IPL 2023: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(IPL)। শীতের মধ্যেই উষ্ণতা বাড়াচ্ছে ‘মিনি অকশন।’ কোন খেলোয়াড়’কে আগামী মরসুমে কোন জার্সিতে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। বিশ্বের সেরা টি-২০ লীগ প্রতিযোগিতা জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে প্রস্তুত ১০ টি দল’ই। তাই শেষ মুহুর্ত পর্যন্ত দল গুছিয়ে নিতে চাইছে তারা। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই দ্বারা দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিলো গত ১৫ নভেম্বরের মধ্যে চিঠি দিয়ে জানাতে, কাদের তারা আসন্ন মরসুমের জন্য ধরে রাখতে চায়, আর কাদের পাঠাতে চায় বাতিলের খাতায়। সেই তালিকা ইতিমধ্যেই সামনে চলে এসছে ক্রিকেটদুনিয়ার। এবার পালা নিলামের। খেলোয়াড়দের ছেড়ে দিয়ে যে অর্থ হাতে রয়েছে দলগুলির তার সাথে আরও ৫ কোটি অতিরিক্ত খরচ করার অনুমতি দিয়েছে বোর্ড। বাইশ গজে লড়াইয়ের আগে নিলামের টেবিলে ধুন্ধুমার দেখার জন্য মুখিয়ে সবাই। আগামী ২৩ ডিসেম্বর হতে চলেছে এই নিলাম। তবে শোনা যাচ্ছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই দিন’টি বদলের আবেদন করা হয়েছে।
হঠাৎ দিনবদলের ডাক কি কারণে?

আগামী ২৩ ডিসেম্বর কেরালা’র কোচিতে এক দিনের জন্য বসবে নিলামের আসর। এমনটাই ঠিক ছিলো। কিন্তু শোনা যাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি নাকি এতে আপত্তি জানিয়েছে। ২৩ ডিসেম্বর নয়, বরং অন্য কোনও দিন হোক নিলাম, এমনটাই অনুরোধ তাদের। হঠাৎ তারিখ বদলের আবেদন কেনো? নেপথ্যে নাকি বড়দিন। সাত IPL দলে রয়েছেন বিদেশী হেড কোচ। আসলে দশ দলেই অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনারসহ একাধিক উঁচু পদে রয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মত দেশের মানুষজন। তাঁদের কাছে প্রধান উৎসব বড়দিন বা ক্রিসমাস হওয়ায়, সেই সময়টা তাঁরা পরিবারের সাথে নিজদের দেশের কাটাতে চান। ২৫ তারিখ ক্রিসমাসের আগে ২৩ তারিখ তাই আইপিএল নিলাম হোক চাইছেন না তারা। সেই সময়টুকু ছুটির মেজাজেই কাটাতে চান। দলের কোচ বা ট্রেনারদের ছাড়া আইপিএল নিলামের আসরে নামতে চাইছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। তাইজন্যেই দিনবদলের আবেদন তাদের।
এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন দলের কোচিং স্টাফে কতটা রয়েছে বিদেশী যোগ-
- মুম্বই ইন্ডিয়ান্স (MI)- মার্ক বাউচার (হেড কোচ), কিয়েরণ পোলার্ড (ব্যাটিং কোচ), শেন বন্ড (বোলিং কোচ), জেমস পামেট (ফিল্ডিং কোচ)
- চেন্নাই সুপার কিংস (CSK)- স্টিফেন ফ্লেমিং (হেড কোচ), মাইকেল হাসি (ব্যাটিং কোচ), এরিক সাইমন্স (সহকারী কোচ)
- দিল্লী ক্যাপিটালস (DC)- রিকি পন্টিং (হেড কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), জেমস হোপস (বোলিং কোচ)
- লক্ষ্মৌ সুপার জায়ান্টস (LSG)- অ্যান্ডি ফ্লাওয়ার ( হেড কোচ), অ্যান্ডি বিখেল (বোলিং কোচ)
- গুজরাত টাইটান্স (GT)- বিক্রম সোলাঙ্কি (ডায়রেক্টর অফ ক্রিকেট), গ্যারি কার্স্টেন (ব্যাটিং কোচ)
- রাজস্থান রয়্যালস (RR)- কুমার সাঙ্গাকারা (হেড কোচ), লাসিথ মালিঙ্গা (বোলিং কোচ), ট্রেভর পেনি (সহকারী কোচ)
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)- মাইক হেসন (ডায়রেক্টর অফ ক্রিকেট), অ্যাডাম গ্রিফিথ ( বোলিং কোচ০
- সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)- ব্রায়ান লারা (হেড কোচ), সাইমন হেলমট (সহকারী কোচ), মুথাইয়া মুরলীধরণ, ডেল স্টেইন (বোলিং কোচ)
- পাঞ্জাব কিংস (PBKS)- ট্রেভর বেলিস (হেড কোচ), ব্র্যাড হ্যাডিন (সহকারী কোচ), জন্টি রোডস (ফিল্ডিং কোচ), জুলিয়ান উড (পরামর্শদাতা), কার্ল ল্যাঙ্গভেল্ট (বোলিং কোচ)
IPL নিলাম নিয়ে কি অবস্থান BCCI-এর ?

ফ্র্যাঞ্চাইজিগুলি দাবী জানালেও নিজেদের অবস্থান থেকে সরছে না ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। খবর এমনটাই। ২৩ তারিখ’ই নিলাম হোক চাইছেন তারা। বোর্ডের অন্দরের সূত্রের খবর অনুযায়ী যাবতীয় পরিকল্পনা ইতিমধ্যেই হয়ে যাওয়ায় পিছিয়ে আসার কোনও জায়গা নেই বিসিসিআই-এর সামনে। এক বোর্ড কর্তা সংবাদমাধ্যম’কে জানিয়েছেন যে “ আমরা বুঝতে পারছি যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি’র কর্তাব্যক্তি’রা বড়দিনের ছুটিতে থাকবে। কিন্তু দিন পরিবর্ত্ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গোটা বিষয়টি পরিকল্পনা করা একটা খুবই শ্রমসাধ্য কাজ। একবার সব পরিকল্পনা হয়ে যাওয়ার পর আবার দিন পরিবর্তন করা মানে শূন্য থেকে ফের আমাদের শুরু করতে হবে।” বোঝাই যাচ্ছে দলগুলির দাবী না মানার পথেই এগোচ্ছে বোর্ড।
IPL ‘মিনি’ নিলামের আগে কার হাতে রয়েছে কত অর্থ-
- সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)– 42.25cr.
- পাঞ্জাব কিংস(PBKS)– 32.20cr.
- লক্ষ্ণৌ সুপারজায়ান্টস(LSG) –35cr.
- মুম্বই ইন্ডিয়ান্স (MI) –55cr.
- চেন্নাই সুপারকিংস(CSK)– 20.45cr.
- দিল্লী ক্যাপিটালস(DC) –45cr.
- গুজরাত টাইটান্স (GT) –25cr.
- রাজস্থান রয়্যালস( RR)-20cr.
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) – 8.75cr.
- কলকাতা নাইট রাইডার্স(KKR) – 7.05cr