আইপিএল শুরুর আগেই বিতর্কে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি 1

 

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের আরেকবার জড়ালেন বিতর্কে।প্রথম ঝাড়খন্ড ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ করে নিয়েছিলেন এই তারকা উইকেট কিপার ব‍্যাটসম‍্যান।গত বছর ঝাড়খন্ডের ক্রিকেট সংস্থার তরফে তাকে আজীবন সদস‍্যপদ দেওয়া হয়েছিল।কিন্তু ক্রিকেট বোর্ড তার কাছ থেকে ১৮০০ টাকা পায় যা ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে জামশেদপুরে।

বিতর্কটি এক অন‍্যমাত্রায় পায় যখন প্রাক্তন ক্রিকেটার এবং সমাজসেবক শেস নাথ পাঠক তার কিছু ছাত্র যারা ধোনি ভক্ত, তাদের কাছ থেকেও এই পরিমাণ টাকা।এবং ড্রাফটের মাধ্যমে সেই টাকা দেওয়া না হলে বিতর্কের সূত্রপাত।
আইপিএল শুরুর আগেই বিতর্কে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি 2

তাদের তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো টাকা নেওয়া হয়নি।এবং বকেয়ার কাগজ দেওয়া হয়।এবং জানিয়ে দেওয়া হয় বাই পোস্ট এই টাকা আমরা যেনো পাঠাই।গোটা বিষয়টি কারোর নির্দেশে হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

জুলাই মাসে ঝাড়খণ্ডের ক্রিকেট বোর্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ধোনির কাছ থেকে সেই রাজ‍্যের ক্রিকেট বোর্ড ১৮০০ টাকা পায়।যদিও কিসের জন্য এই টাকা পায় বোর্ড তা এখনও স্পষ্ট নয়।যদিও বোর্ডের তরফে দাবী করা হয়েছে রাজ‍্য ক্রিকেট বোর্ডের মেম্বারশিপের দরুণ ১০,০০০ টাকা দিতে হয় ধোনি’কে।এবং তার সাথে জি এস টি দিতে হয় ১৮০০ টাকার,আর সেই ১৮০০ টাকা টা এখনো দেয়নি মাহি।
আইপিএল শুরুর আগেই বিতর্কে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি 3

সূত্রের খবর অনুযায়ী ঝাড়খন্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ধোনির বাড়ি থেকে গিয়ে ১০,০০০ টাকা নিয়ে আসেন।কিন্তু জি এস টি নিয়ে তার দেওয়ার কথা ছিলো ১১,৮০০ টাকা।ভুলটা তাদের প্রতিনিধিদের হয়েছে, এবং সেই ভুল থেকেই এই সমস্যার সূত্রপাত, এমনটাই জানানো হয়েছে।ইতিমধ্যে ধোনিকে জানানো হয়েছে এবিষয়ে এমনটাই জানা গিয়েছে।

আইপিএল শুরুর আগেই বিতর্কে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি 4

গতবছর ঝাড়খণ্ডের ক্রিকেট বোর্ডের তরফে ধোনিকে ক্রিকেট বোর্ডের সদস্য পদ দেওয়া হয়েছে। কিন্তু তা ঘিরে বিতর্ক তৈরি হলে পরবর্তী সময় তাকে আজীবন সান্মনিক সদস্য করে দেওয়া হয়।

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাশাহিতে প্রাক্টিস শুরু করেছে চেন্নাই সুপার কিংস।টুর্নামেন্টের শুরুর আগেই একাধিক সমস্যায় জড়িয়ে আছে গোটা চেন্নাই দল।প্রথমে শিবিরে করোনার হানা,তারপর দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের নিজেদের টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া।সব মিলিয়ে টুর্নামেন্টের আগে দারুণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *