IPL 2024: চলছে আইপিএল (IPL)। গত মার্চ মাসের ২৩ তারিখ শুরু হওয়া টুর্নামেন্ট ঘিরে আকাশ ছুঁয়েছে উত্তেজনার পারদ। প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় জমজমাট ক্রিকেটের অপেক্ষায় টেলিভিশনের পর্দায় চোখ রাখছে আট থেকে আশি। নিরাশ করছেন না ক্রিকেট তারকারাও। ব্যাট হোক বা বলের জাদুতে রোজই জনতাকে মাতাচ্ছেন তাঁরা। আইপিএল (IPL) চিরকালই দেশ বিদেশের মহাতারকা ক্রিকেটারদের এক সুবিশাল মিলনস্থল। ব্যতিক্রম নয় এবারের মরসুমও। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদবদের মত ভারতীয় তারকাদের পাশাপাশি আইপিএলের আসর জমিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফিল সল্ট, আন্দ্রে রাসেলরাও। তবে রমরমিয়ে চলতে থাকা আইপিএলের (IPL) আকাশে কালো মেঘ জমেছে ইংল্যান্ডের ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় তৈরি হওয়ায়।
Read More: IPL 2024: মরসুমের মাঝপথে KKR-এর সাথ ছাড়লেন গৌতম গম্ভীর, দলের সাথে ফিরলেন না শহরে !!
দেশ বনাম আইপিএল বিতর্ক অব্যাহত-
আইপিএলের (IPL) নিলাম হয়েছিলো গত বছরের ১৯ ডিসেম্বর। তার আগে ক্রিকেটের খেলার ব্যপারে ছাড়পত্র দিয়েছিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাঁরা অংশও নিয়েছিলেন নিলামে। বেন স্টোকস, জো রুটদের মত কেউ কেউ আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেও একঝাঁক ক্রিকেটার নাম লেখান একাধিক ফ্র্যাঞ্চাইজি। মরসুম যত এগিয়েছে জস বাটলার (Jos Buttler), ফিল সল্ট (Phil Narine), মঈন আলিদের (Moeen Ali) মত অনেকেই রাজস্থান রয়্যালস (RR), কলকাতা নাইট রাইডার্স (KKR), চেন্নাই সুপার কিংসের (CSK) মত দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন। কিন্তু এখন টুর্নামেন্টের মাঝপথে আচমকাই দেশের হয়ে খেলতে ডাক পড়েছে তাঁদের।
আগামী ২২ মে থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজ ও টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য দল একই সাথে ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে ক্রিকেটারদের দেশের জার্সিতে দেখে নিতে চাইছেন কোচ ম্যাথু মট (Mattew Mott)। তাই পাকিস্তান সিরিজ খেলতে ডেকে পাঠানো হয়েছে বাটলার, সল্ট, মঈন আলিদের। এদিকে তাঁদের আইপিএল দল রয়েছে প্লে-অফের লড়াইতে। ২৬ তারিখ আইপিএলের (IPL) ফাইনাল, সেখানেও খেলার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়দের। সব মিলিয়ে দলগুলি পড়েছে উভয় সঙ্কটে।
ইংল্যান্ড বোর্ডের সাথে দ্বন্দ্ব বিসিসিআই-এর-
সংবাদমাধ্যম সূত্রে খবর ইংল্যান্ডের ক্রিকেটাররা যাতে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের বদলে আইপিএলেই অংশ নেন তা নিশ্চিত করতে সর্বতভাবে চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ইসিবির সাথে আলোচনাও করেছে তারা। কিন্তু আপাতত সেই আলোচনার ফল বিশেষ ইতিবাচক নয় বলেই খবর। নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ইসিবি। তারা চায় টি-২০ বিশ্বকাপের আগে দেশের জার্সি গায়েই খেলুন ক্রিকেটাররা। এর আগেও ইংল্যান্ডের তারকাদের হঠাৎ হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ানোর সমস্যা নিয়ে জেরবার ছিলো ভারতীয় বোর্ড। এই অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে পারে তারা। আগামী সংস্করণ থেকে নির্বাসিত করা হতে পারে ইংল্যান্ড ক্রিকেটারদের।