এবারের আইপিএল সেরা বিদেশীদের একাদশে রয়েছে একাধিক চমক, রয়েছে একাধিক পছন্দের ক্রিকেটার 1

এবারের আইপিএল এ আমরা যেমন বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের উত্তরণ দেখেছি, সেরকমই চোখে পড়েছে একাধিক ফ্লপও। কিন্তু তারই মাঝে এবারের আইপিএল এ একাধিক বিদেশীরা রয়েছেন, যারা এই বড় লিগে এসে নিজেদের জাত চিনিয়ে দিয়েছেন এই বছর। আর এই বিদেশীদের নিয়েই তৈরি করা হল সেরা একাদশ। দেখে নেওয়া যাক।

Doubts Over IPL 2020 Increased; Foreign Players Not Available Till April 15

১. কুইন্টন ডি কক

এবারের আইপিএল সেরা বিদেশীদের একাদশে রয়েছে একাধিক চমক, রয়েছে একাধিক পছন্দের ক্রিকেটার 2

এবারের আইপিএল এ মুম্বই ইন্ডিয়ান্সকে দুর্দান্ত শুরু দিতেন দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেটকিপার ব্যাটম্যান। প্রথম বল থেকে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করে ঝোড়ো শুরু দিয়েছেন মুম্বইকে। এবারের আইপিএল এ ৫০৩ রান করেছেন ডি কক। পাশাপাশি উইকেটের পিছনেও অত্যন্ত ভালো কাজ করেছেন তিনি।

২. ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএল সেরা বিদেশীদের একাদশে রয়েছে একাধিক চমক, রয়েছে একাধিক পছন্দের ক্রিকেটার 3

সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রথম দিকে সেরকম ভালো না খেলতে পারলেও পরের দিকে নিজের পুরোনো ফর্ম ফিরে পেয়েছেন। আর যখন ওয়ার্নার ফর্মে এসেছেন, ম্যাচ জিততে শুরু করেছিল সানরাইজার্স। এবারের আইপিএল এ ১৩৪ এর স্ট্রাইক রেটে ৫৪৮ রান করেছেন ওয়ার্নার। এই দলের অধিনায়ক হিসেবে থাকবেন ওয়ার্নার।

৩. এবি ডি ভিলিয়ার্স

In numbers | What makes AB de Villiers the best batsman in IPL history |  Cricket News – India TV

যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চার নম্বরে ব্যাট করেছেন এবি ডি ভিলিয়ার্স, অস্বীকার করে লাভ নেই যে তিনি তিন নম্বরে একই ভঙ্গিমায় ব্যাটিং করবেন। এই বছর একাধিক ম্যাচ আরসিবিকে জিতিয়েছেন এবিডি। ১৫৮ এর স্ট্রাইক রেটে ৪৫৪ রান করেছেন তিনি।

৪. ইয়ন মর্গ্যান

Eoin Morgan will prove as perfect foil for Dinesh Karthik: Brendon McCullum

এই বছরের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের খেলা আশাজনক না হলেও নিজের জাত চিনিয়েছেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। কার্যত ফ্লপ ব্যাটিং লাইন আপে একাই দায়িত্ব নিয়ে ম্যাচে নিয়ে এসেছেন কলকাতাকে। অনেকটা নীচে ব্যাট করতে নামলেও ৪১৮ রান করেছেন মর্গ্যান।

৫. কাইরন পোলার্ড

Pollard pulls off miracle for Mumbai | cricket.com.au

মুম্বই ইন্ডিয়ান্সের ভরসাযোগ্য খেলোয়াড়দের একজন হলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষের দিকের ওভারগুলিতে মুম্বইয়ের হয়ে জ্বলে ওঠার নিদর্শন বহুবার দেখিয়েছেন পোলার্ড, এই বছরও তার অন্যথা হয়নি। চলতি বছরে মুম্বইয়ের হয়ে পোলার্ড ব্যাট করেছেন ১৯১ স্ট্রাইক রেটে, যা বিধ্বংসী।

৬. মার্কাস স্টোইনিস

IPL 2020: Marcus Stoinis presence will impact the team for good, says DC's  Axar Patel | Cricket News – India TV

দিল্লি ক্যাপিটালসের সাফল্যের পিছনে শুরু থেকেই রয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজের কার্যকারিতা দেখিয়েছেন স্টোইনিস। এবারের আইপিএল এ ব্যাট হাতে ৩৫২ রান করেছেন, এবং বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন স্টোইনিস।

৭. স্যাম কারান

Sam Curran: The complete cricketer CSK desperately needed in IPL 2020

চেন্নাই সুপার কিংসের অত্যন্ত খারাপ এই মরশুমেও যে কটা পজিটিভ বিষয় পাওয়া গিয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে প্রথমে থাকবেন এই ইংরেজ পেসার। শুধু বল হাতে নয়, ব্যাট হাতে পিঞ্চ হিটার হিসেবে নিজের যোগ্যতা দেখিয়েছেন স্যাম কারান। ওপেনিং হোক কিংবা মিডল অর্ডার, এমনকি ফিনিশার হিসেবে তিনি খেলেছেন। এবং সব জায়গায় ভালো খেলেছেন। এছাড়া বল হাতে কাজের কাজ করেছেন কারান, ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

৮. রশিদ খান

Rashid Khan: Will try to give my best against Kohli - Yahoo! Cricket.

সানরাইজার্স হায়দ্রাবাদের সবথেকে বড় অস্ত্র এই রশিদ খান, আর এই বছর একেবারে আলাদা ফর্মে ছিলেন তিনি। এবারের টুর্নামেন্টে বোলারদের মধ্যে তার ইকোনমি রেট সবথেকে কম, মাত্র ৫.৩৭। পাশাপাশি ২০টি উইকেটও নিয়েছেন রশিদ খান।

৯. জোফ্রা আর্চার

Jofra Archer to make selectors aware about his IPL performances

রাজস্থান রয়্যালসের বোলিং লাইন আপের একমাত্র ধারালো অস্ত্র হিসেবে পারফর্ম করে গিয়েছেন ইংরেজ এই পেসার। বল হাতে দুর্দান্ত ছিলেন এই মরশুমে, ৬.৫৫ এর ইকোনমি রেটে ২০টি উইকেট নিয়েছেন আর্চার। এছাড়া ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন আর্চার। এবারের আইপিএল এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব পেয়েছেন আর্চার।

১০. কাগিসো রাবাডা

Cricket South Africa Calls For Kagiso Rabada's Scans After Delhi Capitals  Pacer Complains of Back Pain | India.com

এবারের আইপিএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে কাগিসো রাবাডা একেবারে সুপারহিট এই মরশুমে। ৩০টি উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তার গতিশীল ডেলিভারিতে বিভ্রান্ত হয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

১১. ট্রেন্ট বোল্ট

Trent Boult creates new record in IPL 2020 final for Mumbai Indians vs  Delhi Capitals

এবারের আইপিএল এ পাওয়ার প্লেতে সবথেকে বেশি উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট থাকবেনই এই একাদশে। মোট ২৫টি উইকেট নেওয়া এই কিউই তারকা পেসার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জ্বলে উঠেছিলেন। শুরুর ছয় ওভারে মোক্ষম উইকেটগুলি নিয়েছেন বোল্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *