IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। দিনকয়েক আগেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। ২০২৪-এ সতেরো বছরে পা দিচ্ছে আইপিএল (IPL)। প্রতিবারের মত এইবার একবারেই সম্পূর্ণ সূচি প্রকাশ করা সম্ভব হয় নি বিসিসিআই-এর পক্ষে। দেশে রয়েছে লোকসভা নির্বাচন। সেই কারণে নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হতে পারে টুর্নামেন্ট। তা এড়াতেই কেবল প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে নির্বাচনের সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশিত হলে তা অনুযায়ী বাকি সূচি প্রকাশ করা হবে। ভোটের পাশাপাশি জুনের শুরু থেকে রয়েছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপও। তার আগে আইপিএল শেষ করার চ্যালেঞ্জও রয়েছে বিসিসিআই-এর সামনে।
সূচি প্রকাশের ঢের আগে থেকেই অবশ্য আইপিএলের (IPL) সপ্তদশ মরসুম ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ২৬ নভেম্বর দশ ফ্র্যাঞ্চাইজি একইসাথে প্রকাশ করেছিলো নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা। গত দুই বছর গুজরাত টাইটান্সের (GT) অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবারও ছিলেন তাদের রিটেনশন তালিকায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলায় পরিস্থিতি। ক্রিকবাজ সূত্রে জানা যায় যে বিপুল অর্থের বিনিময়ে তিনি ফিরতে চলেছেন নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। ট্রেডিং উইন্ডো ব্যবহার করে যেভাবে শেষ মুহূর্তে হার্দিককে ছিনিয়ে নেয় মুম্বই, তা ফুটবলের দলবদলের মত রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন করেছে ক্রিকেটপ্রেমীদের। হার্দিক (Hardik Pandya) পর্ব থামে নি সেখানে। ১৩ ডিসেম্বর রোহিত শর্মাকে সরিয়ে নতুন নেতা হিসেবে তারকা অলরাউন্ডারের নাম ঘোষিত হতেই শুরু হয় হইচই।
Read More: IPL থেকে কম রোজগারের কষ্ট ভুলিয়ে দিল BCCI, কোটিপতি করলো রিঙ্কু সিংকে !!
রোহিতকে সরানো নিয়ে বেনজির বিতর্ক-
২০১১ সালে ডেকান চার্জার্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) যোগ দেন রোহিত শর্মা (Rohit Sharma)।২০১৩ সালে মরসুমের মাঝপথে রিকি পন্টিং নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় দায়িত্ব পান রোহিত। প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। এরপর গত এক দশকে আরও চারবার সাফল্যের শিখরে তিনি নিয়ে গিয়েছেন মুম্বইকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যেমন বিরাট কোহলি (Virat Kohli), চেন্নাই সুপার কিংসের সঙ্গে যেমন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম সম্পৃক্ত হয়ে পড়েছে, তেমনই মুম্বইয়ের সাথেও গত এক দশকে আগাগোড়া জড়িয়ে থেকেছে রোহিত শর্মার (Rohit Sharma) নাম। ২০২২ মরসুমে সাফল্য না এলেও রোহিতের হাত ধরে মুম্বই ঘুরে দাঁড়ায় ২০২৩-এ। বহু বাধা অতিক্রম করে প্লে-অফের যোগ্যতাও অর্জন করে তারা। ২০২৪ মরসুমের আগে আচমকাই শোনা যায় সুখের সংসারে ভাঙনের খবর।
দশ বছরে পাঁচ ট্রফি দেওয়া অধিনায়ককে সরানোর পর শুরু হয়েছে বেনজির বিতর্ক। ফুঁসে উঠেছেন রোহিত অনুরাগীরা। মুহূর্তে লক্ষ লক্ষ ফলোয়ার হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজগুলি। বিতর্ক আরও বাড়ে দক্ষিণ আফ্রিকায় স্ম্যাশ স্পোর্টসের পডকাস্টে কোচ মার্ক বাউচারের (Mark Boucher) কিছু মন্তব্যের পর। তিনি বলেন, ,”এটা একটা পুরোপুরি ক্রিকেটীয় বিষয়। আমরা দেখেছিলাম হার্দিককে ফেরানোর এটাই সুযোগ। তার সদ্ব্যবহার করেছি। এটা একটা রদবদলের সময়। ভারতে অনেকেই ব্যাপারটা বোঝে না। ওরা খুবই আবেগপ্রবণ। কিন্তু আপনি জানেন যে আপনাকে আবেগ বাদ দিয়ে ভাবতে হবে।” রোহিত যে ফ্র্যাঞ্চাইজির দীর্ঘকালীন ভাবনায় নেই, তাও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন বাউচার। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে ক্ষুব্ধ হন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহ। তিনি কমেন্টে লেখেন, ”এর মধ্যে অনেক কিছু আপত্তিজনক রয়েছে।”
মুম্বই-এর নেতা বদল নিয়ে মন্তব্য অঞ্জুমের-
আইপিএল (IPL) শুরু হতে বাকি আর মাত্র দিন কুড়ি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদলের সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। ১২ ডিসেম্বর ছিলো ট্রেডিং উইন্ডোর শেষ দিন। যেভাবে রোহিত’কে অন্য দলে যাওয়ার সুযোগ না দিয়ে ১৩ ডিসেম্বর হার্দিককে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, তাকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন অনেকে। রোহিত (Rohti Sharma) অনুরাগীদের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়ার উপরেও। মুম্বই সাজঘরের অন্দরেও সবকিছু যে ঠিক রয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ইতিমধ্যেই জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব’রা ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। রোহিত নিজে কিছু না জানালেও তাঁর স্ত্রী ঋতিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে বুঝিয়ে দিয়েছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সিদ্ধান্তে তাঁরা হতাশ। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে নেতা বদল নিয়ে মুখ খুললেন অঞ্জুম চোপড়া (Anjum Chopra)।
ভারতের নারী দলের কিংবদন্তি প্রাক্তনী রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতি সহানুভূতিশীল অবস্থানই গ্রহণ করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “খেলাটাই একজন খেলোয়াড়ের কাজ। কোনো দলে আপনি প্রথম একজন খেলোয়াড় হিসেবেই যান। কখনোই অধিনায়ক হিসেবে যান না। আমরা বাইরে দেখে যেভাবে দেখছি, ফ্র্যাঞ্চাইজিরা ভিতর দেখে কি দেখছে আর ক্রিকেটাররা নিজেদের কিভাবে সবকিছু দেখছে, প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। রোহিতের মত একজন খেলোয়াড় ও অধিনায়কের বিকল্প খুঁজে নেওয়া সহজ নয়। কিন্তু একদিন সেটা করতেই হবে।” প্রসঙ্গত এবারের আইপিএলের প্রথম ১৭ দিনে চারটি ম্যাচ থাকছে মুম্বইয়ের।
Also Read: WPL 2024, RCBW vs MIW, Match No-09, Preview: চিন্নাস্বামীতে মারকাটারি ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালোর-মুম্বাই, জয় তুলতে তাল ঠুকছে দুই শিবিরই !!