ধোনি’কে রেখেই আগামী IPL-এর ছক সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস, বাদের খাতায় ৭ ক্রিকেটার !! 1

এবারের আইপিএলে (IPL) চূড়ান্ত হতাশ করেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটিং বা বোলিং-ক্রিকেটের কোনো বিভাগেই চেনা ছন্দে দেখা যায় নি পাঁচ বারের চ্যাম্পিয়নদের। প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিলো তারা। ১৩ ম্যাচ খেলে এখনও অবধি ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। মাত্র ৩টি ম্যাচ জিততে পেরেছে চেন্নাই। রয়েছে পয়েন্ট তালিকায় দশম স্থানে। আগামী ২৫ তারিখ গুজরাতের বিপক্ষে মরসুমের শেষ ম্যাচটি খেলবে তারা। জিতলেও লীগ তালিকায় সবার নীচেই শেষ করতে করবে সুপার কিংস (CSK) শিবিরকে। স্কোয়াড গঠনের ত্রুটি, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের চোট- ব্যর্থতা বিশ্লেষণ করতে বসে একাধিক কারণ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এই ভুল থেকে শিক্ষা নিক টুর্নামেন্টের সফলতম দল, চাইছে ক্রিকেটমহল। আগামী মরসুমে কি করণীয় কাশী বিশ্বনাথনদের? উপায় বাতলে দিলেন আকাশ চোপড়া।

Read More: IPL 2025, MI vs DC Toss Report in Bengali: টসে জিতলো দিল্লী, অধিনায়ককে ছাড়াই মুম্বইয়ের বিরুদ্ধে নামছে ক্যাপিটালস শিবির !!

সাতজনকে ছাঁটাই-এর পরামর্শ আকাশের-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়েওছিলো তারা। কিন্তু তারপর ক্রমেই নীচের দিকে নেমেছে হলুদ জার্সিধারীদের পারফর্ম্যান্সের গ্রাফ। মরসুমের মাঝপথে ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), উর্ভিল প্যাটেলদের মত ক্রিকেটারদের সই করিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিশেষ লাভ হয় নি। সেই ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। আগামী বছরের পরিকল্পনা এখন থেকেই না করলে এই হতশ্রী পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি হতে পারে ২০২৬-এর আইপিএলেও (IPL), চেন্নাইকে রীতিমত সতর্ক করে দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। ঘুরে দাঁড়াতে হলে স্কোয়াডের ভোলবদল করতে হবে সুপার কিংস শিবিরকে, মনে করেন তিনি। অন্তত সাত জন’কে বাতিল করার পরামর্শ দিয়েছেন আকাশ।

“আমার কাছে সত্যি বলতে একটা তালিকা রয়েছি। আমি হলে (রবিচন্দ্রণ) অশ্বিন, (রবীন্দ্র) জাদেজা, রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, দীপক হুডা, রাহুল ত্রিপাঠীদের ‘রিলিজ’ করে দিতাম,” গতকাল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে চেন্নাইয়ের হতাশাজনক পরাজয়ের পর ইএসপিএন ক্রিকইনফো’র ‘টাইম আউট’ অনুষ্ঠানে বলেছেন আকাশ চোপড়া। তবে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নাম উচ্চারণ করেন নি তিনি। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়া এবারের আইপিএলের অর্ধেকেরও বেশী ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি তারকা।  তবে ৪৪ ছুঁইছুঁই ‘মাহি’ ২০২৬-এর টুর্নামেন্টে আদৌ খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ক্রিকেটজনতার। তবে আকাশের যে তাঁকে আরও এক মরসুম মাঠে দেখতে আপত্তি নেই, তা স্পষ্ট হয়েছে তাঁর মন্তব্য থেকেই।

‘যথেষ্ট হয়েছে’ ধোনি প্রসঙ্গে বললেন বাঙ্গার-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | IPL | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে আকাশ চোপড়া কোনো মন্তব্য না করলেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। ইএসপিএন ক্রিকইনফো’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ব্যাটিং কোচ’ও। ধোনি’কে আগামী আইপিএলে (IPL) দেখছেন না, সাফ জানিয়েছেন বাঙ্গার। বলেছেন, “৪৩-এ এসে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলা খুবই কঠিন বলে আমার মনে হয়। শুধু এই প্রতিযোগিতামূলক পরিবেশে কেন, কোনো স্থানীয় টুর্নামেন্টে খেলতে গেলেও আপনি দেখতে পারেবে শরীরের উপর কি প্রচণ্ড ধকল যায়।” “পুরোটাই এম এস-এর উপর নির্ভর করছে। কিন্তু আমি যদি এম এস (ধোনি) হতাম, তাহলে বলতাম যে ‘যথেষ্ট হয়েছে। যতটা খেলতে চেয়েছিলাম, খেলেছি। ফ্র্যাঞ্চাইজির স্বার্থ কিছু থাকলে সেটাও রক্ষা করেছি। কিন্তু এখন সময় হয়েছে সরে দাঁড়ানোর,” সংযোজন তাঁর।

Also Read: IPL 2025: মরণবাঁচন ম্যাচের আগে আহত KL রাহুল, আশঙ্কার কালো মেঘ দিল্লী ক্যাপিটালস শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *