IPL 2024: জমে উঠেছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুম। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে প্লে-অফের চিত্রটা। রাজস্থান রয়্যালস (RR) ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে আটটিতে জয় ছিনিয়ে নিয়ে নিশ্চিত করেছে শেষ চার। বাকি তিনটি বার্থের জন্য দৌড়ে রয়েছে অন্তত পাঁচটি দল। আবার পাঞ্জাব কিংসের (PBKS) মত কোনো কোনো দল মাঝে পিছিয়ে পড়লেও পরপর জয় তুলে নিয়ে দৌড়ে ফিরে আসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যেই। পয়েন্ট তালিকার প্রথম চারে শেষ করার রেসে যে দলগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত কয়েক বছরের লাগাতার ব্যর্থতা কাটিয়ে এবার ভালো ফলের আভাস দিচ্ছে তারা।
এখনও অবধি ৯ ম্যাচ খেলেছে কলকাতা (KKR)। তারা জিতেছে ৬ ম্যাচ। হার ৩টি খেলায়। ১২ পয়েন্ট রয়েছে তাদের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সাথে পয়েন্টের নিরিখে একই বিন্দুতে দাঁড়িয়ে থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে নাইটরা। সুপারজায়ান্টসদের (LSG) নেট রান রেট যেখানে +০.০৯৪ যেখানে কলকাতার +১.০৯৬। যা তাদের রেখেছে দ্বিতীয় স্থানে। বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। এর মধ্যে লীগ তালিকায় নবম স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুইবার মাঠে নামতে হবে নাইটদের (KKR)। এছাড়া রয়েছে লক্ষ্ণৌ, রাজস্থান ও গুজরাতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে অন্তত দুটি জিততেই হবে তাদের। এই গুরুত্বপূর্ণ সময়ে ঘোর দূর্বিপাকে কলকাতা শিবির। পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে তারকা উইকেটরক্ষককে।
Read More: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!
চলটজলদি দেশে ফিরতে হলো গুরবাজকে-
আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) গত মরসুমে গুজরাত টাইটান্স (GT) থেকে ট্রেডিং পদ্ধতিতে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স
(KKR)। ২০২৩ মরসুমে প্রথম একাদশেও নিয়মিত ছিলেন তিনি। ১১ ম্যাচে ২০.৬৪ গড়ে করেছিলেন ২২৭ রান। ওপেনার হিসেবে জেসন রয়ের সাথে তাঁর জুটি ভরসা যুগিয়েছিলো। কিন্তু পরিস্থিতি বদলেছে চলতি মরসুমে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হয়ে নাইট ডাগ-আউটে ফিরে আসার পর থেকেই গুরবাজের জায়গা হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। ওপেনিং জুটি হিসেবে ‘গুরু’ গম্ভীর মাঠে নামিয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট (Phil Salt) ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে (Sunil Narine)। আদতে স্পিনার হলেও নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছেন নারাইন। ফলত প্রথম একাদশে আর ফেরা হয় নি গুরবাজের।
মাঠে না নামতে পারলেও দলের সাথে আগাগোড়াই ছিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর পোস্ট করা নানা ভিডিওতেও দেখা গিয়েছিলো তাঁকে। সংবাদমাধ্যম সূত্রে খবর আজ হঠাৎ’ই ভারত ছাড়তে হয়েছে তাঁকে। অনুসন্ধানে উঠে এসেছে যে মায়ের স্বাস্থ্যের অবনতির কারণেই আইপিএল (IPL) ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার। এখনও অবধি যা খবর তাতে বলা যায় যে সম্পূর্ণ আইপিএল থেকে ছিটকে যান নি গুরবাজ (Rahmanullah Gurbaz)। জানা গিয়েছে যে আগামী সপ্তাহে তাঁর মায়ের স্বাস্থ্যের উন্নতি হলে ভারতে ফিরবেন আফগান তারকা। যোগ দেবেন দলের সঙ্গে। প্লে-অফ পর্বে গুরবাজকে পাচ্ছে বেগুনি-সোনালী শিবির।