প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়েছেন তিনি এবার আইপিএলে কে এল রাহুলের খেলা দেখার অপেক্ষায় আছেন।এবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলকে নেতৃত্ব দেবেন রাহুল ।গতবারের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন এবার যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলে।
প্রসঙ্গত,আর মাত্র কয়েকদিন, তারপর শুরু হতে চলেছে এবারের আইপিএল, করোনার জেরে এবার নির্ধারিত সময় শুরু করা যায়নি এবারের টুর্নামেন্ট।এমনকি একসময় টুর্নামেন্ট বাতিল হওয়া ঘিরে তৈরী হয়েছিল জল্পনা।যদিও সেই সব এখন অতীত ।আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।তবে দেশে নয়, টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।৫৩ দিন ধরে চলবে এই ক্রিকেটের মহাড়ন।শেষ হবে ১০ ই নভেম্বর।
ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গেছে পাঞ্জাব দল।শুরু করে দিয়েছে প্রাক্টিস।দলের সাথে যুক্ত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারের যোগ দেবেন ১৭ ই সেপ্টেম্বর।
ভালো ক্রিকেটার হিসেবেইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন রাহুল।এবার অধিনায়ক হিসেবে কেমন দায়িত্ব পালন করেন এই ক্রিকেটার তা দেখার জন্য অপেক্ষায় আছেন গৌতি।এদিন সাদা বলের ক্রিকেটে রাহুলের খেলার প্রশংসা করেছেন গৌতি।গত দুবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি।
অধিনায়কত্ব একেবারে নতুন বিষয় রাহুলের কাছে, সেটা ও উপভোগ করে ,নাকি অত্যাধিক দায়িত্ব প্রভাব ফেলবে ওর খেলায় এই বিষয়টা দেখার অপেক্ষায় রয়েছেন গৌতি।কারণ এর আগে একাধিক প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার সম্পূর্ণ অন্য পথে এগিয়ে গেছে যখন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব, কখনও তার ফল ইতিবাচক আবার কখনও তা হয়েছে নেতিবাচক।এমনটাই জানিয়েছেন গম্ভীর।
আইপিএলের ফাইনালে উঠলেও এখনো অবধি ট্রফি জিততে পারেনি পান্জাব।এবারের দল যথেষ্ট ব্যালান্সড।২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলে দারুণ ভাবে শুরু করলেও পরে ছন্দ হারিয়ে ফেলে দল।জায়গা করে উঠতে পারেনি প্লে অফে।