ipl-ab-de-villiers-on-next-rcb-captain

IPL 2025: ২০০৮ থেকে ২০২৪-দেখতে দেখতে সতেরো বছর পেরিয়ে গেলো আইপিএল (IPL)। গোড়া থেকেই টুর্নামেন্টের সাথে জড়িয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চার বার ফাইনালও খেলেছে তারা। কিন্তু দেখা মেলে নি ট্রফির। বারবারই খেতাবের খুব কাছ থেকে তাদের ফিরতে হয়েছে খালি হাতে। ২০২৪-এ একটা সময় অনেকখানি পিছিয়ে পড়ার পর’ও দারুণ কামব্যাক করেছিলো তারা। টানা ছয় ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিলো প্লে-অফে। মিরাক্‌ল-এর আশায় যখন উদ্বেল সমর্থকেরা, তখন অবশ্য এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়। টানা ব্যর্থতায় ক্লান্ত সমর্থকেরা ২০২৫-এ সাফল্য চান। রিলিজ-রিটেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী মরসুমের অধিনায়ক কে হবেন সেই প্রশ্নের জবাব খুঁজছেন তাঁরা।

Read More: ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের মাঝপথে কোচের পদে রদবদল, দায়িত্ব পেলেন কিংবদন্তি তারকা !!

দু প্লেসি’র IPL ভবিষ্যত নিয়ে রয়েছে জল্পনা-

Faf du Plesis and Virat Kohli | IPL | Image: Getty Images
Faf du Plesis and Virat Kohli | Image: Getty Images

২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) যোগ দিয়েছিলেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। বিরাট কোহলি সরে দাঁড়ানোয় তাঁর কাঁধেই নেতৃত্বের ভার তুলে দেয় ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক হিসেবে তিনি যে ব্যর্থ তা বলা চলে না। তিন মরসুমের মধ্যে দুইবার দলকে নিয়ে গিয়েছেন প্লে-অফে। ২০২৩-এ লীগ পর্বের শেষদিন পর্যন্ত শেষ চারের দৌড়ে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ব্যাট হাতেও ভালো পারফর্ম করেছেন লাগাতার। ২০২২-এ করেছিলেন ৪৬৮। ২০২৩-এ ৭৩০ রান করে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় হন। আর ২০২৪ আইপিএলেও ফাফ করেছেন ৪৬৬ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তা সত্ত্বেও আগামী মরসুমের জন্য দু প্লেসি’কে (Faf du Plessis) রিটেন করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন ক্রিকেটজনতা।

ফর্ম বা পারফর্ম্যান্স নয়, দু প্লেসি’কে (Faf du Plessis) নিয়ে দ্বিধার মূল কারণ তাঁর বয়স। এখনই ৪০ পেরিয়ে গিয়েছেন তিনি। আর কতদিন তাঁকে মাঠে দেখা যাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না কর্মকর্তারা। ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সারতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। তাই বিপুল অর্থ খরচ করে ‘বুড়ো ঘোড়া’ দু প্লেসি’কে আদৌ ধরে রাখা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই বছর রিটেনশনের ক্ষেত্রে বিদেশী ও ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা সংক্রান্ত কোনো বিধিনিষেধ নেই। তাই বিশেষজ্ঞদের মতে বেঙ্গালুরু কোহলি’র (Virat Kohli) সাথে ধরে রাখতে চাইবে আরও দুই ভারতীয়-মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রজত পতিদার’কে। বিদেশী হিসেবে ‘রিটেনড’ হতে পারেন উইল জ্যাকস। পঞ্চম স্লটটি নিয়ে লড়াই দু প্লেসি ও ক্যামেরন গ্রিনের মধ্যে।

ফাফকেই চান কোহলি, বলছেন ডিভিলিয়ার্স-

AB de Villiers | Image: Getty Images
AB de Villiers | Image: Getty Images

দু প্লেসি না অন্য কেউ, কার কাঁধে থাকবে ২০২৫-এর আইপিএলে (IPL) বেঙ্গালুরুর অধিনায়কত্বের ভার? এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি নিজে অনেক বছর কাটিয়েছেন আরসিবি’তে। তিনি যে দু প্লেসিকেই দেখতে চান বেঙ্গালুরু জার্সিতে তা স্পষ্ট করেছেন ‘মিস্টার ৩৬০।’ জানান, “বন্ধুরা, বয়স একটা সংখ্যামাত্র। আমার মনে হয় না ও (ফাফ দু প্লেসি) চল্লিশ পেরোনোয় কোনো সমস্যা হবে। ওখানে (আরসিবি) ও রয়েছে কয়েক মরসুম ধরে, খেলোয়াড়রা ওর সাথে অভ্যস্ত। আমি বুঝতে পারছি যে ওর উপর চাপ রয়েছে, কারণ ট্রফি জিততে পারে নি। কিন্তু খেলোয়াড় হিসেবে ও অসামান্য পারফর্ম্যান্স দিয়েছে। আমার মনে হয় ওর অভিজ্ঞতার জন্য বিরাট’ও ওকেই সমর্থন দেবে।”

Also Read: IPL 2025: দু প্লেসি বা ম্যাক্সওয়েল নয়, RCB-র রিটেনশন তালিকায় এই তরুণ তুর্কি’কে দেখছেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *