ipl-aakash-chopra-slams-fake-news-on-x, kl rahul
Aakash Chopra | Image: Getty Images

ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে আইপিএল (IPL)। লীগ পর্বের ৫০টির বেশী ম্যাচ সমাপ্ত হয়েছে ইতিমধ্যেই। প্লে-অফ মিলিয়ে বাকি রয়েছে আর গোটা কুড়ি খেলা। জমজমাট ক্রিকেটের স্বাদ মনভরে উপভোগ করছে ক্রিকেটজনতা। এরপরই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ফোকাস সরতে শুরু করেছে তার দিকেও। গত ৩০ তারিখ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। স্কোয়াডে রয়েছেন চার ট্র্যাভেলিং রিজার্ভ। দল নির্বাচনের ভালো দিক, খারাপ দিক-সব কিছুই উঠে আসছে বিশেষজ্ঞদের আলোচনায়। আইপিএলে (IPL) ধারাভাষ্য দেওয়ার মাঝেই টি-২০ দল নিয়ে মুখ খুলেছেন ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়াও (Aakash Chopra)।

রিঙ্কু সিং-কে (Rinku Singh) মূল স্কোয়াডে রাখা হয় নি। তাঁর জায়গা হয়েছে ট্র্যাভেলিং রিজার্ভদের তালিকা। মানতে পারছেন না আকাশ চোপড়া (Aakash Chopra)। নিজের ট্যুইটার প্রোফাইলে তিনি স্পষ্টই লিখেছেন, “ রিঙ্কু সিং-এর জন্য খারাপ লাগছে। ৬ মাস আগেও টিম-শীটে প্রথম কয়েকটা নামের একটা ওর হত। আর এখন ও নিজেকে মূল ১৫ জনের বাইরে দেখছে।” সহমর্মী আকাশ (Aakash Chopra) রিঙ্কুর পাশে দাঁড়ালেও শুভেচ্ছা জানিয়েছেন দলের বাকিদের। এক ট্যুইটবার্তায় তিনি লেখেন, “শিবম দুবে ও সঞ্জু স্যামসনের জন্য আমি খুশি। অবশ্যই খুশি দলের বাকিদের জন্যও। টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত।” সোশ্যাল মিডিয়ায় ভারতকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর নামে চলতে থাকা একটি ভুয়ো খবরকেও নস্যাৎ করেছেন আকাশ।

Read More: “না ঘর কা না ঘাট কা…” মার্কিন দলের টিকিটও পেলেন না উন্মুক্ত চাঁদ, সোশ্যাল মিডিয়ায় জুটলো তীব্র কটাক্ষ !!

ভুয়ো খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন আকাশ-

Aakash Chopra | IPL| Image: Twitter
Aakash Chopra | Image: Twitter

সোশ্যাল মিডিয়ার রমরমার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়ো খবরের বিস্তারও। লাইক-কমেন্ট-শেয়ারের যুগে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে মিথ্যা তথ্য। যাচাই করে দেখার আগেই শেয়ারের বাটনে নির্বিচারে ক্লিক করে চলেছেন নেটিজেনরা। এতে এক শ্রেণির স্বার্থান্বেষী ব্যক্তিরা যেমন সুবিধা পাচ্ছেন তেমনই বিব্রত হতে হচ্ছে সেলিব্রিটিদের অনেককে। আদতে হয়ত যে মন্তব্য কোনো বিশিষ্ট ব্যক্তি করেন নি তার দায় এসে চাপছে তাঁর উপর। ওত পেতে থাকা ট্রলবাহিনীর শিকার হতে হচ্ছে তাঁকে। নেটদুনিয়ায় শুনতে হচ্ছে কটাক্ষ, কটূক্তি। যা অনেক সময় শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে বল্গাহীন ভাবে। সম্প্রতি এমনই এক ফেক নিউজ বা ভুয়ো খবরের শিকার হয়েছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। চুপ করে থাকেন নি তিনি। পালটা দিয়েছেন নিজের এক্স-প্রোফাইল থেকেই।

গত ৩০ মে ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) দল ঘোষণার পর একদল রোহিত শর্মা (Rohit Sharma) বিদ্বেষী ইন্সটাগ্রাম ও এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয় একটি পোস্ট। সেখানে লেখা ছিলো যে জনপ্রিয় ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) নাকি বলেছেন, “রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়াই উচিৎ নয়। ও এখন পাওয়ার প্লে’তেও ব্যর্থ হচ্ছে।” পোস্টটি চোখে পড়ে স্বয়ং আকাশের। তিনি স্ক্রিনশট নিয়ে ট্যুইটারে সেটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “আইপিএল ঘৃণা ছড়ানোর, ভুয়ো খবর ছড়ানোর ও অন্যান্য জঞ্জাল ছড়ানোর সেরা সময়। এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ফ্যান আর্মিরা সদাই তৎপর। আমি অনেক সময়ি ভাবি কতজন এই পোস্টগুলো দেখছে সেই সংখ্যাটা কি নৈতিক বোধের চেয়েও বেশী গুরুত্বপূর্ণ?”

দেখে নিন আকাশ চোপড়ার ট্যুইট’টি-

Also Read: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *