IPL 2024: গতকাল চিপকের মাঠে মরসুমের প্রথম পরাজয়ের সম্মুখীন হতে হলো কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। সানরাইজার্স, বেঙ্গালুরু ও দিল্লীকে হারিয়ে চলতি আইপিএলে (IPL) যে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন শ্রেয়স আইয়ার’রা, তার গতিরোধ করলো চেন্নাই সুপার কিংস। নিজেদের ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। মন্থর বাইশ গজে স্লোয়ার ডেলিভারিতে আস্থা রেখেই কলকাতাকে চাপে ফেললেন চেন্নাই বোলার’রা। সুনীল নারাইন (Sunil Narine), অঙ্গকৃষ রঘুবংশীরা প্রয়াস চালান রুখে দাঁড়ানোর। কিন্তু জাদেজা, মুস্তাফিজুর, তুষার দেশপাণ্ডেরা চালকের আসনে বসিয়েছিলেন গত মরসুমের চ্যাম্পিয়নদের।
ধুঁকতে ধুঁকতে কোনোক্রমে ১৩৭ রান অবধি পৌঁছায় নাইট রাইডার্স (KKR)। বল হাতেও বিশেষ কার্যকরী গতকাল হয়ে উঠতে পারেন নি কলকাতার ক্রিকেটাররা। বৈভব আরোরা দুটি ও সুনীল নারাইন একটি উইকেট পেলেও তাতে চেন্নাইয়ের জয় আটকানো যায় নি। অধিনায়কোচিত ৫৮* রান করে দুই পয়েন্ট নিশ্চিত করেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। যথাক্রমে ২৫ ও ২৮ রান করেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল ও ভারতীয় তারকা শিবম দুবে’ও। গতকাল নিজেকে ব্যাটিং অর্ডারে বেশ খানিকটা উপরে তুলে এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ৩ বল খেলার সুযোগ পান, অপরাজিত থাকেন ১ করে। ছন্দে থাকা কলকাতা’র বিরুদ্ধে জয়ের পাশাপাশি প্রিয় ‘থালা’র খেলা তিনটি বল’ই যেন বোনাস মাঠে উপস্থিত দর্শকদের কাছে। তেমনটাই জানান দিলো তাঁদের উৎসাহ-উদ্দীপনা।
Read More: IPL 2024, CSK vs KKR, MATCH 22 HIGHLIGHTS: ব্যাটে-বলে কলকাতাকে দুরমুশ করলো CSK, নারিন-রাসেলদের মাটি ধরিয়ে তুলে নিল সহজ জয় !!
আওয়াজের আতিশয্যে কানে আঙুল রাসেলের-
বর্তমানে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বয়স ৪২। নিজের সতেরোতম আইপিএল (IPL) খেলছেন তিনি। মাঝে দুই বছর খেলেছেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে। বাকি দেড় দশক জুড়ে তিনি গায়ে চাপিয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) হলুদ জার্সিই। গত মরসুমেই অনেকে মনে করেছিলেন যে ব্যাট তুলে রাখবেন কিংবদন্তি তারকা। ফাইনালে তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস জয়লাভ করার পরে প্রশ্নও করা হয়েছিলো ধোনিকে (MS Dhoni) অবসরের ব্যাপারে। তিনি জানান সরে যাওয়া হয়ত সহজ সিদ্ধান্ত, কিন্তু সমর্থকদের জন্য এক বছর পর ফিরে এসে মাঠে নামার চেষ্টা তিনি করবেন।
কথা রেখেছেন ধোনি। হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ফিরেছেন মাঠে। নেতৃত্ব তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। সম্পূর্ণ চাপমুক্ত অবস্থায় চেন্নাই জার্সিতে মাঠে নামছেন তিনি। ফিটনেস, দক্ষতায় যে মরচে ধরে নি, তাও প্রমাণ করেছেন দুর্দান্ত ক্যাচ বা চার-ছক্কার আতসবাজি দেখিয়ে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে নেতৃত্বের ব্যাটন আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়া থেকেই পরিষ্কার এই বছরই আইপিএল (IPL) কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন ধোনি (MS Dhoni)। তা আঁচ করতে পারছেন সমর্থকেরাও। দেশের যে প্রান্তেই খেলছে চেন্নাই, কেবল ধোনিকে দেখার জন্য হলুদ জার্সি গায়ে ভীড় জমাচ্ছেন ক্রিকেটজনতা।
চলতি মরসুমে ব্যাটিং অর্ডারে নিজেকে কখনও সাত আবার কখনও আট নম্বরে রাখছিলেন ধোনি (MS Dhoni)। অধিকাংশ ম্যাচেই আসছিলো না ব্যাটিং-এর সুযোগ। গতকালের ম্যাচে তিনি যে পাঁচে নামবেন তা আশা করেন নি কেউই। আচমকা ডাগ-আউট থেকে লম্বা চুলের তারকাকে বেরিয়ে আসতে দেখে উৎসাহে ফেটে পড়েন দর্শকেরা। চিৎকারে তীব্রতা এতটাই ছিলো যে ডিপ-ফাইন লেগে দাঁড়ানোর আন্দ্রে রাসেল’কে (Andre Russell) কানে চাপা দিতে হয়। ক্যারিবিয়ান তারকার প্রতিক্রিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘এটাই ধোনির মাহাত্ম্য’ সগর্বে লিখেছেন অনুরাগীরা।
দেখে নিন ঘটনার ভিডিও-
Russell’s reaction is Gold. 😄👌
– The Craze for Dhoni….!!!!!pic.twitter.com/r7iePy96Op
— Johns. (@CricCrazyJohns) April 8, 2024