আইপিএলের (IPL) ইতিহাস বেশ লম্বা। যে কোন টুর্নামেন্টের মতো এই লিগেও অধিনায়কের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের আঙিনায় বেশ কিছু দল ভারতীয় ক্রিকেটারদের প্রতি আস্থা প্রকাশ করে অধিনায়ক বানায়। আবার কিছু দল বিদেশী খেলোয়াড়দের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। অধিনায়ক হিসেবে বেশ কিছু ক্রিকেটার সফল হলেও, আইপিএলে এই দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়েছেন অনেক খেলোয়াড়ই। ফলস্বরূপ কেউ কেউ আইপিএলের মাঝপথে চাপের মুখে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তারপরে সেই দলে নতুন অধিনায়ক নিয়োগ করা হয়।
সম্প্রতি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। অধিনায়কত্বের এই চাপ সামলাতে পারেননি তিনি। ফের চেন্নাই অধিনায়কএর দায়িত্ব নিয়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে এরকম নজির প্রচুর রয়েছে। আসুন জেনে নেই আইপিএল ইতিহাসে এমনই কয়েকজন অধিনায়কের কথা যারা মরশুমের মাঝপথে অধিনায়কত্ব ছেড়েছিলেন।