ipl-harbhajan-on-rohit-joining-auction

IPL 2025: গত ৩১ জুলাই ফ্র্যাঞ্চাইজিদের সাথে মুম্বইতে একটি বৈঠক করেছিলো বিসিসিআই। সেখানে কয়েকটি দল মিনি নিলামের পক্ষে সওয়াল করলেও বোর্ডের তরফে স্পষ্ট করা হয়েছিলো যে ২০২৫-এর আইপিএলের (IPL) আগে মেগা নিলামই আয়োজন করা হবে। নিলাম ও রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী তখন প্রকাশ করা হয় নি। তার জন্য অপেক্ষা করতে হয় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। শেষমেশ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে পাঁচটি রিটেনশন স্লট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। ২০২২-এ এই সংখ্যাটা ছিলো চার। এছাড়া এবার ফেরানো হচ্ছে একটি আরটিএম বা রাইট টু ম্যাচ বিকল্প’ও। সূত্রের খবর ২০ ডিসেম্বর হতে পারে আইপিএলের (IPL) মেগা অকশন। কোন মহাতারকাদের নিয়ে দড়ি টানাটানি চলবে তা নিয়ে আপাতত চলছে চর্চা। জোর গুঞ্জন যে মুম্বইয়ের সাথে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করে নিলামে নাম লেখাবেন রোহিত শর্মা।

Read More: IND vs AUS: সরে দাঁড়াচ্ছেন রোহিত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারত’কে !!

মুম্বই ইন্ডিয়ান্সের সাথে দূরত্ব বেড়েছে রোহিতের-

Rohit Sharma and Jasprit Bumrah | IPL | Image: Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৯ সালে পেয়েছিলেন সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটারের পুরষ্কার। ২০১১-তে দলবদল করেন তিনি। যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। তারপর থেকে নীল-সোনালী জার্সিতেই দেখা গিয়েছে তাঁকে। ২০১৩ সালে মরসুমের মাঝপথে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। এরপর এক দশক দল সামলেছেন তিনি। অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি তিনি উপহার দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি’কে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে হিটম্যানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পায় সফলতম দলের তকমা। সবকিছু ঠিকঠাকই চলছিলো, কিন্তু দুই পক্ষের সম্পর্কে ফাটলের খবর প্রথম মেলে গত বছরের নভেম্বরে।

যত সময় এগিয়েছে ততই চোখে পড়েছে সম্পর্কের অবনতি। গত বছরের আইপিএল (IPL) মিনি নিলামের ঠিক আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্স। আচমকাই রোহিতের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে তা তুলে দেওয়া হয় তারকা অলরাউন্ডারের হাতে। ফ্র্যাঞ্চাইজির এহেন আচরণ ভালো চোখে দেখেন নি রোহিত (Rohit Sharma) স্বয়ং। মুখ না খুললেও অসন্তোষ ব্যক্ত করেছেন পরিচিতমহলে। এরপর মরসুম শুরু হওয়ার পরেও নেতৃত্ব প্রশ্নে অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছিলো মুম্বই শিবিরের অভ্যন্তরে। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে হার্দিক (Hardik Pandya) ও রোহিতকে সামনে রেখে দুইভাগে ভাগ হয়ে গিয়েছে ড্রেসিংরুম। প্রভাব পড়ে পারফর্ম্যান্সে। দশম স্থানে লীগ শেষ করে মুম্বই। এই অনিশ্চয়তা, ক্ষমতার দড়ি-টানাটানিতে না জড়ানোর ইচ্ছা থেকেই এবার দল ছাড়তে পারেন হিটম্যান।

নিলামে রোহিত? ভবিষ্যদ্বাণী হরভজন সিং-এর-

Harbhajan Singh | Image : Getty Images
Harbhajan Singh | Image : Getty Images

আগামী মরসুমে কোন দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)? এই প্রশ্নের জবাবের সন্ধানে ক্রিকেটমহল। নিজের মতামত জানিয়েছেন প্রাক্তনী হরভজন সিং। তিনি বলেন, “রোহিতকে রিটেন করা হবে কি হবে না সেটা বেশ চিত্তাকর্ষক ব্যপার। যদি ও নিলামে নাম লেখায় তাহলে কোন কোন দল ওর জন্য ঝাঁপায় সেটা একটা দেখার বিষয় হবে। আমার মনে হয় অনেক দলই সেটা নিয়ে ভাবছে। রোহিত শর্মা একজন নেতা ও একজন খেলোয়াড় হিসেবে অসাধারণ। উনি উঁচুমানের ক্রিকেটার। দুর্দান্ত অধিনায়ক। একজন পরীক্ষিত ম্যাচ-উইনার। ৩৭ বছর বয়স ঠিকই, কিন্তু ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে আছে। রোহিত যদি নিলামে নাম লেখায়, তাহলে প্রচুর অর্থ পাবে। জমজমাট নিলাম পর্ব দেখা যাবে।”

রোহিতের আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে মতামত দিয়েছেন আরেক প্রাক্তনী আকাশ চোপড়া’ও (Aakash Chopra)। নিজের ইউটিউব চ্যানেলে প্রায়শই ক্রিকেট সম্পর্কীত নানা বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। রোহিত (Rohit Sharma) সম্পর্কে বলেছেন, “ও কি থাকবে নাকি দল ছাড়বে? এটা একটা বড় প্রশ্ন। ব্যক্তিগত ভাবে আমার মনে হয় না ও থাকবে। এম এস ধোনি ছাড়া যাকেই রিটেন করা হবে সে ভাববে যে তাঁকে অন্তত তিন বছর ধরে রাখা হবে। এম এস ধোনি ও চেন্নাই সুপার কিংসের গল্পটা সম্পূর্ণ আলাদা। তবে রোহিত আর মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে যা ঘটনাক্রম তাতে আমার মনে হয় যে হয় রোহিত মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানাবে অথবা মুম্বই ইন্ডিয়ান্সই রোহিতকে বিদায় জানাতে পারে।”

Also Read: IPL 2025: “বিরাট ওকেই চাইছে…” আগামী মরসুমের জন্য RCB অধিনায়ক বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *