IPL 2023: "এবার অবসরটা নিয়েই ফেলুক..." মাস্ট উইন ম্যাচে ব্যর্থ হয়ে বেনজির কটাক্ষের মুখে দীনেশ কার্তিক !! 1

IPL 2023: ক্রিকেট জীবন যে কতটা অনিশ্চয়তায় ভরা তা নিশ্চিত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন দীনেশ কার্তিক। গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সিতে নিজের কেরিয়ারের বলা যেতে পারে পুনর্জন্ম ঘটিয়েছিলেন তিনি। ‘ফিনিশার’ কার্তিক হয়ে উঠেছিলেন বেঙ্গালুরু জনতার নয়নের মণি। দুর্দান্ত ব্যাটিং করে ৩৭ বছর বয়সে ভারতীয় দলেও কামব্যাক করেছিলেন তিনি। খেলেছিলেন এশিয়া কাপ,টি-২০ বিশ্বকাপও। কিছু সময়ের নিষ্ঠুর পরিহাসে বছর ঘুরতে না ঘুরতেই ফর্ম হারিয়ে তিনিই এখন বেঙ্গালুরু জনতার পয়লা নম্বর ভিলেন।
চলতি মরসুমে ১২ ম্যাচ খেলে কার্তিকের মোট রান ১৪০। একটিও অর্ধশতক নেই। সর্বোচ্চ রান ৩০। একাধিকবার বরং আউট হয়েছেন শূন্য রান করে। তাঁর মত সিনিয়র খেলোয়াড় এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারেন সেই প্রশ্ন তুলেছেন নেটজনতা। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ বেঙ্গালুরুর। সেখানেও অহেতুক ব্যাট চালাতে গিয়ে প্রথম বলেই যশ দয়ালের শিকার হলেন তিনি। একইসঙ্গে রোহিত শর্মাকে টপকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী শূন্য রানের মালিক হলেও কার্তিক। এই লজ্জার রেকর্ড নিজের নামে করে নেটজনতার কটাক্ষের শিকার তিনি। কার্তিককে ‘প্রতারক’ বলতেও ছাড়ছে না নেটদুনিয়া।

দেখে নিন ট্যুইটচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *