ipl-gambhir-did-not-return-to-kolkata

IPL 2024: ২০২১-এর আইপিএলের (IPL) ফাইনাল খেলার পর গত দুই মরসুমে একেবারেই ভালো পারফর্ম্যান্স করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুইবারই তাদের শেষ করতে হয়েছে সপ্তম স্থানে। টানা ব্যর্থতার ছবিটা তাই এই মরসুমে বদলাতে মরিয়া ছিলেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলারা। বাইশ গজে বল গড়ানোর আগে থেকেই তাই শুরু হয়েছিলো পরিকল্পনা। নিলামের ছক কষার আগেই দলবদলের বাজারে বড় চমক দেয় নাইটরা (KKR)। নিজেদের প্রাক্তন অধিনায়ক ও সফলতম তারকা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কলকাতা দলে ফেরায় মেন্টর হিসেবে। লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজিতে দুই বছর ছিলেন গম্ভীর। জার্সি বদলে তিনি প্রত্যাবর্তন ঘটান নাইট ডাগ-আউটে।

অধিনায়ক হিসেবে ২০১১ সালে যোগ দিয়েই দলকে প্রথমবার প্লে-অফে নিয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১২ সালে এনে দেন প্রথম ট্রফি। দুই বছর পর ফের খেতাব জেতান দলকে। মেন্টর হিসেবেও এখনও অবধি বেশ সফল তিনি। সুনীল নারাইনকে (Sunil Narine) দিয়ে ওপেনিং করানো হোক বা হর্ষিত রাণা, বৈভব আরোরাদের মত তরুণ তুর্কিদের বোলিং অস্ত্র হিসেবে গড়ে তোলা-গম্ভীরের একাধিক চাল এই মরসুমে নাইটদের হয়ে ফুল ফুটিয়েছে। পয়েন্ট তালিকাতেও দেখা গিয়েছে তার প্রতিফলন। ১১ ম্যাচ খেলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে কলকাতা (KKR)। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে যখন টেক-অফ করছে কলকাতার উড়ান, তখন অবশ্য গম্ভীরের নাইট শিবির ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে।

Read More: IPL 2024: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জু স্যামসন, কড়া শাস্তি পাচ্ছেন রাজস্থান অধিনায়ক !!

দলের সাথে শহরে এলেন না গম্ভীর-

Sunil Narine and Gautam Gambhir | IPL 2024 | Image: Getty Images
Sunil Narine and Gautam Gambhir | Image: Getty Images

গত রবিবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে একানা স্টেডিয়ামে ম্যাচ ছিলো কলকাতার। ডাগ-আউটে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের পুরনো দলের বিরুদ্ধে নাইটদের সহজ হাসিল করে নিতে দেখেন তিনি। ব্যাটে-বলে প্রতিপক্ষকে বিপন্ন করে ৯৮ রানের বিনিময়ে জয় ছিনিয়ে নেয় বেগুনি-সোনালী বাহিনী। ম্যাচ জয়ের রাস্তা মসৃণ হলেও এর পরের দিন কলকাতায় ফিরতে গিয়ে কাঠখড় পোড়াতে হয় নাইটদের (KKR)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথমে গুয়াহাটি পরে বারাণসীতে পাঠানো হয় তাদের ফ্লাইট। গঙ্গা তীরবর্তী শহরে এক রাত কাটিয়ে অবশেষে গতকাল ঘরে ফিরেছে নাইট রাইডার্স শিবির। বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শন, গঙ্গাবক্ষে নৌকাবিহার করতেও দেখা গিয়েছে ক্রিকেটারদের।

কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে ক্রিকেটারদের ঝটিকা বারাণসী সফর বা কলকাতায় প্রত্যাবর্তনের সেখানে দেখা যায় নি গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। সংবাদমাধ্যম সূত্রেও জানা যায় ‘সিটি অফ জয়’তে দলের সাথে ফেরন নি ‘গুরু’ গম্ভীর। হঠাৎ কি হলো? কেকেআর-গম্ভীর বিচ্ছেদ কি আসন্ন? আশঙ্কিত হয়ে পড়তে দেখা যায় অনুরাগীদের। জল্পনার অবসান অবশ্য হয় কিছুক্ষণের মধ্যেই। নাইটদের পরবর্তী ম্যাচ আগামী ১১ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। জানা যায় লক্ষ্ণৌ ও মুম্বই ম্যাচের মধ্যে যে এক সপ্তাহের বিরতি রয়েছে তাকে কাজে লাগিয়ে ঘরে ফিরেছেন গম্ভীর। উড়ে গিয়েছেন দিল্লী। সেখানে নিজের বন্ধুবান্ধবদের সাথে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মুম্বই ম্যাচের আগেই যোগ দেবেন নাইট শিবিরে।

দেখে নিন গম্ভীরের ছবিটি-

Also Read: IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *