ফের করোনার থাবা আইপিএলে, আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালস দলের একজন সদস্য 1

কয়েকদিন আগে চেন্নাই সুপার কিংস দলের দুই ক্রিকেটার সহ মোট ১৩ জন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো আইপিএলের সাথে জড়িত সবকটি দলের মধ্যে।উঠেছিলো টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে প্রশ্ন।

এর আগে করোনার প্রকোপের জেরে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি আইপিএল।মার্চ মাসে আয়োজিত হতে চলা এই টুর্নামেন্ট বাতিল হয়ে যায় ভারতে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার পর।সেই সময় আদৌ এবছর এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে কিনা,তা ঘিরে তৈরী হয়েছিল প্রশ্নচিহ্ন।যদিও পরবর্তী সময়ে দেশ ছেড়ে বিদেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।
ফের করোনার থাবা আইপিএলে, আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালস দলের একজন সদস্য 2

দিল্লি দলের তরফে জানানো হয়েছে দলের একজন সহযোগী ফিসিওথেরাপিস্ট,যার এর আগের দুটি করোনা পরীক্ষার রিপোর্ট এসেছিলো নেগেটিভ, তার বর্তমান রিপোর্ট এসেছে পজিটিভ।যদিও দলের সাথে এখনও দেখা করেননি তিনি।কোনও প্লেয়ার অথবা কর্মকর্তার সংস্পর্শে আসেননি তিনি।

রিপোর্ট প্রকাশ‍্যে আসার পর দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে।আগামী ১৪ দিন দুবাইতে আইসোলেশনে থাকবেন তিনি।এরপর দুই বার করোনা পরীক্ষা করা হবে তার, সেই দুটোর রিপোর্ট নেগেটিভ আসার পর তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।দলের সঙ্গে যুক্ত মেডিক্যাল স্টাফরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তার সঙ্গে।
ফের করোনার থাবা আইপিএলে, আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালস দলের একজন সদস্য 3

দিল্লি ক‍্যাপিটালস এবারের আইপিএলের তৃতীয় দল, যারা করোনার কবলে পড়লো,এর আগে চেন্নাই সুপার কিংস দলের মোট ১২ জন সদস্য এবং রাজস্থান রয়‍্যালস দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক করোনায় আক্রান্ত হয়েছিলেন।যদিও তার করোনা পরীক্ষা করা হয়েছিল ভারতে।এইমুহুর্তে ১৪ দিনের কোয়ারিন্টিনে আছেন ইয়াগনিক।দলে যোগ দিতে হলে তার দুটো করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা জরুরি।

আইপিএলে ক‍রোনার প্রাদুর্ভাব বারার সঙ্গে সঙ্গে দল গুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন‍্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তাই আরও শক্ত ব‍্যাবস্থা নিক টুর্নামেন্ট আয়োজকরা।এমনকি প্লেয়ারদের সঙ্গে থাকা প্রয়োজন আছে এমন কেউ ছাড়া বায়োসিকিউর বাবলে কাউকে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।
ফের করোনার থাবা আইপিএলে, আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালস দলের একজন সদস্য 4

সম্প্রতি বিসিসিআই’এর তরফে প্রকাশ‍্যে এসেছে এবারের আইপিএলের ক্রীড়াসূচী।দিল্লি ক‍্যাপিটালস তাদের প্রথম ম‍্যাচ খেলতে নামবে আগামী ২০ শে সেপ্টেম্বর ।দুবাইতে কে এল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পান্জাবের মুখোমুখি হতে চলেছে তারা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *