম্যাচ জিতলেও শেষ ছ’টির মধ্যে জিতেছে ছয়টিই। দুরন্ত পারফর্ম্যান্স করে পা রেখেছে শেষ চারে। ২০২২ সালে দুই দলের প্লে-অফ যুদ্ধে জিতেছিলো রাজস্থান। আজ ফলাফল কি হবে তা জানতে মুখিয়ে ক্রিকেটজনতা।

Read More: “চোকিং করা এদের স্বভাব…” রাজস্থানের বিরুদ্ধে ১৭২ রানে শেষ হলো RCB’র ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিলেন সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে বেঙ্গালুরু। বিরাট কোহলি, ফাফ দু প্লেসিদের ব্যাটে বড় রান দেখা যায় নি আজ। রান পান নি ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল’ও। একই ওভারে দুজনকে ফিরিয়ে আরসিবিকে বড় ধাক্কা দেন রবিচন্দ্রণ অশ্বিন। রজত পতিদার খানিক লড়াইয়ের চেষ্টা করলেও বেশী দূর এগোতে পারেন নি। তাঁকে ৩৪ রানের মাথায় ফেরান আবেশ খান। ছয়ে নামা দীনেশ কার্তিক ফিনিশার হিসেবে চলতি মরসুমে একাধিক ম্যাচে অনবদ্য খেলেছেন। আজ তাঁর ইনিংস সংক্ষিপ্ত হতে পারত। আবেশ খানের বল প্যাডে আছড়ে পড়ার পর জোরদার আপিল করেছিলো রাজস্থান শিবির। মাঠের আম্পায়ার আউট দেন নি। আবেশ রিভিউ নিলেও রক্ষা পান কার্তিক। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রিপ্লে দেখে তৃতীয় আম্পয়ায়ার মনে করেছেন যে বল প্যাড স্পর্শ করার আগে ব্যাটের ভিতরের দিকে লেগেছে। স্নিকো মিটারের রায়’ও তেমনই। কিন্তু কিছুতেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না নেটিজেনরা। তাঁরা মনে করছেন ব্যাট আসলে আঘাত করেছিলো প্যাডে। ব্যাট ও বলের কোনো রকম সংযোগই হয় নি। এই একই কথা ধারাভাষ্য দেওয়ার সময় বলতে শোনা গিয়েছে সুনীল গাওস্করকে। ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেন বলেছেন, “আমার মনে হয় না আম্পায়ার এই সিদ্ধান্তটা সঠিক দিয়েছেন।” সিদ্ধান্তের প্রতিবাদ করে ট্যুইট করেছেন ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠানও। সাধারণ সমর্থকদের মধ্যেও রোষের জন্ম দিয়েছে এই ঘটনা। ‘যেভাবে হোক আরসিবি-কে জেতাতে হবে’ আক্ষেপের সুরে লিখেছেন একজন। ‘এর থেকে ট্রফিটাই দিয়ে দেওয়া হোক ওদের’ লেখেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: টপ-অর্ডারের ব্যর্থতা সামলে লড়াই পতিদার-লোমরোরের, রাজস্থানকে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *