ipl-gilchrist-wants-pant-to-be-fined

IPL 2024: চলতি আইপিএলে (IPL) ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে দিল্লী ক্যাপিটালসের (DC) পারফর্ম্যান্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে মরসুম শুরু করেছিলো তারা। এরপর হারতে হয়েছিলো রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে বিশাখাপত্তনমের মাঠে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও চতুর্থ খেলায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ১০৬ রানের ব্যবধানে বিশাল হার তাদের ঠেলে দিয়েছিলো লীগ তালিকায় সবার নীচে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে গতকাল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে জিততেই হত দিল্লীকে। একানা স্টেডিয়ামে দুই পয়েন্ট নিশ্চিত করে খানিক চাপ কাটাতে সক্ষম হলেন ঋষভ পন্থ’রা (Rishabh Pant)।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। অধিনায়ক রাহুল দ্রুত গতিতে রান তুললেও অপর প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়তে থাকে সুপারজায়ান্টসদের। খলিল আহমেদ (Khaleel Ahmed), কুলদীপ যাদব’রা (Kuldeep Yadav) আঘাত হানেন তাদের ব্যাটিং লাইন-আপে। একটা সময় ৯১ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বসেছিলো তারা। এরপর রুখে দাঁড়ান আয়ুষ বাদোনি ও আর্শাদ খান। তাঁদের অবিচ্ছেদ্য ৭৬ রানের জুটি লক্ষ্ণৌকে (LSG) পৌঁছে দেয় ১৬৭ রানে। এতদিন ১৬০ রানের বেশী পুঁজি রক্ষা করতে নেমে ১০০ শতাংশ ম্যাচে জয় পেয়েছিলো সুপারজায়ান্টসরা, কিন্তু গতকাল পৃথ্বী শ (Prithvi Shaw), জেক ফ্রেজার ম্যাকগ্রাক ও ঋষভ পন্থের প্রতি-আক্রমণে দিশাহারা হয়ে পড়ে লক্ষ্ণৌ বোলিং। মরসুমের দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লী।

Read More: IPL 2024, LSG vs DC, Match 26 Highlights: ৬ উইকেটে ম্যাচ জিতে লখনউকে দুরমুশ করলো দিল্লি, দেখে নিন ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত !!

আম্পায়ারের সাথে বাগ্‌বিতণ্ডা পন্থের-

Rishabh Pant vs LSG | IPL 2024 | Image: Getty Images
Rishabh Pant vs LSG | IPL 2024 | Image: Getty Images

ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) ক্রিকেট কেরিয়ার। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছিলো অস্ত্রোপচার। দীর্ঘ রিহ্যাব সেরে ১৪ মাসের বিরতির পর মাঠে ফিরেছেন ঋষভ। ব্যাটিং ও উইকেটকিপিং দুই’ই করছেন তিনি। যে ফর্মে খেলছেন, তাতে বিশেষজ্ঞদের ধারণা আগামী টি-২০ বিশ্বকাপে তাঁকেই দেখা যাবে ভারতের জার্সিতে। ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে দুটি অর্ধশতক করে ফেলেছেন। গতকালও করেন ঝোড়ো ২৪ বলে ৪১ রান। রিভার্স স্কুপ থেকে এক হাতে ছক্কা-ট্রেডমার্ক সব শট খেলতে দেখা গিয়েছে ঋষভকে (Rishabh Pant)। দলের জয়ে রেখেছেন বড় অবদান। বাইশ গজে সাফল্যের পরেও মাঠে মেজাজ হারিয়ে কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) রোষানলে তিনি।

ঘটনার সূত্রপাত লক্ষ্ণৌ ইনিংসের চতুর্থ ওভারে। তখন ব্যাট করছিলেন দেবদত্ত পাডিক্কাল। বোলিং করছিলেন ঈশান্ত শর্মা। তাঁর একটি ডেলিভারিকে মাঠে উপস্থিত আম্পায়ার ওয়াইড বল ঘোষণা করেন। আম্পায়ারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি রিভিউ-এর দাবী জানান। সেইমত তৃতীয় আম্পায়ারের সাহায্য চান মাঠে উপস্থিত আম্পায়ার। কিন্তু এরপরেই ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে পন্থ জানান যে তিনি রিভিউ চান না। ডিআরএস-এর সংকেত তিনি ভুলবশত দেখিয়েছেন। গোটা ঘটনায় ভুলবোঝাবুঝি তৈরি হয় আম্পায়ার ও ঋষভের মধ্যে। চলে কথা কাটাকাটিও। ঋষভের কাণ্ডকারখানা ভালো চোখে দেখেন নি অজি কিংবদন্তি গিলক্রিস্ট। ৩-৪ মিনিট খেলা বন্ধ থাকা নিয়েও সমালচনা করেছেন তিনি।

জয়ের পরেও পন্থের শাস্তি চাইছেন গিলক্রিস্ট-

Adam Gilchrist | IPL 2024 | Image: Twitter
Adam Gilchrist | Image: Twitter

এর আগেও একবার আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ঋষভ পন্থ (Rishabh Pant) মাঠ থেকে দল তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে সেই যাত্রা বিষয়টি বেশী দূর গড়ায় নি। গতকাল আম্পায়ারের সাথে ভুল বোঝাবুঝির পর তাঁর দিকে আঙুল তুলেছেন গিলক্রিস্ট (Adam Gilchrist)। খেলা শেষে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ম্যাচের বিশ্লেষণ করতে বসে গোটা ঘটনাটিকে অনভিপ্রেত আখ্যা দেন তিনি। ঋষভের শাস্তির দাবীও তুলতে শোনা গিয়েছে তাঁকে। গিলক্রিস্ট জানান, “আজ রাতে আমি আরও একটা দৃষ্টান্ত দেখলাম যেখানে আমার মনে হয়েছে যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আম্পায়ারদের আরও কঠোর হওয়া প্রয়োজন। ফর্ম্যাট যাই হোক না কেন, ওদের খেলা চালিয়ে যেতে আরও একটু ভালো কাজ করতে হবে।”

গিলক্রিস্ট আরও বলেন, “ঋষভ আদৌ রিভিউ করেছে কিনা তা নিয়ে বিতর্ক। ভুল বোঝাবুঝি হয়ত হয়েছিলো। কিন্তু ওরা দাঁড়িয়ে ৩-৪ মিনিট বাগবিতণ্ডা চালালো। এটা তো খুব জটিল কিছু আলোচনা হওয়ার কথা নয়। ঋষভ বা অন্য কেউ, যতই আবেদন জানাক, আম্পায়ারের উচিৎ স্রেফ বলা যে ‘বিষয়টি মিটে গিয়েছে’ এবং খেলা চালিয়ে যাওয়া।” “এরপরেও যদি ও কথা বলে যায়, তাহলে জরিমানা করা উচিৎ,” স্পষ্ট বক্তব্য ডেকান চার্জার্স জার্সিতে ২০০৯-এর আইপিএল জয়ী অধিনায়কের। গিলক্রিস্ট শাস্তির দাবী তুললেও আপাতত স্বস্তিতে ভারতের তারকা উইকেটরক্ষক। তাঁর বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি ভঙ্গের কোনো রকম অভিযোগ আপাতত ওঠে নি। কোনো রকম জরিমানা বা নির্বাসনের মুখে আপাতত পড়ছেন না তিনি।

Also Read: IPL 2024: KKR-এ হাওয়া-পানি বন্ধ হচ্ছে রিংকু সিংয়ের, গম্ভীর দায়িত্ব নিতেই পড়ছে তালা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *