ipl-final-mitchell-starc-wins-potm

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমে যবনিকা পড়লো আজ। ২২ মার্চ যে চিপকে চেন্নাই বনাম বেঙ্গালুরু (CSK vs RCB) ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো প্রতিযোগিতা, আজ সেখানেই তা শেষ হলো কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH) ফাইনাল ম্যাচ দিয়ে । দিনকয়েক আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই সানরাইজার্সকেই  (SRH) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিলো কলকাতা (KKR)। আজ ফাইনালেও বদলালো না ম্যাচের ফলাফল। ৮ উইকেটে জিতেই খেতাব পকেটে পুরে নিলো নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪-এর পর এই নিয়ে তৃতীয়বার ট্রফি জিতলো বেগুনি-সোনালী বাহিনী। হায়দ্রাবাদের তোলা ১১৩ রান কলকাতা টপকে যায় ১০.৩ ওভারেই।

মরসুম শুরুর আগে যখন নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে সামিল করেছিলো নাইট রাইডার্স (KKR), তখন থেকেই উঠেছিলো প্রশ্ন। প্রথম কয়েকটি ম্যাচে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি অস্ট্রেলীয় পেসার। সমালোচনার ঝড় উঠেছিলো সেই সময়। যাবতীয় কটাক্ষের জবাব দেওয়ার জন্য যেন আইপিএলের (IPL) প্লে-অফকে বেছে নিলেন স্টার্ক (Mitchell Starc)। প্রথম কোয়ালিফায়ারে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ের পথ মসৃণ করেছিলেন। আজও পাওয়ার প্লে’তে অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীকে আউট করে ম্যাচের শুরুতেই চালকের আসনে নাইটদের বসান তিনি। ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টার্ক’ই।

Read More: ট্রফি জয়ের হ্যাটট্রিক করলো KKR, উচ্ছাসে মেতে উঠলো নাইট ব্রিগেড !!

ম্যাচ জিতিয়ে স্টার্কের মুখে আমি নয়, আমরা-

Mitchell Starc and Andre Russell | IPL 2024 | Image: Getty Images
Mitchell Starc and Andre Russell | IPL 2024 | Image: Getty Images

২বার জিতেছেন ওডিআই বিশ্বকাপ, ১বার জিতেছেন টি-২০ বিশ্বকাপ, জিতেছেন টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ও। আজ থেকে আইপিএল (IPL) জয়ের মেডেল’ও শোভা পাবে স্টার্কের ট্রফি রুমে। রবি শাস্ত্রীকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্টার্ক  (Mitchell Starc) প্রথমেই উল্লেখ করেন দলগত সাফল্যের কথা। বলেন, “কেকেআরের জন্য একটা দুর্দান্ত রাত। কি দারুণ একটা ম্যাচ, কি দারুণ একটা মরসুম। সম্ভবত টুর্নামেন্টের দুই সবচেয়ে উত্তেজক দল মুখোমুখি হয়েছিলো আজ।” ঘোর কাটছে না স্টার্কের। বলেন, “একটা দুর্দান্ত ফাইনাল ছিলো এটা। আমাদের স্কোয়াডে দুর্দান্ত সব ব্যাটার ও বোলাররা ছিলেন। আমাদের দলের স্টাফরাও দারুণ কাজ করেছেন যাতে সবাই নিজেদের সেরাটা দিতে পারেন।”

দলের কথা বারবার উঠে এসেছে অজি পেসারের কথায়। “আমরা অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছি। সবাই সাফল্যে যোগদান রেখেছে।” ফাইনাল সম্পর্কেও মুখ খুলেছেন তিনি। জানান, “আমরা টসে হেরে প্রথমে বোলিং-এর সুযোগ পেয়েছি। দিনকয়েক আগের ম্যাচটিতে আমরা চোখ রেখেছিলাম। তবে নিশ্চিত ছিলাম না পিচ কেমন আচরণ করবে।” সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এসে স্টার্ক (Mitchell Starc) ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ককে। বলেন, “শ্রেয়স যেভাবে বোলারদের ব্যবহার করেছে, যেভাবে ফিল্ডিং সাজিয়েছে তা অনবদ্য। বোলিং বিভাগ নিজেদের দক্ষতার শীর্ষে উঠে নিজেদের মেলে ধরেছে।”

Also Read: IPL 2024 Final: ট্রফি জিতে আবেগে ভাসলেন গৌতম গম্ভীর, সেলিব্রেশনে মাতলেন সুনীল নারাইনের সাথে !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *