IPL 2024: ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুরু হতে এখনও বাকি বেশ কয়েকমাস। কিন্তু আপাতত আইপিএলের (IPL) ‘মিনি’ নিলাম নিয়ে রয়েছে আগ্রহ। ২৬ নভেম্বর নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছে দশ দল’ই। কারা থেকে যাচ্ছেন আগামী মরসুমে, আর কাদের হাঁটতে হচ্ছে নিলামের অনিশ্চিত সরণীতে তা প্রকাশিত হয়েছে আগেই। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী ভারতীয় ও বিদেশী মিলিয়ে ১০০০-এর বেশী ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এর মধ্যে কতজনের ভাগ্যে শিকে ছেঁড়ে, সকলের নজর এখন সেই দিকে।
গত বছরের ২৩ ডিসেম্বর কেরলের কোচি শহরের পাঁচতারা হোটেলে বসেছিলো আইপিএল (IPL) নিলামের আসর। এবার দেশ ছাড়িয়ে তা পাড়ি দিচ্ছে বিদেশে। ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে আয়োজিত হবে সপ্তদশ মরসুমের ‘মিনি’ নিলাম। দশ ফ্র্যাঞ্চাইজিই ইতিমধ্যে রণনীতি প্রস্তুত করে ফেলেছে। কার ‘অকশন পার্সে’ কি পরিমাণ অর্থ রয়েছে, সামনে এসেছে তাও। এখন অপেক্ষা কেবল নিলাম শুরু’র। যে কয়েকজন বিদেশী তারকা আসন্ন নিলামের তারকা হতে চলেছেন বলে মনে করা হচ্ছে, তাঁদের মধ্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্যাট কামিন্স (Pat Cummins), ট্র্যাভিস হেড (Travis Head), মিচেল স্টার্ক’রা (Mitchell Starc) যেমন রয়েছেন, তেমনই থাকছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই’রা। থাকছেন সদ্যসমাপ্ত বিশ্বকাপে নিউজিল্যান্ড জার্সিতে ঝড় তোলা রচিন রবীন্দ্র’ও (Rachin Ravindra)।
Read More: অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্তার শিকার পাকিস্তানি ক্রিকেটাররা, নিজেদেরকেই বইতে হচ্ছে লাগেজ, ভিডিও ভাইরাল !!
সাধ্যের মধ্যেই রচিন রবীন্দ্রের বেস প্রাইস-
একজন স্পিন বোলার, যিনি দলের প্রয়োজনে খানিল ব্যাটিং-ও করতে পারেন। ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ২০২১ সালে যখন ভারত সফরে এসেছিলেন, তখন তাঁর সম্পর্কে এমন ধারণাই তৈরি হয়েছিলো। লোয়ার অর্ডারে খেলেছিলেন তিনি। কিন্তু দুই বছরের মধ্যেই সম্পূর্ণ বদলে গিয়েছে তাঁর প্লেয়ার প্রোফাইল। স্পিনার নয়, এখন পুরোদস্তুর অলরাউন্ডার হয়েই মাঠে নামছেন তিনি। নিজের প্রতিভার ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন ক্রিকেটবিশ্বকে। টপ অর্ডারে ব্যাটিং করেছেন, বল হাতে মাঝের ওভারে প্রতিপক্ষের রানের গতি আটকেছেন। ভারতে আয়োজিত বিশ্বকাপে শুরুটাই ইংল্যান্ডের বিপক্ষে শতরান দিয়ে করেছিলেন রচিন (Rachin Ravindra)। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাকে। তিনটি শতরান-সহ করেছেন ৫৭৮ রান। নিয়েছেন বেশ কিছু উইকেট’ও। বছর ২৪-এর রচিন’কে ২০২৩ বিশ্বকাপের আবিষ্কার বলা নিয়ে দ্বিধায় নেই বিশেষজ্ঞরা।
রচিনের (Rachin Ravindra) পারফর্ম্যান্স নজর এড়ায় নি আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিউই তরুণকে দলে নিতে ঝাঁপাতে পারে অনেকেই। কলকাতা নাইট রাইডার্স (KKR) নিলামের আগে ছেড়ে দিয়েছে মহম্মদ নবি, শাকিব আল হাসানের মত স্পিন বোলিং অলরাউন্ডারদের। তাদের বিশেষ নজর থাকতে পারে রচিনের উপর। হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) বিদায় জানানো রয়্যাল চ্যালেঞ্জার্স’ও (RCB) আসরে নামতে পারে রচিন’কে পেতে। লড়াইতে থাকতে পারে চেন্নাই, সানরাইজার্সের মত দল’ও। মনে করা হচ্ছে ১০ কোটি বা তারও বেশী মূল্য পেতে পারেন রচিন (Rachin Ravindra)। শেষমেশ মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় তার উত্তর সময় দেবে, কিন্তু নিজের বেস প্রাইস কিন্তু আকাশছোঁয়া রাখেন নি নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গিয়েছে মাত্র ৫০ লক্ষ টাকা নিজের নূন্যতম মূল্য বা বেস প্রাইস ধার্য্য করেছেন তিনি।