IPL 2024: “ল্যান্ড করেছে হেলিকপ্টার…” ধোনি ধামাকায় উজ্জ্বল বিশাখাপত্তনম, উদ্দীপনার ঢেউ অনুরাগীদের মধ্যে !! 1

IPL 2024: গতকাল বিশাখাপত্তনমের মাঠে মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC) ও চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলে (IPL) এর আগে দুটি করে ম্যাচ খেলেছিলো দুই পক্ষই। পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে জোড়া পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিলো দিল্লীকে। পক্ষান্তরে ঝড়ের গতিতে ছুটছিলো চেন্নাইয়ের অশ্বমেধের ঘোড়া। গত মরসুমের চ্যাম্পিয়নরা উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পাওয়ার পর হারিয়েছিলো গুজরাত টাইটান্সকেও। কিন্তু ফর্মের হিসেবেনিকেশ উলটে গতকাল শেষ হাসি দিল্লীরই। ঋষভ পন্থের অধিনায়কত্বে গতকাল মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিলো তারা। এক লাফে উঠে এলো লীগ তালিকার সাত নম্বরে। এতদিন শীর্ষস্থানে ছিলো চেন্নাই। গতকাল হেরে একধাপ নেমে মহেন্দ্র সিং ধোনিরা এখন রয়েছেন দুই নম্বরে।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ঋষভ। ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ জুটির আগ্রাসী ব্যাটিং-এর সৌজন্যে শুরুতেই বড় স্কোরের দিকে এগিয়েছিলো দিল্লী ক্যাপিটালস। অর্ধশতক করেন ওয়ার্নার, ৪৩ করেন পৃথ্বী’ও। চোট সারিয়ে মাঠে ফিরে প্রথমবার অর্ধশতকের মাইলস্টোন পেরোলেন ঋষভ পন্থ’ও। ৫১ করেন তিনি। ২০ ওভারে দিল্লী ক্যাপিটালসের ইনিংস শেষ হয় ১৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে চেন্নাই সুপার কিংস। দ্রুত তাদের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন খলিল আহমেদ। রাহেন-মিচেলরা প্রতিরোধ গড়ে তুললেও যথেষ্ট হয় নি তা। ক্রমে পিছিয়ে পড়ে সুপার কিংস’রা। বিমর্ষ সমর্থকদের গতকাল চাঙ্গা করলো মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং। দলকে জেতাতে না পারলেও যেভাবে ঝড় তুললেন বছর ৪২-এর মাহি, তা মন ভরিয়েছে নেটজনতার।

Read More: IPL 2024: ভাইজাকে চেন্নাইকে মাটি ধরিয়ে দিল দিল্লি, ২০ রানে ম্যাচ জিতে ধোনিদের দিল প্রথম হারের স্বাদ !!

দুরন্ত ইনিংসে সময়ের চাকা পিছনে ঘোরালেন ধোনি-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | IPL 2024 | Image: Getty Images

মরসুমের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিলো চেন্নাই সুপার কিংস। উইকেটের পিছনে ভালো ক্যাচ তালুবন্দী করলেও ব্যাট হাতে মাঠে নামা হয় নি মহেন্দ্র সিং ধোনি’র। ব্যাটিং অর্ডারে পিছোতে পিছোতে নিজেকে আট নম্বরে নিয়ে গিয়েছেন তিনি। সামনে এগিয়ে দিয়েছেন সমীর রিজভি, রবীন্দ্র জাদেজাদের। তা নিয়ে আক্ষেপ ছিলো অনুরাগীদের মধ্যে। তা গতকাল বিশাখাপত্তনমের মাঠে মিটিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। মুকেশ কুমারের বলে সমীর রিজভি আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। ব্যাট হাতে ধোনি যখন মাঠে নামছেন, তখন গ্যালারি জূড়ে তৈরি হলো শব্দব্রহ্ম। সম্প্রচারকারী চ্যানেলে দেখা গেলো সেই শব্দের মাত্রা ১২৮ ডেসিবেল। আইপিএলে এর আগে এই মাত্রার চিৎকার কখনও হয় নি।

দর্শকদের ব্যাট হাতে নিরাশ করেন নি ধোনি। প্রথম বলেই মারেন বাউন্ডারি। দ্বিতীয় বলে এক রান নেন। তৃতীয় বলে ফের মারেন চার। কিছু স্পেশ্যাল যে ঘটতে চলেছে ততক্ষণে বুঝে গিয়েছিলেন নেটজনতা। ‘মাহি মার রহা হ্যয়’ সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরেছিলো এই শব্দবন্ধে। এরপর শেষ ওভারে ফের ঝড় তোলেন ধোনি। চার-ছক্কার আতসবাজি দেখিয়ে মাত্র ১৬ বলে ৩৭ করে অপরাজিত থাকলেন তিনি। এক হাতে মিড উইকেটের উপর দিয়ে যেভাবে অনরিখ নর্খিয়াকে ছক্কা হাঁকালেন তা স্তব্ধবাক করেছে নেটিজেনদের। চেন্নাই হারলেও আলোচনার কেন্দ্রে কেবল ধোনি’ই। ‘এখনও কেন উনি বিশ্বের সেরা ফিনিশার তা প্রমাণ হয়ে গেলো’ , ‘এই ব্যাটিং অবিশ্বাস্য, আরও উপরে খেলা উচিৎ ধোনি’র’ মন্তব্য নেটিজেনদের। ‘উনি মানুষ নয়, নিঃসন্দেহে একজন সুপারহিরো’ লিখেছেন আরও একজন। ম্যাচের পর বেশ খানিকটা সময় কেটে গেলেও মাহি ম্যানিয়া চলছে এখনও।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: “মাহি মার রাহা হ্যয়…” দিল্লীর জয়ের দিনেও নেটদুনিয়ার আলোচনায় শুধুই মহেন্দ্র সিং ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *