IPL 2024: আইপিএল (IPL) জয়ের জন্য বেঙ্গালুরু’র (RCB) অপেক্ষা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হলো। টুর্নামেন্টের শুরুতে মুখ থুবড়ে পড়ার পর অনেকে ভেবেছিলেন দল বুঝি ব্যর্থতার শৃঙ্খল ভেঙে এবার সাফল্য আনবে। কিন্তু বিধি বাম। চেন্নাইকে (CSK) অনবদ্য খেলে হারানোর ঠিক পরের ম্যাচেই পরাজয়ের মুখোমুখি হতে হলো তাদের। প্লে-অফ পর্বের এলিমিনেটর ম্যাচে আজ বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিলো রাজস্থান রয়্যালস। নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখে নি তারা। অনেকেই ভেবেছিলেন একপেশে জয় পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। কিন্তু ফল হলো উলটো। পাঁচ বল বাকি থাকতেই আরসিবির’র ছুঁড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করে ফেললো সঞ্জু স্যামসনের দল। আরও একবার ব্যর্থতার বেদনাই সঙ্গী হলো বেঙ্গালুরুর।
Read More: Video: তীরে এসে আবারও ডুবলো তরী, থমথমে মুখে মাঠ ছাড়লেন বিরাট কোহলি !!
পরাজয়ের পর সাক্ষাৎকার দেওয়ার সময় ফাফ দু প্লেসি (Faf du Plessis) জানান, “শিশিরের কারণে আমাদের মনে হয়েছিলো যে আমরা ব্যাট হাতে যথেষ্ট রান করি নি। আমরা ২০ রান কম করেছিলাম একটা ভালো স্কোর থেকে।” নিজের দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিয়ে তিনি জানান, “ছেলেদের কৃতিত্ব দেবো, ওরা ভালো লড়াই করেছে। দলের কাছ থেকে সেইটুকুই আশা করা যেতে পারে।” পিচের চরিত্র বুঝতে যে খানিক সমস্যা হয়েছে তা স্বীকার করে নেন তিনি। বলেন, “আপনি যদি কেবল পিচ ও পরিস্থিতির দিকে তাকান তাহলে মনে হবে এখানে ১৮০ রান যথেষ্ট, কারণ শুরুতে স্যুইং রয়েছে, পরে মন্থর হয়ে পড়ছে। তবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আসার পর গড় স্কোর এখন আর যথেষ্ট নয়।” আরও একবার শিশিরকে দুষেছেন দু প্লেসি। জানিয়েছেন দলের খেলায় গর্বিত তিনি।
প্রোটিয়া তারকা যতই সতীর্থদের প্রশংসা করুন না কেন, তাতে সন্তুষ্ট নন সমর্থকেরা। যেভাবে প্রথম আট ম্যাচের মধ্যে সাতটিতে হারার পরেও দল ঘুরে দাঁড়িয়েছিলো তাতে অনেকেই ভেবেছিলেন দীর্ঘ অপেক্ষার পালা বুঝি সাঙ্গ হবে এবার। ট্রফি আসবে ক্যাবিনেটে। কিন্তু এলিমিনেটরেই ছিটকে যেতে হওয়ায় শুরু হয়েছে বিক্ষোভের ঝড়। এই মুহূর্তে আগামী মরসুমের পরিকল্পনা করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই বেঙ্গালুরু শিবিরের সামনে। ২০২৫ আইপিএলের আগে থাকছে মেগা অকশন। প্রায় ৩৯ ছুঁইছুঁই দু প্লেসিকে (Faf du Plessis)ছেড়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এই মরসুমে খাতায়-কলমে তিনি অধিনায়ক থাকলেও বহুবার দেখা গিয়েছে মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বিরাট কোহলি। বোলারদের পরামর্শ দেওয়া বা ফিল্ডিং ঠিক করেছেনও তিনি। ২০২৫-তে তিনিই ফিরতে পারেন নেতার আসনে। অথবা অন্য কাউকে দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে।
Also Read: IPL 2024: “শব্দদূষণ বন্ধ হলো…” রাজস্থানের বিরুদ্ধে থামলো বেঙ্গালুরুর জয়রথ, নেটদুনিয়ায় তুমুল কটাক্ষের মুখে কোহলিরা !!