ড্যানিয়েল ভেট্টোরি
২০১১ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জের্স বেঙ্গালোর দল ফাইনালে ওঠে এবং দলের অধিনায়ক ছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। পরের বছরও অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয় ভেট্টরিকে। আইপিএল ২০১২-এ, ভেট্টরিকে ফর্ম নিয়ে লড়াই করতে দেখা যায়। বোলিংয়েও চমক দেখাতে পারেননি তিনি। মরশুমের মাঝামাঝি সময়ে, ভেট্টোরি অধিনায়কত্ব ছেড়ে দেন এবং বিরাট কোহলির হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব।