IPL 2024: মহাম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে-অফের দৌড়ে রয়েছে দুই দলই। আজ জিতলে সরাসরি শেষ চারে চলে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। থাকছে লীগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে যাওয়ার সুযোগ’ও। কোনো কারণে ম্যাচ ভেস্তে গেলে অথবা হারলেও চেন্নাই-এর সামনে রাস্তা খোলা থাকছে পরবর্তী পর্বে পা রাখার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জন্য অবশ্য অপেক্ষা করে রয়েছে জটিল সমীকরণ। শুধু জিতলে হবে না তাদের। একইসাথে নজর রাখতে হবে অন্যান্য বিষয়ের উপরেও। চলতি আইপিএলে (IPL) একটা সময় পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। জিতেছে টানা পাঁচ ম্যাচ। শেষ বাধাটুকুও অতিক্রম করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে আজ তারা।
বৃষ্টির ভ্রুকুটি ছিলো আগেই। ম্যাচ শুরু হওয়ার ঘন্টাখানেক আগেও ঝমঝমিয়ে নেমেছিলো বারিধারা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই থেমে যায় তা। নির্দিষ্ট সময়, অর্থাৎ সন্ধ্যে ৭টার সময় টস আয়োজন করা গিয়েছিলো আজ। জেতেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। মরসুমের অধিকাংশ ম্যাচে টসে হেরেছেন তিনি। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ দ্বৈরথে তাঁর পক্ষেই পড়লো মুদ্রা। প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান প্রতিপক্ষকে। ব্যাট করতে নেমে শুরুটা দ্রুত গতিতে করেন কোহলি (Virat Kohli) ও ফাফ দু প্লেসি (Faf du Plessis)। স্কোরবোর্ডে যখন ৩ ওভারে ৩১ রান, তখন বাইশ গজের লড়াইতে বাধ সাধে প্রকৃতি। বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।
Read More: IPL 2024: বৃষ্টির কবলে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচ, মাঠ ছাড়তে হলো ক্রিকেটারদের !!
চিন্নাস্বামীর নিকাশী ব্যবস্থা ভরসা যোগাচ্ছে নেটিজেনদের-
আজ কোনো কারণে ম্যাচ না হলে লাভ চেন্নাইয়েরই (CSK)। ১ পয়েন্ট পেলেও শেষ চারে যাবে তারা। অন্যদিকে ছিটকে যাবে বেঙ্গালুরু (RCB)। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ায় তাই উৎকন্ঠা বেশী রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকদেরই। সোশ্যাল মিডিয়াতেও চলছে সেই নিয়েই আলোচনা। তবে ভরসা যোগাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশী ব্যবস্থা। এখানে রয়েছে সাব-এয়ার নিকাশী ব্যবস্থা, যার সাহায্যে দ্রুত আউটফিল্ড থেকে জল বের করে দেওয়া সম্ভব। এছাড়াও মাঠকর্মীরাও যথেষ্ট দক্ষ। দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তুলতে সারা দেশে তাঁদের জুড়ি মেলা ভার। রয়েছে সুপার-সপারের মত আধুনিক যন্ত্রপাতিও। বৃষ্টি থামার মিনিট খানের মধ্যে মাঠকে ম্যাচের উপযোগী করে তোলা যাবে বলে ধারণা নেটিজেনদের।
‘চিন্নাস্বামী স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম দেশের সেরা, তাই ভরসা রাখা যেতেই পারে’ লিখেছেন একজন আশাবাদী ভক্ত। ‘আজ ম্যাচ হবে। আহমেদাবাদ আর চিন্নাস্বামীর নিকাশী ব্যবস্থায় আকাশ-পাতাল পার্থক্য’ মন্তব্য আরও একজনের। ‘ইডেন আর চিন্নাস্বামী-এই দুই মাঠে বৃষ্টি বিরাট বাধা নয়, ,আজ তো ম্যাচ হবেই, লিখেছেন আরও একজন। ‘সেলাম জানাই মাঠকর্মীদের, যাঁদের নিরলস পরিশ্রমের ফলে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করা যাবে’, ‘হে ঈশ্বর, আর বৃষ্টি দিও না। আজ ম্যাচটা সম্পূর্ণ হতে দাও’, এহেন প্রার্থনাও জমা পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। ট্যুইটারের দুনিয়ায় যখন মন্তব্যের ঝড় তখন আশার বার্তা মিলেছে আয়োজকদের তরফ থেকে। ম্যাচ পুনরায় শুরু হচ্ছে সন্ধ্যে ৮টা ২৫ মিনিটে।
দেখে নিন ট্যুইট চিত্র-
Chinnaswamy Stadium with the best drainage system in the world. 🔥#Crickettwitter #MsDhoni #ViratKohli #PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvsCSK #CSKvsRCB #Bangaluru #Chinnaswamy #BengaluruRains #BangaloreRains #WeatherUpdates pic.twitter.com/17yITOJCOH
— dipak Mainali (@ho_sewa) May 18, 2024
Chinnaswamy Stadium has one of the best drainage systems in the world. 🥰
The covers are coming off, and the match is going to start at 8:25 PM.🫡#RCBvCSK #CSKvRCB pic.twitter.com/EmMuVcavbA
— Sann (@san_x_m) May 18, 2024
pichle saal Gujarat ke khilaaf bhi baarish hui thi aur drainage system acchha hone ki wajah se match shuru ho gaya tha phir GILL ne aur rula diya
— Silly Point (@Amadrione) May 18, 2024
Drainage system is very good 👍
— Bhom Singh (@bskpadasala) May 18, 2024
Whenever I see a rain-affected match in IPL, my mind goes to the Sri Lankan ground staff. After just 10 minutes of rain, the match often doesn’t start for 30 minutes, despite top-notch drainage systems. in Sri Lanka, even after 1-2 hours of rain, the match resumes in 15 minutes.
— just a common man (@Kalid__Ahamed) May 18, 2024
Bangalore is a funny city… we have stadiums with better drainage than drainages with better drainage… just Bangalore Things😭😂❤️#RCBvsCSK pic.twitter.com/negoGqHN4Z
— Paul Atreides (@Paul_Atreides77) May 18, 2024
Wow! What a world class drainage system in Bengaluru. 42 minutes of rain, and the match starts right away once it stops. Maan gaye, padoisyo 🇮🇳🔥🔥🔥#RCBvCSK #tapmad #HojaoADFree #IPL2024 pic.twitter.com/1aSpJ88LaJ
— Farid Khan (@_FaridKhan) May 18, 2024
Chinnaswamy Drainage is Harappa Mohen Jo Daro level drainage
— Jaammii.. (@Jaammiing) May 18, 2024
Wow! What a world class drainage system in Bengaluru. 42 minutes of rain, and the match starts right away once it stops.🔥🔥🔥🔥🔥#IPL2024 #RCBvsCSK #CSKvsRCB
— Zafar Iqbal (@zafarlakarmar) May 18, 2024
Unbelievable Drainage system
— A K N (@im_akn1) May 18, 2024