ডেল স্টেইন
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন। আসলে যখন ফাস্ট বোলিংয়ের কথা আসে, তখন ডেল স্টেইনের নাম আসবে না, এমনটা যেন হতেই পারে না। শুধুমাত্র লাইন কিংবা কেংথ নয়. স্টেইন ২০১২ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় ১৫৪.৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেছিলেন। এই রেকর্ড অনেকদিন তালিকার শীর্ষে ছিল।